এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!

এক সময় এন্ড্রয়েড ফোন রুট করা অনেক কঠিন একটা ব্যাপার ছিল কিন্তু এখন রুট করাটা অনেক সহজতর ব্যাপার হয়েগেছে। আমি আপনাদেরকে ০৩ টি উপায়ে রুট করার কৌশল দেখাবো। তিনটির মধ্যে একটি কম্পিউটারের মাধ্যমে এবং বাকী দুটি পদ্ধতী দেখাবো কিভাবে কম্পিউটার ছাড়াও আপনার নিজস্ব মোবাইলের মাধ্যমে রুট করতে হয়। এই তিনটি পদ্ধতীই সহজ এবং বর্তমান সময়ের জন্য খুবই নিরাপদ। যার যার চাহিদামত কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে আপনার প্রিয় এন্ড্রয়েড মোবাইলটি-কে রুট করে নিতে পারবেন।
root-android-device




যাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ নেই তারা চাইবে মোবাইলের সাহায্যে রুট করে নিতে। আর যাদের কম্পিউটার আছে তারা ইচ্ছা করলে তিনটির মধ্যে যে কোন একটি উপায়ে রুট করে নিতে পারবেন। সবার চাহিদার কথা ভেবে আমি আপনাদের জন্য এই পদ্ধতিগুলো একসাথে শেয়ার করে দিলাম। তবে আমার পরামর্শ হচ্ছে যাদের কম্পিউটার আছে তারা অবশ্যই কম্পিউটার এর মাধ্যমে রুট করে নিবেন। কারণ কম্পিউটার এর মাধ্যমে রুট করা সবচেয়ে সহজ এবং নিরাপদ।

    রুট কি?

    শব্দটি এতোই প্রচলিত হয়ে গেছে যে, রুট ইউজার বলার বদলে সবাই এটিকে সরাসরি রুট বলে থাকে। সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে এ্যাডমিনিষ্ট্রেটর বা প্রশাসক। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড়, লিনাক্সের জগতে রুট বলতে সেই পারমিশন বা অনুমতিকে বোঝায়, যা ব্যবহারকারীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে।




    রুট হচ্ছে একটি এ্যাডমিনিষ্ট্রেশন পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী এ্যাডমিনিষ্ট্রেটর প্রিভিলেজ ছাড়া সিস্টেম ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন না। লিনাক্সেও তেমনি রুট পারমিশন প্রাপ্ত ইউজার ছাড়া সিস্টেম এ্যাডমিনিষ্ট্রেশনের কাজগুলো করা যায় না। যিনি লিনাক্স-চালিত কম্পিউটার বা সার্ভারে যা ইচ্ছে তাই করতে পারেন অথবা যার সব কিছু করার অনুমতি রয়েছে, তাকেই রুট ইউজার বলা হয়। নিচে আমি বর্ণনা করবো কিভাবে রুট করতে হয়।
    • [message]
      • ##check## আর্টিকেল এর বিষয় আপডেট
        • আমাদের যে কোন পোষ্ট পুরাতন হলে কিংবা কাজ না করলে আমরা সাথে সাথে পোষ্টটি আপডেট করে থাকি। আমাদের ব্লগের একজন লেখক এই পোষ্টটি সর্বশেষ ৩০/০১/২০২০ তারিখে আপডেট করেছেন

    এন্ড্রয়েড ফোন রুট করার আগে কি করতে হয়?

    আপনার প্রিয় এন্ড্রয়েড মোবাইলটি রুট করার পূর্বে কিছু প্রস্তুতি নিতে হবে। তা না হলে ফোন রুট করার ব্রিক করার সম্ভাবনা থাকে। কাজেই মোবাইল হুটহাটভাবে রুট না করে রুট করার গে নিচের নিয়মগুলো অনুসরণ করে তারপর মোবাইল রুট করার শুরু করবেন।
    • এন্ড্রয়েড মোবাইল রুট এর প্রসেস ভালোভাবে না জেনে বা না ‍বুঝে রুট করতে যাবেন না। কারণ আপনার অভীজ্ঞতার অভাবে ফোনের অপারেটিং সিস্টেম নস্ট হতে পারে। অপারেটিং সিস্টেম নস্ট হলে ফোন ফ্লাশ না করে ঠিক করা যাবে না।
    • মোবাইল রুট করার পূর্বে মিনিমাম ৫০% চার্জ করে নিবেন। কারণ রুট করার সময় মোবাইল অফ হলে ফোন ব্রিক করতে পারে।
    • কম্পিউটার দিয়ে রুট করার ক্ষেত্রে ফোনের অরিজিনাল ডাটা ক্যাবল ব্যবহার করবেন।
    • কম্পিউটারের USB Port সঠিকভাবে কাজ করে কি না তা যাচাই করে নিবে। কারণ ফোন রুট করার সময় ক্যাবলা নাড়াচাড়া লাগলে ফোন ব্রিক হতে পারে।
    • আপনার কাঙ্খিত মোবাইলের ড্রাইভার অবশ্যই ডাউনলোড করে পিসিতে ইনস্টল করে নিবেন।
    • ফোন ম্যামোরিতে থাকা প্রয়োজনীয় ডকুমেন্টস External Memory Card এ রাখলে ভালো হবে।

    এন্ড্রয়েড ফোন রুট করার সুবিধা কি?

    • মোবাইলের স্পিড ও পারফরমেন্স বৃদ্ধি করা যায়।
    • মোবাইলের সিস্টেম এ্যাপসগুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। চাইলে যেকোন সিস্টেম এ্যাপ ডিলিট করা যায়।
    • বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইলের অব্যবহৃত বা টেমপোরারি ফাইল নিয়মিত মুছে ফোনের স্পিড বাড়ানো যায়।
    • কোনো বিশেষ কাজে প্রসেসর এর গতি বাড়ানোর প্রয়োজন হলে তা বৃদ্ধি করা যায়।
    • অপ্রয়োজনীয় এ্যাপস বন্ধ রেখে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব হয়।
    • বিভিন্ন ধরনের কাস্টম মডিউল ব্যবহার করে ফোনকে ইচ্ছামত ডিজাইন করা যায়। যাল ফলে ফোনের বাহ্যিক সুন্দর্য্য বৃদ্ধি করা সম্ভব হয়।
    • মোবাইলে পছন্দমত কাষ্টম ফন্ট ইনস্টল করা যায়
    • মোবাইলে যেকোন ধরনের Crack, Patch ও Hacking Scripts ব্যবহার করা যায়।

    এন্ড্রয়েড ফোন রুট করার অসুবিধা কি কি?

    • ফোন রুট করলে ওয়ারেন্টি থাকবে না। তাই রুট করার আগে এ বিষয়েটি মাথায় ভালোভাবে গেথে নিবেন। তবে সার্ভিস সেন্টারে নেওয়ার আগে মোবাইল পুনরায় আনরুট করে নিলে মোবাইল কোম্পানি সেটি বুঝতে পারবে না। এ ক্ষেত্রেও কিছুটা ঝুকি থেকে যায়।
    • ফোন রুট করলে মোবাইল ব্রিক করতে পারে। ব্রিক মানে হচ্ছে কাজ করার ক্ষমতা হারাতে পারে। এ ক্ষেত্রে ফ্লাশ করলে আবার ঠিক হয়ে যাবে।
    • রুট করার পর আপনার মোবাইলের অপারেটিং সিস্টেম আপডেট পাবেন না। কারণ OTA আপডেট করার সময় Error ম্যাসেজ শো করবে।
    • মোবাইলে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ রুট করা ফোনের অপারেটিং সিস্টেম আনলক থাকে।
    • সঠিকভাবে না বুঝে মোবাইল রুট করলে রুট করার সময়ই ফোন নস্ট হওয়ার সম্ভাবনা থাকে।

    এন্ড্রয়েড ফোন রুট করার নিয়ম

    আমি আগেই বলেছি আমরা আজকের পোস্টে মোট ৩ টি উপায়ে রুট করার নিয়ম দেখাব। যার যার প্রয়োজনানুসারে যে পদ্ধতিতে নিরাপদ মনেহবে সেই নিয়ম অনুসরণ করে রুট করে নিতে পারবেন। তবে ৩ টি পদ্ধতিতে আপনার ফোনকে খুব সহজে রুট করে নেওয়া যাবে। যাদের কম্পিউটার আছে তারা অবশ্যয় ১ম পদ্ধতিতে কম্পিউটার ব্যবহার করে রুট করে নেবেন। কারণ এটি সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ মোবাইল ব্রিক করার কোন প্রকার ঝুকি নেই। তাহলে আর কথা না বাড়িয়ে ফোন রুট করার নিয়মগুলো দেখে নেই।

