এডসেন্স থেকে আয় করার উপায়
অনলাইনে টাকা আয় করার যত উপায় আছে তার মধ্যে গুগল এডসেন্স হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, কিন্তু সবার মনে কিছু প্রশ্ন জাগে যে, এটা কি সত্য বা আদৌ সম্ভব? আমি কি সবসময় এডসেন্স থেকে টাকা আয় করতে পারবো?
আমি কি ওখান থেকে উপার্জিত টাকা দিয়ে আমার পরিবার সহ নিচের হাত খরচ চালিয়ে যেতে পারব? আজ এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আপনাদের দেখাবে কিভাবে সফল ব্লগাররা তাদের ব্লগে Google AdSense হতে টাকা উপার্জন করছে?
Google AdSense কি এ বিষয় নিয়ে নতুন করে লিখার কিছু নেই, তবে কিভাবে কাজ করে এ বিষয়টি সবার কাছে পরিষ্কার নয়। এ পোষ্টটি লিখার আগে আমি বেশ কয়েকবার চিন্তা করেছিলাম যে, পোষ্টটি লিখব কি না? কারণ Google AdSense কি এ বিষয় সবাই জানে।
তারপরও আমি প্রাথমিক পর্যায় থেকে শুরু করলাম। Google AdSense কি, কিভাবে কাজ করে, কিভাবে অনুমোদন করতে হয়, কিভাবে বেশী আয় করা যায় ইত্যাদি বিষয় নিয়ে ইতোপূর্বে আমাদের ব্লগে বেশ কয়েকটি পোস্ট রয়েছে। আমার ব্লগের এডসেন্স সংক্রান্ত সবগুলো পোস্ট পড়লে Google AdSense বিষয়ে সকল নাড়ী-ভূড়ী নিয়ে বিস্তারিত জানতে পারবেন।
অন-লাইন হতে টাকা আয় করার যত প্রন্থা আছে তার মধ্যে Google AdSense নিঃসন্দেহে সাবার শীর্ষে অবস্থান করছে। সব ধরনের ব্লগারই তাদের ব্লগে Google AdSense বিজ্ঞাপন প্রদর্শন করতে চায়। কারণ AdSense এর আকর্ষণীয় বিজ্ঞাপনের সাইজ এবং ডিজাইনের কারণে এটিকে সবাই পছন্দ করে। তাছাড়া Google AdSense হতে অর্জিত টাকা গুগল খুব বিশ্বস্ততার সাথে পরিশোধ করে। এ সব কারনে Google AdSense সবার শীর্ষে অবস্থান করছে।
Google AdSense কি?
গুগল এডসেন্সের কাজ কি?
ধরুন আপনি সিলেটের হযরত শাহ্জালাল (রঃ) মাজার শরীফের আশপাশ এলাকায় একটি উন্নতমানের আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট চালু করলেন। যেহেতু সিলেট হচ্ছে একটি জনপ্রিয় পর্যটন এলাকা, এখানে প্রতিদিন দেশে বিদেশ হতে হাজারো মানুষ ঘুরতে আসে এবং অধিকাংশ লোক রাতের বেলায় বিভিন্ন হোটেলে রাত্রিযাপন সহ খাওয়া দাওয়া করে।
সেহেতু আপনি চাইবেন কিভাবে খুব দ্রুত আপনার হোটেল সম্পর্কে দেশ বিদেশের মানুষকে জানানো যায়। নতুন অবস্থায় স্বাভাবিক নিয়মে আপনার হোটেল ভালো হওয়া সত্বেও পরিচিতি না থাকার কারনে আপনার হোটেলে লোকজন আসবে না।
এখন দেশ বিদেশের মানুষকে আপনার হোটেলের গুনাগুন সম্পর্কে জানানোর জন্য আপনিত আর মানুষের দরজায় দরজায় গিয়ে সেটি বলতে পারবেন না। এ ক্ষেত্রের আপনার প্রয়োজন হবে হোটেলের বিজ্ঞাপনের ব্যবস্থা করা। এই বিজ্ঞাপন দেওয়ার জন্য তখন আপনি গুগল এডসেন্স এর দ্বারস্থ হবেন। গুগল এডসেন্সকে আপনি বলবেন আমি এক লক্ষ টাকা দিব বিনিময়ে আমার হোটেলের বিজ্ঞাপনটি আগামী একমাস প্রচার করতে হবে।