    এগুলো আপনার কাজে লাগতে পারে—

    প্রথম পদ্ধতী - কম্পিউটারের মাধ্যমে রুট

    এ পদ্ধতিতে এন্ড্রয়েড এর যে কোন ভার্সনকে রুট করতে পারবেন। সর্বশেষ Android-10.0 ভার্সন পর্যন্ত এটি অনায়াসে রুট করতে সক্ষম। ফোন রুট করার ক্ষেত্রে এ সফটওয়ারটি কোন কোন ধরনের ডিভাইস সাপোর্ট করছে সে বিষয়ে তাদের অফিসিয়াল সাইট থেকে বিস্তারিত জানতে পারবেন। এ ক্ষেত্রে তাদের তালিকায় আপনার ডিভাইসটি রয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারবেন। 
    • প্রথমে Kingo Android Root সফটওয়ারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
    • ইনস্টল করার পর সফটওয়ারটি রান করলে নিচের চিত্রের মত শো করবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • এখন আপনার এন্ড্রয়েড মোবাইল ফোনটি USB ক্যাবল এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত করুন। মোবাইল কম্পিউটারের সাথে যুক্ত করা পর নিচের চিত্রটি শো করবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • এখানে আপনার ফোনটি রুট করার পূর্বে সফটওয়ারটি অটোমেটিকভাবে রুট করার প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল করে নিবে। তবে এর জন্য আপনার কম্পিউটারের সাথে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
    • উপরের চিত্রের ড্রাইভার ডাউনলোড শেষ হওয়ার পর নিচের চিত্রটি শো করবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • উপরের চিত্রটি শো করার পর আপনার মোবাইল ফোনটি কম্পিউটার হতে Disconnect করে নিবেন। পাঁচ সেকেন্ড বিচ্ছিন্ন রাখার পর আবার USB ক্যাবল দিয়ে মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করবেন।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • উপরের চিত্রটি আপনার মোবাইলের USB Debugging অন করার অপশন দেবে। কম্পিউটার হতে অন করতে না পারলে নিচের ধাপটি অনুসরণ করতে পারেন।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • এখানে আপনার মোবাইলের Developer Options অন করে Enable USB Debugging এ ঠিক চিহ্ন দিতে হবে। এটি করার জন্য আপনার মোবাইলে Settings থেকে Developer Options যেতে হবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • সবশেষে উপরের Root বাটনে ক্লিক করলে আপনার মোবাইল রুট হতে শুরু করবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • উপরের চিত্রে ১০০% না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রুট প্রসেস ১০০% হওয়ার জন্য ৫/৭ মিনিট সময় নিতে পারে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • রুট কমপ্লিট হওয়ার জন্য উপরের চিত্রের ন্যায় Succeed ম্যাসেজ দেখাবে।
    • তারপর আপনার মোবাইলটি রিস্টার্ট করুন। That's All.

    দ্বিতীয় পদ্ধতী - মোবাইলের মাধ্যমে রুট

    দীর্ঘ দিন থেকে Kingo Root শুধুমাত্র কম্পিউটার এর মাধ্যমে এন্ড্রয়েড ফোন Root করার সুবিধা দিয়ে আসছিল। বিগত ২/৪ বছর যাবৎ তারা Kingo Root এর Apk ভার্সন বের করেছে। ফলে এখন থেকে যাদের হাতে নাগালে কম্পিউটার নেই তারাও অত্যান্ত কার্যকরী এই App টি দিয়ে সহজে এন্ড্রয়েড মোবাইলটি রুট করে নিতে পারবেন।
    • প্রথমে এখান থেকে Kingo Root এ্যাপটি ডাউনলোড করুন।
    • তারপর এ্যাপটি Install করে Launch করলে নিচের চিত্রটি দেখতে পাবেন। (মোবাইলের ইন্টারনেট কানেশন অবশ্যই একটিভ করে রাখবেন)
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • এখন উপরের চিত্রের নীল কালারের One Click Root  অপশনে ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় রুট হওয়া শুরু করবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • এই অংশে আপনাকে কিছুই করতে হবে না। শুধুমাত্র রুট না হওয়া পর্যন্ত কিছু সময় অপেক্ষা করতে হবে। রুট সম্পন্ন হওয়ার পর নিচের চিত্রেরমত Success Message শো করবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়!
    • এতটুকু করলেই দ্বিতীয় পদ্ধতীতে আপনার মোবাইল রুট হয়ে যাবে।

    তৃতীয় পদ্ধতী - মোবাইলের মাধ্যমে রুট

    এ পদ্ধতীতে দেখাবো কিভাবে Kingroot এ্যাপ দিয়ে মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনার এন্ড্রয়েড ফোন রুট করবেন। নামের দিক থেকে Kingo Root এবং Kingroot দেখতে প্রায় এক রকম হলেও একটু মনোযোগ সহকারে দেখলে নামের পার্থক্য বুঝা যায়। এন্ড্রয়েড ফোন রুট করার জন্য বর্তমান সময়ে এটি খুবই সহজ এবং জনপ্রিয় একটি এ্যাপ। এটি শুরুর দিকে শুধুমাত্র Chines Version ছিল কিন্তু বিগত এক বছর থেকে English Version বের হয়েছে। এটি দিয়ে মাত্র এক ক্লিক করেই আপনার ফোনটি রুট করতে পারবেন। এটি দিয়েও এন্ড্রয়েড এর প্রায় সকল আপডেট ভার্সন পর্যন্ত রুট করা যায়। এই এ্যাপস এর ডেভেলপারদের ভাষ্য অনুসারে বর্তমানে প্রায় এক লক্ষ এর বেশী ধরনের ডিভাইস রুট করা যায়।
    • প্রথমে এখান থেকে এ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
    • ইনস্টল হওয়ার পর এ্যাপটি অপেন করলে কিছুক্ষনের মধ্যে আপনার মোবাইলটি স্ক্যান হবে এবং নিচের চিত্রটি শো করবে। রুট করার জন্য অবশ্যই আপনার মোবাইলের ইন্টারনেট একটিভ করে রাখবেন।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়
    • এখানের নীল রংয়ের Try it বাটনে ক্লিক করলে ফোনের রুট Status Verify শুরু করবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়
    •  উপরের চিত্রে দেখুন ফোনের Root Status Verify করছে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়
    • উপরের চিত্রের নীল কালারের Start Root বাটনে ক্লিক করলে আপনার মোবাইল রুট হওয়া শুরু করবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়
    • উপরের চিত্রটিতে ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি কমপ্লিট হতে ২/৩ মিনিট সময় নিতে পারে। ১০০% হয়ে গেলে নিচের চিত্রেরমত Success ম্যাসেজ শো করবে।
    এন্ড্রয়েড ফোন রুট করার সবচেয়ে সহজ এবং ১০০% নিরাপদ উপায়
    • এখন আপনার মোবাইলটি Restart করুন। That's all.
    • এরপর শুধু KingUser টি রেখে বাকী সব Extra এ্যাপ Uninstall করতে পারেন।
    • নোটঃ রুট করতে কোন প্রকার সমস্যা হলে KingRoot এর অফিসিয়াল ওয়েবসাইট হতে রুট করার টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

    এন্ড্রয়েড ফোন আনরুট করার নিয়ম

    • পদ্ধতি-১ঃ যারা কিংরুট ইউস করেন তারা Kingroot>General settings>Uninstall Kingroot>Clear root হতে মোবাইল আনরুট করতে পারবেন।
    • পদ্ধতি-২ঃ মোবাইল রুট করার পর যাদের ফোনে SuperSU ইনস্টল হয় তারা SuperSU এ্যাপ থেকে Settings>Full Unroot ব্যবহার করে মোবাইল আনরুট করতে পারবেন।
    • পদ্ধতি-৩ঃ  মোবাইল আনরুট করার জন্য গুগল প্লে-স্টোরে Universal Unroot নামে একটি এ্যাপ রয়েছে। আপনি চাইলে প্লে-স্টোর হতে এ্যাপটি ইনস্টল করে ফোন আনরুট করতে পারেন। এই এ্যাপটি ইনস্টল করে ওপেন করলেই মোবাইল আনরুট করার অপশন পাবেন। আনরুট অপশনে ক্লিক করে কনফার্ম করলেই কিছুক্ষনের মধ্যে আপনার এন্ড্রয়েড ফোন আনরুট হয়ে যাবে।
    সাহায্য জিজ্ঞাসাঃ এখন থেকে আপনার মোবাইলটি রুটেড ডিভাইস। রিস্টার্ট হওয়া পর মোবাইলে SuperSU নামের একটি এ্যাপ দেখতে পাবেন। এটি হচ্ছে আপনার রুট এ্যাপ/ইউজার। আশাকরি সবাই বুঝতে পারবেন। তারপরও যদি কারও বুঝতে অসুবিধা হয় কিংবা কোন প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
    Next Post Previous Post
    212 Comments
    • মোছাঃ আফসানা মীম
      মোছাঃ আফসানা মীম April 7, 2015 at 9:34 AM

      পোষ্টটি খুবই সাজানো গুছানো এবং ভাল হয়েছে বন্ধু।

      • Rashid
        Rashid April 29, 2016 at 8:12 PM

        অসংখ্য ধন্যবাদ।

      • Unknown
        Unknown April 7, 2017 at 11:51 AM

        vai koto mb lagbe?? plz help me

      • Rashid
        Rashid April 8, 2017 at 2:27 PM

        কতটুকু লাগবে সঠিক বলতে পারছি না। তবে 50mb এর বেশী লাগবে না।

      • Unknown
        Unknown August 30, 2020 at 2:54 PM

        Root

      • Unknown
        Unknown August 30, 2020 at 2:55 PM

        Root

    • মোছাঃ আফসানা মীম
      মোছাঃ আফসানা মীম May 23, 2015 at 5:22 PM

      কমেন্ট বক্সটি আরেকটু সাজালে ভাল হতো। আফটার অল, সবকিছুই ভাল হয়েছে।

      • Rashid
        Rashid May 23, 2015 at 5:24 PM

        এখনো বিটা ভার্সন, আশা করি অল্প কিছু দিনের মধ্যে হয়ে যাবে, ইনশাআল্লাহ্।

      • মোছাঃ আফসানা মীম
        মোছাঃ আফসানা মীম May 23, 2015 at 6:01 PM

        এখান ভাল হয়েছে, দেখতেও ভাল লাগছে। সমাধান করার জন্য ধন্যবাদ ..

    • ABDUL AWAL
      ABDUL AWAL September 1, 2015 at 5:13 AM

      খুব সুন্দর পোস্ট।

    • Jhone
      Jhone October 6, 2015 at 9:13 AM

      আমি king root apk start করে দেখছি ১০০% হওয়ার আগেই unsuccessful লেখা উঠছে/আমি spice Android 4.4.2 use করছি / তবে মোবাইলটি restart করার পর kinguser apk এসেছে/root checker apk তে দেখছি রুট হইনাই কি করে root করব যদি কেউ বলেন তাহলে ভালো হই/farmroot ও কাজ হই না/

      • Rashid
        Rashid October 6, 2015 at 11:50 PM

        King Root Apk দিয়ে রুট করার সময় আপনার মোবাইলের নেট কানেকশন একটিভ রাখেন। তাহলে অবশ্যই কাজ হবে।

    • shuvo sarkar
      shuvo sarkar October 18, 2015 at 3:57 PM

      ভাই আমার symphony xplorer w12 কিভাবে রুট করব

    • All Movie Download here
      All Movie Download here November 2, 2015 at 10:22 AM

      ভাই আমি কম্পিউটারে রুট করছি। আন রুট করার নিমটা একটু বলবেন ?

      • Rashid
        Rashid November 2, 2015 at 12:55 PM

        আপনি যদি Kingo Root সফটওয়ার দিয়ে রুট করে থাকেন, তাহলে পুনরায় USB Cable এর মাধ্যমে মোবাইলটি কম্পিউটারের সাথে Connect করুন। তারপর Kingo Root সফটওয়ারটি ওপেন করলেই Root Remove করার অপশন পেয়ে যাবেন। ধন্যবাদ...

    • Unknown
      Unknown November 11, 2015 at 9:00 PM

      ভাই আমি এক্সপিরিয়া মিনি প্রো ফোন এর এন্ড্রয়েড ভার্সন 2.3.4 kingo root দিয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু হয় না, আমার কম্পিউটার নেই , অন্য কোন বেবস্থা থাক্লে জানালে উপক্রিত হতাম!

      • Rashid
        Rashid November 12, 2015 at 10:16 AM

        ১ম পদ্ধতীতে Kingroot এ্যাপ দিয়ে চেষ্টা করেন। অবশ্যই কাজ হবে। আমি এই পদ্ধতিতে Android-5.0 পর্যন্ত রুট করেছি। ধন্যবাদ...

      • Unknown
        Unknown November 13, 2015 at 5:41 AM

        হামদুলিল্লাহ অবশেষে আমি রুট কর্তে সফল হয়েছি! রুট করার পর কি .কি প্রোয়োজনিও এপ্স ব্যবহার করতে হবে? ?

    • Unknown
      Unknown November 17, 2015 at 1:28 PM

      Huawei g play mini er lollipop version 5.1.1 root korbo kivabe ....... king root ,,, framer root ,,,, iroot diye hoi na....

    • SMFZ
      SMFZ March 1, 2016 at 4:21 PM

      pc দিয়ে root দিলে phone এ কি কোনো সমস্যা হয়?

      • Rashid
        Rashid March 1, 2016 at 6:42 PM

        কোন সমস্যা হবে না, বরংচ আর ভালভাবে রুট হবে।

    • Unknown
      Unknown March 8, 2016 at 1:40 AM

      vai ami computer diye amer sumphony h250 root korar chasta korci but 100% howar por root failed dekhay so ekhon ami ki korte pari?ans diben plzzzzz.......

      • Rashid
        Rashid March 8, 2016 at 9:48 AM

        কম্পিউটার দিয়ে সমস্যা হলে KingRoot App দিয়ে রুট করতে পারেন। সবার সুবিধার্থে এই জন্য আমি ৩ টি পদ্ধতি শেয়ার করেছি। ধন্যবাদ...

    • Sumon
      Sumon March 15, 2016 at 5:07 PM

      Cool, It's work perfectly

    • Nahid Shahriear
      Nahid Shahriear March 26, 2016 at 12:23 AM

      samsung j5 koresi but hoy na fail dekhay

      • Rashid
        Rashid March 26, 2016 at 10:27 AM

        আমি এখানে তিনটি পদ্ধতি শেয়ার করেছি। একটি না হলে অন্যটি দিয়ে চেষ্টা করেন, তাহলে অবশ্যই হবে।

      • Unknown
        Unknown April 20, 2016 at 1:12 AM

        Hoyna to

    • Unknown
      Unknown April 20, 2016 at 1:11 AM

      Kingoroot korte onk bar try korse hoyna... 90% hoy and failed bole .. Ami symphony v80 lolipop use Kore but amar other phn. Sumsong a root success hosse.. Why?

      • Rashid
        Rashid April 20, 2016 at 10:45 AM

        পিসি দিয়ে ট্রাই করেন, অবশ্যই হবে।

    • Nahid Shahriear
      Nahid Shahriear April 20, 2016 at 5:47 PM

      Vai samsung j5 ea hossena

      • Rashid
        Rashid April 20, 2016 at 7:27 PM

        একটি পদ্ধতীতে না হলে অপরটি ভালভাবে অনুসরণ করুন, তাহলে অবশ্যই হবে।

      • Unknown
        Unknown April 23, 2016 at 11:03 PM

        দয়া করে একটু আমাকে সাহায্য করবেন জানাবেন।

    • Unknown
      Unknown April 28, 2016 at 9:53 PM

      আসসালামু আলাইকুম
      ভাই জান আমার Hutchinson desire 500 dual sim রুট কেন হয়না?? দয়া করে একটু সাহায্য করবেন। আমি প্রায় কয়েকদিন থেকে চেস্টা করে ব্যর্থ হয়ে গেলাম কিন্তু পারলাম না। আসলে রুট হয়ে যাচ্ছে, successful লিখছে রুট চেক করছি তাও লিখছে কিন্তু যেমনি রেস্টার্ট করছি বা নিজে থেকেই হয়ে যাচ্ছে তার পর আর থাকছে না। আবার রুট করতে বলছে। আর বার বার এই রকমি হচ্ছে। যখন রুট হচ্ছে আমি কাজ করতে পারছি যেমন সিস্টেম সফটওয়্যার গুলি ডিলেট করতে ইত্যাদি। কিন্তু রিস্টার্ট হয়ে গেলেই সেই একি প্রবলেম। plz একটু জানাবেন ভাই

      • Rashid
        Rashid April 29, 2016 at 8:11 PM

        আমার মনেহয় আপনি সঠিকভাবে রুট করতে পারেননি বিধায় এই ধরনের সমস্যা হচ্ছে। আপনার হ্যান্ডসেটের Factory Rest করে নেন। তারপর আবার রুট করেন। তাহলে আশাকরি এই প্রবলেম হবে না।