এ ক্ষেত্রে গুগল যেটা করবে সেটা হচ্ছে যে, গুগল তখন আপনার আমার ব্লগে ঐ হোটেলের বিজ্ঞাপন আগামী একমাস পর্যন্ত দেখাতে থাকবে। সেই হোটেলের বিজ্ঞাপন যখন আমাদের ব্লগে শো হবে তখন সেই হোটেলের নিকট থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ আমাদের দিয়ে দেবে। মূলত গুগল এডসেন্স এভাবে সারা বিশ্বে তাদের বিজ্ঞাপন ব্যবস্থাকে নিয়ন্ত্রন করে।

গুগল AdSense সাধারণত বিভিন্ন ধরনের Text, Link এবং Image আকারে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এ সব বিজ্ঞাপনে Per-Click এবং Per-Impression হিসাব করে পাবলিশারদের টাকা প্রদান করে থাকে। গুগল যত টাকা উপার্জন করে তার প্রায় ২৭ ভাগ আসে Google AdSense থেকে। এটি Publisher এর জন্য সম্পূর্ণ ফ্রি। আপনি যদি এর একজন পাবলিশার হতে চান তাহলে কোন টাকা ব্যয় করতে হবে না। আপনি খুব সহজে আপনার ব্লগে এই বিজ্ঞাপন প্রদর্শন করে ভালোমানের টাকা উপার্জন করতে পারবেন।
কিভাবে AdSense ব্যবহার করতে হয়?
একটি ব্লগে গুগল এডসেন্স ব্যবহার করতে হলে প্রথমে AdSense এর সকল নিয়ম ও গাইডলাইন অনুসরন করে ব্লগ তৈরি করতঃ ব্লগে মিনিমাম ২০-২৫ ভালোমানের পোস্ট পাবলিশ করতে হয়। তারপর ব্লগে প্রতিদিন ১০০ টি ইউনিক ভিজিটর থাকলে আপনার ব্লগে এডসেন্স ব্যবহার করার জন্য আবেদন করবেন।এডসেন্স একাউন্ট খোলার নিয়মঃ
আমি আগেই বলেছি এডসেন্স একাউন্ট খোলার জন্য বা গুগল এডসেন্স অনুমোদন পাওয়ার জন্য আবেদন করতে হলে একটি মানসম্পন্ন ব্লগ বা ইউটিউব চ্যালেন প্রয়োজন হবে। আপনার যদি একটি ভালোমানের ব্লগ বা ইউটিউব চ্যানেল থাকে তবে গুগল এডসেন্স এর ওয়েবসাইট একটি জিমেইল এড্রেস দিয়ে Sign Up করে Form Fill Up করতঃ একটি এডসেন্স একাউন্ট খোলার জন্য জন্য Apply করতে পারবেন।তবে মনে রাখবেন এডসেন্স একাউন্ট খোলার জন্য আবেদন করার সাথে সাথে আপনার ব্লগে বা ইউটিউব চ্যানেলে এডসেন্স এর বিজ্ঞাপন শো হবে না। গুগল এডসেন্স একাউন্ট খোলার আবেদন করার ৫/৭ দিনের মধ্যে গুগল আপনার ব্লগ বা ইউটিউব চ্যানেলটি যাচাই করবে। আপনার ব্লগ বা ইউটিউব চ্যানেলটি যাচাই করার পর তারা উপযুক্ত মনে করলে আপনার এডসেন্স একাউন্ট খোলার আবেদটি অনুমোদন করবে।
ইউটিউব এডসেন্স খোলার নিয়ম
ইউটিউব এডসেন্স একাউন্ট খোলার জন্য বা এডসেন্স এর আবেদন করার জন্য ইউটিউব ভিডিও Monetization অপশন Enable করতে হয়। ইউটিউবে ভিডিও মনিটাইজ অপশন Enable করার জন্য আপনার চ্যালেনে এক হাজার সাবস্ক্রাইবার ও এক বছরে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এর মাইল ফলক অর্জন করতে হবে।কিভাবে Google AdSense কাজ করে?