    • Unknown
      Unknown May 1, 2016 at 2:42 PM

      আমি ফাক্টরি রিসেট ও করেছি ভাই তার পর ও করছি তা একি কথা বলছে।রুট হয়ে যাচ্ছে ১০০/; লিখছে এবংরুট চেকার এ দেখছি তাও লিখছে Rooted যে অ্যাপ গুলি আছে সেগুলি কাজও করছে। আবার আমার সিস্টেম অ্যাপ গুলিও ডিলিট করতে পারছি। কিন্তু যেমন রেস্টার্ট হয়ে যাচ্ছে তেমন সব আগের মত হয়ে যাচ্ছে। সিস্টেম অ্যাপ গুলি চলে আসছে। তার পর রুট অ্যাপ গুলি অন করছি তো বলছে আপনাকে রুট করতে হবে। এর ব্যাপারে কিছু সাহায্য করতে পারলে ধন্যবাদ।

    • Tarik Mahmud
      Tarik Mahmud May 22, 2016 at 5:01 PM

      কিং রুট দিয়ে হচ্ছে না

      • Rashid
        Rashid May 22, 2016 at 5:33 PM

        Kingo Android Root দিয়ে চেষ্টা করুন। তাহলে অবশ্যই হয়ে যাবে।

    • আশরাফুল
      আশরাফুল May 31, 2016 at 9:28 PM

      ভাই দশ% হয়ে আর হয় না।

      • Rashid
        Rashid June 1, 2016 at 10:15 AM

        তিনটি পদ্ধতী দেয়া আছে। একটি না হলে অন্যটি দিয়ে ট্রাই করেন।

    • Unknown
      Unknown July 4, 2016 at 10:07 AM

      চমৎকার হয়েছে

    • Unknown
      Unknown July 4, 2016 at 10:13 AM

      সুন্দর হয়েছে।

      • Rashid
        Rashid July 4, 2016 at 10:55 AM

        ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।

    • Anonymous
      Anonymous July 13, 2016 at 7:12 PM

      আমি Marshmallow করবো কি করে? আমার ফোন এখন কিটকেট আছে। আমি এইচ,টি,সি এম৮ ৩২জিবি রোম, ২জিবি রেম সম্পন্নো মোবাইল ব্যবহার করছি, আমি কি পারবো Marshmallow তে আপডেট করতে। জানালে অনেক উপকৃত হবো।

      • Rashid
        Rashid July 13, 2016 at 10:34 PM

        আমার জানা মতে htc m8 একটি ভালমানের স্মার্ট ফোন এবং এটি OTA সাপোর্ট করে। তবে যেহেতু আপনার হ্যান্ডসেটটিতে Kit Kat ব্যবহার করছেন, সেহেতু আমার মনেহয় এটিকে Marshmallow তে আপডেট করতে পারবেন না। তারপরও আপনার মোবাইলের ইন্টারনেট একটিভ করে Settings হতে About > Software updates এ ক্লিক করে চেষ্টা করে দেখতে পারেন। যদি htc এই সেটের জন্য অফিসিয়ালিভাবে কোন আপডেট দেয়, তবে কেবলমাত্র আপডেট দিতে পারবেন। তা না হলে সম্ভব নয়।

    • Unknown
      Unknown July 25, 2016 at 7:35 AM

      ভাই, ফোনে মেমোরিকার্ড থাকা অবস্থায় রুট করলে কি মেমোরী থেকে সব ডিলিট হবে না কি?? একটু জানাবেন

      • Rashid
        Rashid July 25, 2016 at 10:24 AM

        কোন কিছুই ডিলট হবে না। শুধুমাত্র মোবাইল রুট হবে।

    • Alokito
      Alokito July 28, 2016 at 11:23 AM

      ply stor open korte partacina, root kore ki akta apps delet korar por ar plu story open korte parchi na, plz hlp me,,,

      • Rashid
        Rashid July 28, 2016 at 7:19 PM

        কোন সমস্যা হবে না, তবে সিস্টেম এ্যাপ ডিলিট করার সময় খুব সতর্কতার সহিত সঠিক এ্যাপস ডিলিট করতে হবে। কোন প্রকার ভূল হলে কিছু সমস্যায় পড়তে পারেন।

    • Alokito
      Alokito July 31, 2016 at 8:42 AM

      সিস্টেম আপস ডিলেট হয়ে গেলে করনিয় কি,? আমার প্লে স্টোর টা অপেন করতে পারছি নাা, নিশ্চিত যে কোন একটা গুগলের আপস ডিলেট করার পর থেকে এ সমস্যায় আছি, , এর কি কোন সমাধান আছে, এডমিন,,,,

      • Rashid
        Rashid July 31, 2016 at 9:45 AM

        আমার মনেহয় আপনি Google Play Service App টি ডিলিট করে দিয়েছেন। যদি তা হয়, তাহলে Google Play Service App টি ম্যানুয়ালি ইনস্টল দিয়ে দেখতে পারেন। তারপরও যদি না হয়, তবে আপনার মোবাইলটি Restore করে দেখতে পারেন। এরপরও যদি না হয়, তাহলে মোবালের Stock Rom ইনস্টল করতে হবে। এ ক্ষেত্রে আপনি যদি বিষয়টি না বুঝলে, একজন অভীজ্ঞ মোবাইল সফটওয়ার ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যেতে হবে। সে আপনার মোবাইলটি Flasব বা Stock Rom Install করে দেবে। ধন্যবাদ...

    • Real Mutsuddi
      Real Mutsuddi August 11, 2016 at 2:31 AM

      bro akta chines likhar apps asce kingroot diye root kre...kinguser o show krece

      • Rashid
        Rashid August 11, 2016 at 10:05 AM

        Kingroot মূলত চায়নিজ ভার্সন ছিল, পরবর্তীতে সবার বিষয় বিবেচনা করে ইংলিশ ভার্সন বের করে। এখন ইংলিশ এবং চায়না দুটি আলাদা ভার্সন রয়েছে।

    • Real Mutsuddi
      Real Mutsuddi August 11, 2016 at 2:33 AM

      আপনার পোস্ট করার কথা খুব গোছানো ছিল। পড়ে খুব আনন্দ পেলাম ভাইয়া।

      • Rashid
        Rashid August 11, 2016 at 10:03 AM

        Thanks to your great feedback.

    • Jack Sparrow
      Jack Sparrow August 11, 2016 at 6:15 PM

      রুটের পাশাপাশি সহজে আনরুট করার উপায়টা/লিংক দিয়ে দিলে ভাল হত।

      • Rashid
        Rashid August 11, 2016 at 9:20 PM

        Kingroot এ্যাপটি ইন্সটল করলেই আনরুট করার অপশন পেয়ে যাবেন। মাত্র এক ক্লিকে আপনার মোবাইল আনরুট করতে পারবেন। সে জন্য এ নিয়ে টিউটরিয়াল লেখার মত তেমন জঠিল কোন বিষয় নেই।

    • Unknown
      Unknown August 14, 2016 at 10:17 AM

      Thank you

    • Unknown
      Unknown August 20, 2016 at 12:58 AM

      ভাই kingroot দিয়ে galaxy j5 j500h রুট হচ্ছে না। প্লিজ হেল্প।

      • Rashid
        Rashid August 21, 2016 at 11:14 AM

        আমি নিজেও Galaxy j5 ব্যবহার করছি। অনায়াসে রুট হয়েছে, কোন সমস্যা হয়নি। ভালভাবে চেষ্টা করেন, তাহলে অবশ্যই হবে।

      • Unknown
        Unknown August 21, 2016 at 12:57 PM

        vai hoy ni...ora research korce seta dekhacce...screenshot ditam....kintu ekhane dewar system nai....apnar fb id ta diben?
        amarta-fb.com/anirul.82

      • Rashid
        Rashid August 21, 2016 at 5:45 PM

        আমার মনে হয় আপনি কোথাও ভূল করছেন। একান্ত যদি না হয়, তাহলে ৩ নং পদ্ধতীতে Kingo Root দিয়ে ট্রাই করেন। এটা দিয়ে এন্ড্রয়েডের যে কোন ভার্সন অনায়াসে রুট করা যায়।

    • Unknown
      Unknown August 25, 2016 at 2:15 AM

      ভাই আমি symphony Zv pro মোবাইল চার মাস ধরে ব্যবহার করছি।এটির ভারসন lolipop আমি আটাতে কিভাবে Marsmelow ভারসন Update করবো।

      • Rashid
        Rashid August 25, 2016 at 10:56 AM

        আমার জানামতে খুব কম সংখ্যক Symphony ফোন অফিসিয়াল OTA আপডেট দেয়। এ ক্ষেত্রে আপনার ফোনের জন্য Symphony যদি অফিসিয়ালিভাবে কোন আপডেট প্রদান করে, তবে কেবলমাত্র Marsmelow ভার্সনে আপডেট করতে পারবেন। অন্যথায় আদৌ এটা সম্ভব নয়।

    • Unknown
      Unknown August 25, 2016 at 2:31 AM

      What is root

    • Soykot
      Soykot September 3, 2016 at 4:24 PM

      ফোন রুট করলে কি কোন problem হয়......?? রুট করলে কি ফোন এর সব apps delete হয়ে যায়...??

      • Rashid
        Rashid September 4, 2016 at 9:08 AM

        আপনি যে রকম ভাবছেন সে রকম কিছুই হবে না।

    • Unknown
      Unknown September 11, 2016 at 11:47 AM

      Symphony v49 কোন মেথড এ করবো। warenty নষ্ট হবে কি।

      • Rashid
        Rashid September 11, 2016 at 12:32 PM

        প্রথম পদ্ধতীতে করলে যে কোন Symphony ফোন সহজে রুট হয়ে যাবে। শো-রুমে নিয়ে যাওয়ার পূর্বে Unroot করে দিলে Warranty এর কোন সমস্যা হবে না।

    • Safi Ahmed
      Safi Ahmed September 17, 2016 at 8:21 PM

      symphony h400 কিভাবে রুট করব?

      • Rashid
        Rashid September 17, 2016 at 10:11 PM

        উপরের যে কোন পদ্ধতী অনুসরণ করে Symphony মোবাইল রুট করতে পারবেন। কোন সমস্যা হলে তখন আমাদের জানাবেন। ধন্যবাদ

    • mehedi
      mehedi September 19, 2016 at 1:37 AM

      রুট করার পর মার্শম্যালো কি অটোমেটিক হয়ে যাবে?
      না আরো কাজ আছে? দয়া করে জানবেন
      আমার মোবাইল Archos 50c neon
      kitkat version

      • Rashid
        Rashid September 19, 2016 at 10:29 AM

        রুট করার পর ভার্সন আপডেট হবে এই কথা আপনাকে কে বলেছে? আমার পোষ্টের মধেও এমন কিছুত বলিনি।

    • mehedi
      mehedi September 19, 2016 at 1:55 PM

      ভার্সন আপডেট করার জন্য কি করতে হবে?
      কিটক্যাট থেকে ললিপপ করার টিউনস টা একটু জানাবেন আশা করি

    • mehedi
      mehedi September 19, 2016 at 2:01 PM

      Archos 50c neon
      RAM 1GB
      Rom 8GB
      processor quadcore
      কিন্তু এন্ড্রয়েড় ভার্সন 4.4.2
      আমি ললিপপ করতে চাই
      দয়া করে ট্রিপস দিলে উপকৃত হতাম

      • Rashid
        Rashid September 19, 2016 at 6:37 PM

        আপনি যে মডেলের স্মার্টফোন ব্যবহার করেন না কেন, আপনার কাঙ্খিত মোবাইল কোম্পানী অফিসিয়ালভাবে আপডেট না দেয়া পর্যন্ত ভার্সন আপগ্রেট করতে পারবেন না। অফিসিয়াল আপডেট পেলে আপনাকে কিছুই করতে হবে না। যদি অফিসিয়াল আপডেট দেয়, তাহলে আপনার মোবাইল ইন্টারনেট এর সাথে কনেকশন করার সাথে সাথে নটিফিকেশন পাবেন।

    • mehedi
      mehedi September 19, 2016 at 11:38 PM

      ধন্যবাদ ভাই
      আপনার টিউন গুলা পড়ে
      ভালো লাগলো
      খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন

    • Unknown
      Unknown September 21, 2016 at 7:20 PM

      vai,, Amt help lagbe,
      root korte partechi na!!
      apps diye!

      • Rashid
        Rashid September 21, 2016 at 8:35 PM

        একটি দিয়ে না হলে অন্যটি দিয়ে চেষ্টা করেন। তারপরও না হলে আমাদের জানাবেন। আমরা আপনার সমস্যা সমাধান দেয়ার চেষ্টা করব।

    • Sumon
      Sumon September 26, 2016 at 1:41 PM

      আমার Lenovo মোবাইলে রুট করতে পেরেছি। খুব সুন্দর হয়েছে।

      • Rashid
        Rashid September 26, 2016 at 1:44 PM

        ধন্যবাদ ভাই, জেনে খুশি হলাম।

    • শামস
      শামস October 1, 2016 at 1:30 PM

      আমার মোবাইল Samsung Galaxy note 3 N-900v অপারেটিং ললিপপ ৫.০। Kingroot দিয়ে মোবাইল থেকে ও কম্পিউটারে দুই ভাবেই চেষ্টা করেছি। কিন্তু কোন ভাবেই রুট হয় নাই। কিভাবে রুট করতে পারব জানালে উপকৃত হব।
      ধন্যবাদ।

      • Rashid
        Rashid October 1, 2016 at 6:38 PM

        Kingo Root এর মাধ্যমে কম্পিউটার থেকে রুট করেন। রুট করার সময় ইন্টারনেট কানেকশন একটিভ রাখবেন, তাহলে অবশ্যই হবে।

    • Unknown
      Unknown October 14, 2016 at 8:21 AM

      ভাল

    • Unknown
      Unknown October 31, 2016 at 11:29 AM

      ভাইয়া আমি kingo app দিয়ে symphony w71i mobile টি root করেছিলাম কিন্তু factory data reset দেয়ার পর system user app টি কাজ করছেনা এবং unrootও করতে পারছিনা

      • Rashid
        Rashid October 31, 2016 at 2:29 PM

        kingo app টি অপেন করলেই আনরুট করার অপশন পেয়ে যাবেন।

    • Anonymous
      Anonymous October 31, 2016 at 2:31 PM

      Kingo Apk দিয়ে রুট করতে পেরেছি। চমৎকার ভাই, খুব ভাল কাজ করেছে।

      • Rashid
        Rashid October 31, 2016 at 2:31 PM

        Thanks to your best compliment.

    • md monsur alam
      md monsur alam November 1, 2016 at 6:36 PM

      bai amr symphony e60 duibar computer dia root koreci root succses show korce but ami jokon mobile chek kori unroot dekai bai aktu help koren

    • md monsur alam
      md monsur alam November 1, 2016 at 6:40 PM

      bai amr symphony e60 duibar computer dia root korci root succses show korce but ami jokon chek kori tokon unroot show kore bai aktu help koren

      • Rashid
        Rashid November 1, 2016 at 7:23 PM

        Kingroot দিয়ে রুট করুন। কারণ Symphony এর ক্ষেত্রে Kingroot সবচাইতে ভাল।

    • Unknown
      Unknown November 6, 2016 at 12:55 PM

      আমি কমপিউটার ছাড়া কিভাবে samsung galaxy A5 (2015)root করব?

      • Rashid
        Rashid November 6, 2016 at 7:15 PM

        প্রথম পদ্ধতীতে Kingroot দিয়ে রুট করতে পারেন অথবা তৃতীয় পদ্ধতীতে Kingo Root Apk দিয়ে রুট করতে পারেন।

    • Anonymous
      Anonymous November 6, 2016 at 7:18 PM

      Kingroot Apk দিয়ে আমার সামসাং J7 রুট করতে পেরেছি। অনেক ধন্যবাদ ভাই..

      • Rashid
        Rashid November 6, 2016 at 7:22 PM

        ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।

    • মুহা. তারেক আবদুল্লাহ্
      মুহা. তারেক আবদুল্লাহ্ November 8, 2016 at 2:33 PM

      ভাই ফোন রুট করার পর কি ফোনের ভার্সন চেঞ্জ করা যাবে?

      • Rashid
        Rashid November 9, 2016 at 10:10 AM

        ফোন রুট করার সাথে ভার্সন আপডেট করার কোন সম্পর্ক নেই। এতএব রুট নিয়ে এহেন চিন্তা করবেন না।

    • মুহা. তারেক আবদুল্লাহ্
      মুহা. তারেক আবদুল্লাহ্ November 8, 2016 at 2:35 PM

      ভাই মোবাইলের ভার্সন চেঞ্জ করা যায়?

    • মুহা. তারেক আবদুল্লাহ্
      মুহা. তারেক আবদুল্লাহ্ November 8, 2016 at 2:48 PM

      আমার symphony w71i ফোনটা কি জেলিবীন ভার্সন থেকে ললিপপ ভার্সন এ পরিবর্তন করা যাবে? যদি করা যায় তাহলে কিভাবে করব একটু জানিয়ে দিলে উপকৃত হব।

      • Rashid
        Rashid November 9, 2016 at 10:09 AM

        আমার জানা মতে Symphony এর খুব কম সংখ্যক মোবাইল অফিসিয়ালভাবে আপডেট করা সুযোগ দেয়। এ ক্ষেত্রে আপনার মেডেলটিতে যদি Symphony অফিসিয়ালভাবে আপডেট করা সুযোগ দেয়, তাহলে আপডেট করতে পারবেন। অন্যথায় সম্ভব নয়...

    • Unknown
      Unknown December 21, 2016 at 10:17 PM

      Samsung Galaxy S3 ভাসন 4. 3 কোনappদিয়ে রুট করব?