Google AdSense এর একটি বিশালাকারে শাখা এবং ডেভেলপার টিম রয়েছে, যারা প্রতিনিয়ত এটিকে দিনে পর দিন ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রতি গুগল এডসেন্স বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স টেকনোলজি ব্যবহার করছে।

গুগল সাধারণত প্রথমে একটি সাইটের যাবতীয় তথ্য এবং Cookies সংগ্রহ করে। তারপর বিশেষ পোগ্রামিং এবং JavaScript এর মাধ্যমে কন্টেন্ট এর উপর ডিপেন্ড করে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এ সব বিজ্ঞাপন পাবলিশারদের দুটি উপায়ে আয় করার সুযোগ দেয়। কিছু ওয়েবসাইটের জন্য কেবল যারা ঐ সাইটটি অপেন করে বিজ্ঞাপন দেখে এবং কিছু ওয়েবসাইটে বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে রেট ভিত্তিক টাকা প্রদান করে থাকে।
তবে প্রত্যেকটি ব্লগ/ওয়েবসাইটের র্যাংকিং এর উপর ভিত্তি করে আলাদা আলাদা বিজ্ঞাপন দেখার এবং ক্লিক রেটও রয়েছে। তাছাড়া বিজ্ঞাপনের সাইজ ও ধরণ অনুযায়ীও বিজ্ঞাপনের ক্লিক রেট ভিন্ন হয়ে থাকে।
AdSense বিজ্ঞাপন ভিন্ন হয় কেন?
কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায়?
Adsense বিজ্ঞাপন থেকে Google যত টাকা আয় করে তার ৬৮ ভাগ টাকাই দিয়ে থাকে পাবলিশারদের এবং বাকী ৩২ ভাগ টাকা নিজেরা ভোগ করে। কাজেই বুঝতে পারছেন আপনি কি পরিমানে টাকা আয় করতে পারবেন। Google Adsense থেকে টাকা আয় করার জন্য যা কিছু প্রয়োজন তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিম্নে সংক্ষেপে দেওয়া হলো -১। একটি ভালোমানের ব্লগ/ওয়েবসাইটঃ
আপনার লেখালেখির অভ্যাস থাকলে একটি ব্লগ তৈরি করে ব্লগে আর্টিকেল শেয়ার করে খুব সহজে Google AdSense হতে টাকা ইনকাম করতে পারবেন। ব্লগ তৈরির বিষয়ে আপনার কোন অভীজ্ঞতা না থাকলে আমাদের ব্লগের BlogSpot দিয়ে ফ্রি ব্লগ তৈরি সংক্রান্ত পোস্টটি অনুসরন করে সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ ক্রিয়েট করে নিতে পারেন।২। ভালোমানের কনটেন্টঃ
আমি সবসময় একটা কথাই বলে থাকি যে, আপনি যদি একজন ভালোমানের ব্লগার হতে চান তাহলে অবশ্যই ব্লগে মানসম্মত ও নিত্য নতুন আর্টিকেল পাবলিশ করেন। আপনি যে বিষয়টি ভালো জানেন ও বুঝেন সেই বিষয় নিয়ে কারও কাছ থেকে কপি পেষ্ট করা নয় এমন কন্টেন্ট পাবলিশ করেন। কারণ Google Adsense সব সময়ই নিত্য নতুন আর্টিকেল পাগলের মত পছন্দ করে।৩। ভিজিটরঃ
আপনি যা কিছুই নিয়ে ব্লগিং করেন না কেন আপনার টার্গেট হচ্ছে ব্লগে ভিজিটর পাওয়া। আপনি যখন ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর পাবেন তখনই আপনার এত পরিশ্রম সফল হবে। কারণ ভিজিটরহীন ব্লগ এর কোন মানেই হয় না। তাছাড়া Google Adsense হতে কি পরিমানে টাকা পাবেন তা নির্ভর করে করে ভিজিটরের উপর অর্থাৎ আপনার ব্লগে যত বেশী ভিজিটর আসবে আপনার আয়ও তত বাড়তে থাকবে।৪। কীওয়ার্ড বাছাইঃ
ব্লগে বেশী পরিমানে ভিজিটর পাওয়ার জন্য Keyword বাছাই করতে হবে। আপনার ব্লগের কন্টেন্ট অনুযায়ী হাই কোয়ালিটির কীওয়ার্ড বাছাই করতে হবে। এতেকরে আপনার ব্লগে ভিজিটর বাড়ার পাশাপাশি বিজ্ঞাপনের ক্লিক মূল্য বাড়বে।৫। Google AdSense Policies:
আপনি হয়তো ভাবছেন যে, Google AdSense একাউন্ট আছে তাই যে কোন অসদ উপায় অবলম্বন করে আয় বাড়ীয়ে নেবেন। কিন্তু মনে রাখবেন Google AdSense একাউন্ট অনুমোদন করা যতটা না কঠিন, তার চেয়ে আরও কঠিন এটিকে ঠিকিয়ে রাখা।গুগল এডসেন্স থেকে কত টাকা আয় করা যায়?