      • Rashid
        Rashid December 22, 2016 at 5:28 PM

        ১ম পদ্ধতীতে Kingroot এ্যাপ দিয়ে খুব সহজে রুট করতে পারবেন।

    • Unknown
      Unknown December 23, 2016 at 1:25 PM

      amar samsung j200H root karte parini.computer diye o sesta karwci.plz help

      • Rashid
        Rashid December 23, 2016 at 8:53 PM

        আপনার মোবাইলের এন্ড্রয়েড ভার্সনটি 4.4.4 এর নিচে হলে প্রথম পদ্ধতীতে চেষ্টা করেন, তবে যদি এন্ড্রয়েড ভার্সন এর উপরে হয়ে থাকলে কম্পিউটার দিয়ে চেষ্টা করেন। আশাকরি কাজ হবে। ধন্যবাদ...

    • Admin
      Admin January 22, 2017 at 11:59 PM

      আশা করি আপনি আমার প্রশ্ন র জবাব দিবেন? আমি symphony h60 রুট করব। এর জন্য কোনটা ভালো হবে?রুট করতে কি কি লাগে?রুট করলে কি হয়?খারাব আর ভালো দিক বলবেন plz.রুট করতে মোট কত mb লাগবে।root করলে ristartমার লে সমেসসা হবে। আশা করি আপনি উত্তার দিবেন।
      এতখন আপনি রাগ করবেন না।

    • Admin
      Admin January 23, 2017 at 12:01 AM

      আশা করি আপনি আমার প্রশ্ন র জবাব দিবেন? আমি symphony h60 রুট করব। এর জন্য কোনটা ভালো হবে?রুট করতে কি কি লাগে?রুট করলে কি হয়?খারাব আর ভালো দিক বলবেন plz.রুট করতে মোট কত mb লাগবে।root করলে ristartমার লে সমেসসা হবে। আশা করি আপনি উত্তার দিবেন।
      এতখন আপনি রাগ করবেন না।

    • Admin
      Admin January 23, 2017 at 12:18 AM

      আশা করি আপনি উত্তার দিবেন?আমি symphony h60 use করি।আমি আমার ফোন কে root করব।
      (১)রুট করতে কি লাগে?
      (২)রুট করলে ফোনএর সমেসসা হয়?
      ৩ রুট করতে কত mb জায়
      রিস্টার্ট করলে কি কোন সমেসসা হয়। রুট করার পর রিবুট না রিস্টার্ট মারব

      • Rashid
        Rashid January 24, 2017 at 12:42 PM

        ১ম পদ্ধতিতে খুব সহজে যে কোন symphony সিরিজের ফোন রুট করা যায়। রুট করলে আপনার ফোনের কোন সমস্যা হবে না। শুধুমাত্র ব্যবহার করার সময় একটু সতর্ক থাকতে হবে।

    • Reyad Feni
      Reyad Feni January 23, 2017 at 12:41 AM

      vai lenovoA3300-HV tab version 4.4.2 apnar 4number stepe try korci but root hocche na....... akhon ami koi number step try korte pari????
      ta chada root korar somoy mobiler sim na thakle ki problem hobe???? kingo root apk diya jodi root kori tahole restart korar por ki super su app ti automatic asbe.....naki download kore nite hobe????

      • Rashid
        Rashid January 24, 2017 at 12:44 PM

        ১ম পদ্ধতিতে এন্ড্রয়েড 4.4.2 খুব সহজে রুট করা সম্ভব হয়। রুট করার সময় সিমের সাথে কোন রিলেশন নেই। শুধুমাত্র নেট অন রাখতে হবে। ধন্যবাদ...

    • Unknown
      Unknown January 30, 2017 at 10:11 PM

      আপনার পোষ্টটি খুবই সাবলীল ।
      তবে আপনার দেওয়া প্রতিটি ট্রিক্সই আমি (মোবাইল এবং কম্পিউটার) যথাযথ ভাবে প্রয়োগ করেও আমার Samsung J2 (Lolipop 5.1 Version) রুট করতে ব্যর্থ হয়েছি ।
      King Root দিয়ে ১০০% গিয়ে লেখা দেখায় Root Failed
      যদি আর কোন পদ্ধতি Samsung J2 এর জন্য থাকে তাহলে জানালে কৃতজ্ঞ হব ।
      ধন্যবাদ ।

      • Rashid
        Rashid January 31, 2017 at 1:37 PM

        Samsung মোবইল রুট না করার জন্য আমি আপনাকে পরামর্শ দেব। কারণ এই ধরনের ডিভাইস রুট করে বাড়তী তেমন কোন সুবিধা নেয়া যায় না। তারপরও যদি রুট করতে চান, তাহলে আমাদের সাথে যোগযোগ করতে পারেন। ধন্যবাদ...

    • NI Emon
      NI Emon February 3, 2017 at 12:04 AM

      আমি Galaxy J5 (version 6.0.1) ফোনটি রুট করতে ব্যার্থ হয়েছি। আমি ৪নং ট্রিকস ব্যাবহার করছি।১০০% হওয়ার পর Root failed দেখায়। অনেক বার চেস্টা করছি। আর ভাল ভাবেই চেস্টা করছি।কোনো ভুল হয় নাই। যদি একটু সাহায্য করতেন...

      • Rashid
        Rashid February 12, 2017 at 6:56 PM

        Samsung J সিরিজের মোবাইলগুলি রুট হতে কিছুটা সমস্যা হয়। তবে আমার মনেহয় কম্পিউটারের সাহায্য যথানিয়মে চেষ্টা করলে অবশ্যই রুট হবে।

    • Unknown
      Unknown March 7, 2017 at 10:43 AM

      Developer Options খুজে পাচ্ছি না। আমার ফোন হলো লাভা আইরিশ ৮৭০। মার্শম্যালো ভার্সন। দয়া করে জানাবেন কোথায় আছে Developer Options

    • Unknown
      Unknown March 23, 2017 at 1:17 AM

      কম্পিউটার দিয়ে রুট করলে মোবাইলেও কি ডাটা অন থাকতে হবে?

      • Rashid
        Rashid April 6, 2017 at 9:20 AM

        ডাটা অন থাকতে হবে।

      • Unknown
        Unknown April 8, 2017 at 9:09 AM

        vai amar symphony xpolore W22 kingroot app diya root korte gaci 74 er por r hoina ki korbo plzz help me

      • Rashid
        Rashid April 8, 2017 at 2:29 PM

        কম্পিউটার দিয়ে চেষ্টা করলে অবশ্যই হবে।

    • Suman Maity
      Suman Maity April 15, 2017 at 7:02 PM

      Hi. Sir....
      আমি Samsung Z1 (tizen os) mobile use kori.
      Liniux based TIZEN OS mobile k Android OS korte chai.
      এটা কীভাবে সম্ভব ?
      পদ্ধতিটি email এ পাঠান plz........plz.....

      maitysuman400@gmail.com

      • Rashid
        Rashid April 16, 2017 at 1:46 PM

        উপরে প্রদত্ত ধাপগুলি ভালভাবে অনুসরণ করলেই হবে। এখানে আর কিছুই করতে হবে না।

    • Suman Maity
      Suman Maity April 18, 2017 at 2:24 PM

      কিন্তু আমার মোবাইল Tizen OS v2.4.0.3 (samsung z1)
      Apk app কাজ হয় না ।
      Kingroot app not supported.
      তা কীভাবে Android OS Install করব ?

    • Unknown
      Unknown May 26, 2017 at 11:42 PM

      আমি Samsung infuse 4G ইউজ করি। OS: 2.0 Framaroot দিয়ে দেখেছি কিন্তু এখানে নিচের অপশন টা আসেনা। তবে উপরের অপশন টা তে ক্লিক করলে সাকসেস লেখা আছে দেন মোবাইল রিস্টার্ট দিয়ে দেখি supersu এপ্স টা নেই। তাহলে কি আমার মোবাইল রুট হয়নি?

      • Rashid
        Rashid May 27, 2017 at 3:53 PM

        প্রথম পদ্ধতীতে চেষ্টা করলে অবশ্যই হবে। ধন্যবাদ...

    • Unknown
      Unknown July 16, 2017 at 11:01 PM

      রিস্টার্ট বলতে কোন ভাবে দিব.?? নরমাল Reboot (close all apps and restart phone) এটা নাকি মুল রিস্টার্ট.??

      • Rashid
        Rashid July 29, 2017 at 5:54 PM

        That's right.

    • Anonymous
      Anonymous July 18, 2017 at 4:56 AM

      brother I cant root my moto g xt1032 please help me

      • Rashid
        Rashid July 29, 2017 at 5:55 PM

        সবগুলি ধাপ সঠিকভাবে অনুসরণ করলে অবশ্যই হবে।

    • Unknown
      Unknown August 11, 2017 at 6:44 AM

      আমার ফোনটি সর্বশেষ ভার্সন ম্যাসমালো ৬.০ আমার ফোনটি আমি রুট করার অনেক চেষ্টা করছে কিন্তু বার বার ফেইল দেখায় এখন আমার করনিও কি প্লিজ বলবেন?
      আমি ল্যাপটপ দিয়েও রুট করার চেষ্টা করেছি কিন্তু রুট ১০০% হউয়ার সাথে সাথে ফেইল্ড দেখায় কি করবো এখন?

      • Rashid
        Rashid August 14, 2017 at 12:46 PM

        পোস্টটি খুব শীঘ্রই আপডেট করা হবে। আপডেট হলে সমস্যা সমাধান হয়ে যাবে।

    • Unknown
      Unknown August 11, 2017 at 6:58 AM

      ভাইয়া আসসালামু আলাইকুম
      কেমন আছেন?
      নিশ্চয় ভালো আছেন দোয়া করি সসব সময় ভালো থাকেন।
      আমার প্রশ্ন হচ্ছে আমার ফোনটি সর্বশেষ ভার্সন ম্যাসম্যালো ৬.০.১ এর Lava Grand2c মডেলের একটি ফোন। আমি আমার এই ফোন টি বেশ কিছু দিন যাবত হতে রুট করার বেশ কিছু পদ্ধতি প্রয়োগ করার পরেও আমি আমার ফোনটি রুট করতে পারনি ইতিমধ্যে আমি king root,kingo root,I root,Root master সহ বেশকিছু app দিয়ে রুট করার চেষ্টা করেও বিফলে গিয়েছি এছাড়াও আমি ল্যাপটপ দিয়ে চেষ্টা করার ফলে রুট ১০০% হয়ে বার বার ফেইল্ড দেখায় এখন আমার করনিয় কি প্লিজ বলবেন প্লিজ প্লিজ প্লিজ হেল্প করেন।
      আমার ইমেইল Tanjimulislam84@gmail.com

      • Rashid
        Rashid August 14, 2017 at 12:48 PM

        Wait a little time...

    • Shuvo
      Shuvo August 12, 2017 at 10:55 PM

      ভাই মোবাইল রুট করলে কি মোবাইল এর কোনো সমস্যা হয়??যদি হয় তাহলে কি সমস্যা হয়

      • Rashid
        Rashid August 14, 2017 at 12:53 PM

        যথপোযুক্ত ব্যবহার করলে কোন সমস্যা হবে না।

    • Unknown
      Unknown August 16, 2017 at 5:52 PM

      রুট করার পর, আবার আনরুট কি king root apps দিয়েই করা যাবে???

      • Rashid
        Rashid September 8, 2017 at 10:27 PM

        করা যাবে...

    • আমার পিডিএফ কালেকশন
      আমার পিডিএফ কালেকশন August 17, 2017 at 7:38 PM

      ভাই, মোবাইল রুট করলে কি তার সব data চলে যাবে। মানে ফোনে যা ছিল সব থাকবে না চলে যাবে

      • Rashid
        Rashid September 8, 2017 at 10:29 PM

        এ রকম কিছুই হবে না, সবকিছু ঠিকমতই থাকবে।

    • আমার পিডিএফ কালেকশন
      আমার পিডিএফ কালেকশন August 17, 2017 at 7:43 PM

      ভাই আমার Symphony r100 mobile phone কোন ভাবেই রুট করতে পারছি না। অন্য কোন উপায় থাকলে plz বলেন

      • Rashid
        Rashid September 8, 2017 at 10:32 PM

        নেট অন করে King root app দিয়ে চেষ্টা করুন, অবশ্যয় হবে।

    • Unknown
      Unknown September 20, 2017 at 8:46 PM

      রাশিদ ভাই,
      আমার সেট Huawei P9 Light OTG কাজ করেনা রুট করলে কি কাজ করবে?

      • Rashid
        Rashid September 24, 2017 at 4:30 PM

        রুট এর সাথে OTG এর কোন সম্পর্ক নেই। রুট এক বিষয় আর OTG আরেক বিষয়।

    • Unknown
      Unknown October 1, 2017 at 1:01 PM

      খুব সুন্দর লাগলো।

    • Unknown
      Unknown October 1, 2017 at 1:01 PM

      ভালো।

      • Rashid
        Rashid October 2, 2017 at 6:57 PM

        Thank and stay us

    • Unknown
      Unknown November 15, 2017 at 9:37 PM

      আমার মোবাইলের মডেল HuaweiY6ii CAM-L21 Adroid version marsmallow 6.0 এইটি উপরক্ত পদ্ধতিতে রুট হচ্ছে না ৷দয়া সুপরামর্শ দিবেন ৷

      • Rashid
        Rashid November 16, 2017 at 12:03 AM

        একটু অপেক্ষা করুন, আমাদের পোষ্টটি আপডেট করে দিচ্ছি।

    • Anonymous
      Anonymous December 13, 2017 at 12:57 PM

      আমার মোবাইল Micromax q381 lollipop v5.1 king root হচ্ছেনা

      • Rashid
        Rashid December 16, 2017 at 7:47 PM

        কম্পিউটার দিয়ে ট্রাই করেন। অবশ্যই রুট হবে...

    • Unknown
      Unknown March 8, 2018 at 7:25 PM

      আমার সিম্ফনি i20 2gb র্যাম marshmallow ভার্সন,,,কিভাবে রুট করবো,,আপনার প্রথম পদ্ধতির কম্পিউটার kingroot দিয়ে usb মাধ্যমে,,,রুট হবে

      • Rashid
        Rashid March 9, 2018 at 5:34 PM

        ট্রাই করেন, অবশ্যই হবে।

    • Unknown
      Unknown June 2, 2018 at 10:42 AM

      আমার ফোনটি Symphony H60..আমি কী আমার ফোনটি কিং রুট করতে পারব?

    • Unknown
      Unknown June 2, 2018 at 10:45 AM

      আমার ফোনটি symphony h60...ami amar phone ti korte chai?amar phone ti ki king root kora jabem

      • Rashid
        Rashid June 23, 2018 at 5:51 PM

        অবশ্যই করা যাবে।

    • রাহুল দাস
      রাহুল দাস July 15, 2018 at 11:42 PM

      Ami king root er dara amar Mi mobile root korechi r ta root hoyeche bhalo kore. Thank you post ta lekhar jonno....

      • Rashid
        Rashid July 17, 2018 at 10:19 PM

        Thanks and stay us to future update

    • Mpo
      Mpo September 21, 2018 at 2:03 PM

      আমার samsung J7 2016 মোবাইল অনেক চেষ্টা করেও হয় নি সমাধান কি??

    • Mpo
      Mpo September 21, 2018 at 2:33 PM

      Samsung j7 90% hoye pls pc connect chai

    • Bastob Katha
      Bastob Katha October 3, 2018 at 5:49 PM

      ভাই আমি kingroot ইনস্টল করতে পারছি না। নট ইনিস্টলেড দেখায়। আরেকটা ডাউনলোডই হয় না। আমার কম্পিউটার নেই।তাহলে কি আমি ফোন রুট করতে পারব না?

    • Bastob Katha
      Bastob Katha October 3, 2018 at 5:52 PM

      আমার ফোন Walton primo F7

    • মহামায়া
      মহামায়া November 24, 2018 at 11:47 PM

      ভাইয়া সামসাং j710gn v8.1.0 রুট করবোকিভাবে...।।একটু জানাবেন

    • Unknown
      Unknown November 26, 2019 at 10:00 AM

      huawei p9 light কম্পিউটারের মাধ্যমে রোট হয় কি না জানাবেন।

    • Unknown
      Unknown November 26, 2019 at 10:05 AM

      p9 lite root hoi kena janaben

      • Rashid
        Rashid December 19, 2019 at 9:32 PM

        অবশ্যই হবে

    • Mizanur Rahman
      Mizanur Rahman December 11, 2019 at 9:59 AM

      সিম্ফনি p7 কেমনে রুট করবো?

    • Ahmed Parbes
      Ahmed Parbes March 17, 2020 at 12:26 PM

      ভালো।

    • Shakil
      Shakil May 15, 2020 at 3:17 PM

      অসাধারণ হয়েছে…এই পোস্টের আকারের চেয়ে আরো তিন গুন বড় কমেন্ট করে ও এই পোস্টের গুন প্রকাশ করা সম্ভব হবে না। আপনার প্রতিনিয়ত পোস্টের মান দেখে আমি সত্যিই আশ্চর্য হয়ে যাই।

      আপনি সত্যিই একজন জিনিয়াস �� এরকম একটি ব্লগের নিয়মিত পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যি আজ অসম্ভব সুন্দর একটি পোস্ট করেছেন। অনেক বেশি ভালোবাসা রইল ��

      • Rashid
        Rashid May 15, 2020 at 5:05 PM

        দেখনু, শুধু শুধু কমেন্ট করে ব্যাকলিংক তৈরি করার চেষ্টা করে কোন ফায়দা হবে না। ব্লগের কমেন্ট সেকশনের লিংকগুলো গুগল এর কাছে কোন ভ্যালু তৈরি করতে পারে না।

        কমেন্টে এ ধরনের ভূয়ষী প্রশংসা না করে গঠনমূলক মন্তব্য করার চেষ্টা করুন। সেই সাথে ব্লগে নিয়মিত ভালো কনটেন্ট শেয়ার করুন। একসময় দেখবেন, সবাই আপনার ব্লগের লিংক অটোমেটিক শেয়ার করবে।

        অধিকন্তু আমি এ ধরনের লিংকযুক্ত কমেন্টগুলো ব্লগে অনুমোদন করি না। আপনাকে নামটি আমার কাছে পরিচিত লাগছে বিধায় কমেন্ট অনুমোদ করে নিয়েছি। আপনার ফায়দার জন্য বলছি, বিভিন্ন ব্লগে এ ধরনের কমেন্ট করে অযথা সময় নষ্ট করবেন না।

    • Amin
      Amin July 23, 2020 at 7:16 PM

      Nice post

    • Unknown
      Unknown September 8, 2020 at 12:37 PM

      device: itel vision 1.কোন app টা দিয়ে রুট করলে ভালো হবে? আর আমি রিস্টার্ট দেওয়ার পর বুঝবো কিভাবে যে রুট হয়েছে? please help

      • Rashid
        Rashid September 8, 2020 at 5:35 PM

        তিনটি মেথডই সেভ। যেকোন একটি দিয়ে করতে পারবেন।

        রিস্টার্ট হওয়ার পর রুট ইউজার নামে একটি এপস মোবাইলে দেখতে পাবেন। সেই এপস অপেন করে রুট স্ট্যাটাস চেক করতে পারবেন।

    • Unknown
      Unknown September 24, 2020 at 2:51 PM

      root permission unavailable dekhay keno?

    • Unknown
      Unknown September 24, 2020 at 2:55 PM

      root permission unavailable dekhay keno

      • Rashid
        Rashid September 25, 2020 at 7:47 PM

        মোবাইল দিয়ে না হলে কম্পিউটার দিয়ে ট্রাই করেন। অবশ্যই রুট হবে...

    • aziz al deen
      aziz al deen November 14, 2020 at 3:09 PM

      রুট করার পর ওই স্মাটফোনটা পূনরায় আনরুট করেনিলে কি অপারেটিং সিস্টেম আপডেট পাব?

    • aziz al deen
      aziz al deen November 14, 2020 at 3:09 PM

      রুট করার পর ওই স্মাটফোনটা পূনরায় আনরুট করেনিলে কি অপারেটিং সিস্টেম আপডেট পাব?

    • aziz al deen
      aziz al deen November 14, 2020 at 3:12 PM

      রুট করার পর ওই স্মাটফোনটা পূনরায় আনরুট করেনিলে কি অপারেটিং সিস্টেম আপডেট পাব?

    • aziz al deen
      aziz al deen November 14, 2020 at 3:12 PM

      রুট করার পর ওই স্মাটফোনটা পূনরায় আনরুট করেনিলে কি অপারেটিং সিস্টেম আপডেট পাব?

      • Rashid
        Rashid November 14, 2020 at 9:42 PM

        না, আপডেট করতে পারবেন না।

    • Unknown
      Unknown November 14, 2020 at 4:34 PM

      মোবাইল দিয়ে রুট করার জন্য মোবাইলের এন্ড্রুয়েট ভারসন কত হতে হবে???

    • Unknown
      Unknown November 14, 2020 at 4:35 PM

      4.2.2 Androad version mobile ki root kora jabe mobile deya???

      • Rashid
        Rashid November 14, 2020 at 9:43 PM

        অবশ্যই করতে পারবেন।

    • aziz al deen
      aziz al deen November 14, 2020 at 6:46 PM

      রুট করার পর ওই স্মাটফোনটা পূনরায় আনরুট করেনিলে কি অপারেটিং সিস্টেম আপডেট পাব?

    •  Speeding Up
      Speeding Up December 8, 2020 at 9:31 AM

      amar phone redmi 8a dual 10 verson kintu root korte parci na... plz help me

    • Unknown
      Unknown December 14, 2020 at 8:48 PM

      ভাই আমি samsung g313hz,version 4.4.2 phone
      রুট করার চেষ্টা করছি কিন্তু kingo root app দিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে phone আপনাআপনি restart হয় কিন্তু root checker app এ sorry not rooted bole
      আর আমার আর একটা ফোন model d7 version 8.1.0 এ kingo root app দিয়ে রুট করতে গেলে pc দিয়ে করতে বলে
      ভাই যেকোন একটি ফোন pc ছাড়া কিভাবে রুট করবো ভাই please help me....i need a rooted phone...please help me.... ভাই

      • Rashid
        Rashid December 15, 2020 at 11:02 PM

        এখানে আমরা রুট করার সেরা উপায়গুলো শেয়ার করেছি। একটি দিয়ে না হলে অন্যটি দিয়ে চেষ্টা করেন। অবশ্যই রুট হবে।

    • It'S RifaT VaU
      It'S RifaT VaU December 16, 2020 at 1:05 PM

      ভাই,,আপনার দেওয়া পদ্ধতীতে মোবাইলের মাধ্যমে জদি রুট করি তাহলে কি মোবাইলের প্রয়োজনীয় ফাইল ডিলিট হওয়ার সম্ভাবনা আছে কিনা? জদি কস্ট করে একটু জানাতেন তাহলে উপকার পেতাম

      • Rashid
        Rashid December 16, 2020 at 1:42 PM

        রুট করলে ফাইল ডিলিট হয় না। সেট ব্রিক করার সম্ভাবনা থাকে। তবে সঠিকভাবে রুট করতে পারলে কোন ধরনের সমস্যা হবে না।

    • Anonymous
      Anonymous December 23, 2020 at 10:20 AM

      আসসালামু আলাইকুম, ভাই আমি আপনার তিনটি উপায় দিয়েই আমার মোবাইলের রুট করার চেষ্টা করেছি, কিন্তু মোবাইল রুট করতে পারেনি,প্রথম দুইটা সিস্টেমের সম্পূর্ণ কাজ করার পরও মোবাইল রুট হয়নি আর কিংরুট অ্যাপ টা ইন্সটলই হয়নি। আমার মোবাইল হল oppo a1k . আমি কিভাবে আমার মোবাইল রুট করবো?

      • Rashid
        Rashid December 23, 2020 at 9:31 PM

        কম্পিউটার দিয়ে ট্রাই করেন, সব ধরনের মোবাইল সহজে রুট হবে।

    • Unknown
      Unknown December 31, 2020 at 2:25 PM

      রুট করার সাথে সাথেই কি ফোন ব্রিক হয়ে যায়?

    • Unknown
      Unknown December 31, 2020 at 2:28 PM

      রুট করার সাথে সাথেই কি ফোন ব্রিক হয়ে যায়

    • Ripon
      Ripon February 20, 2021 at 9:38 PM

      Error code 0x116B35 এটা দেখায় kingo root দিয়ে।

    • Tanvirツ
      Tanvirツ May 12, 2021 at 1:14 PM

      ভাইয়া Vivo Y11 প্রসেসর Snapdragon এএন্ড্রয়েড ভার্সন 11..
      এই ফোন টি কি আপনার দেওয়া পদ্ধতিতে রুট করা যাবে?

      • Rashid
        Rashid May 12, 2021 at 2:05 PM

        অবশ্যই হবে।

    • Top best lightning offers.
      Top best lightning offers. May 16, 2021 at 1:47 AM

      Kingo বা king root app কোনটা দিয়েই হচ্ছে না।দুইটাতেই failed আসছে

    • Anonymous
      Anonymous May 17, 2021 at 7:53 PM

      আমার Techno KC3 কোন ভাবেই রুট হচ্ছে না।
      ৩টাই করে দেখছি, আশা করি দ্রুত সমাধান দেবেন

      • Rashid
        Rashid May 21, 2021 at 10:52 AM

        সাথে থাকুন, খুব শীঘ্রই আমরা পোস্ট আপডেট করে দিব।

        ধন্যবাদ...

    • Unknown
      Unknown July 8, 2021 at 7:16 PM

      ভাই শাওমি নোট 8 প্রো চায়না ভার্সন মোবাইল আপডেট করার পরে আর প্লে ষ্টোর ইউস করা যাচ্ছে না এই সমস্যার সমাধান আছে কি?????

    • Affiliateloop Group
      Affiliateloop Group August 9, 2021 at 12:56 PM

      vai vivo y11 kivabe root korbo

    Add Comment
    comment url