এই প্রশ্নের জবাবে আমি বলবো যে, AdSense থেকে ১০০ ভাগ জীবন ধারন করা বা পরিবার চালিয়ে নেওয়া সম্ভব নয়। কারণ আপনি এখান থেকে সবসময় ভালোমানের টাকা ইনকাম করতে সক্ষম হবেন তার কোন নিশ্চয়তা নেই। দেখা যাবে হয়তো আপনি কোন মাসে বেশ কিছু টাকা আয় করতে সক্ষম হয়েছেন, আবার কোন মাসে সামান্য কিছু টাকা আয় করতে হিমশিম খাচ্ছেন।গুগল এডসেন্স এর চিঠি কিভাবে হাতে পাবেন?
সাধারণত এডসেন্সে যখন আপনার ইনকাম ১০ ডলার পূর্ণ হবে তখন গুগল এডসেন্স টিম আপনার ঠিকানা, ব্যাংক একাউন্ট ও গুগল এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন করে নেওয়ার জন্য বলবে। আপনি যখন এডসেন্স এর সেটিংস অপশন হতে আপনার ঠিকানা, ব্যাংক একাউন্ট ও এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আবেদন করবেন তখন গুগল আপনার স্থানীয় ঠিকানার পোস্ট অফিসে একটি চিঠি পাঠাবে।এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি
গুগল এডসেন্সে যখন আপনার ইনকাম ১০০ ডলার পূর্ণ হবে তখন আপনি সেই টাকা উত্তোলন করার অপশন পাবেন। গুগল এডসেন্স একাউন্ট থেকে টাকা উত্তোলনের আবেদন করার পর গুগল আপনার টাকা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংক সেই টাকা আপনার কাঙ্খিত ভেরিফাই করা ব্যাংক একাউন্টে পাঠাবে। ভারতের ক্ষেত্রে সম্ভবত সেই রুপি SBI এর মাধ্যমে কাঙ্খিত ব্যাংকে পৌছে দেয়।শেষ কথা
যেহেতু AdSense অনলাইন থেকে টাকা আয়ের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত একটি মাধ্যম, সেহেতু আমার মনে হয় আপনি ব্লগিংকে পেশা হিসেবে না নিলেও সখ হিসেবে ব্যবহার করে সামান্য কিছু সময় ব্যয় করে খুব বেশী না হলেও অল্প কিছু টাকা আয় করতে পারবেন। যা আপনার লেখা-পড়া কিংবা পেশার পাশাপাশি সহায়ক হিসেবে কাজ করবে।
ভাই আমি adsense খুলেছি। ad code পেয়েছি কিন্তু আমার ব্লগে ad code বসানুর পর আড শু করছে না। কি করব আমি ?
আপনি কি YouTube থেকে AdSense অনুমোদন করেছেন নাকি ব্লগের মাধ্যমে করেছেন, সে বিষয়টি আমাকে জানাতে হবে। অতঃপর আপনার ব্লগের Url টি আমাকে পাঠিয় দেন। তাহলে পূর্ণাঙ্গ সমাধান দেয়ার চেষ্টা করব।
same problem amer o
ভাই এই কাজ করতে কত বয়স লাগে। আমি class 9 এ পড়ি আমি কি এইকাজ করতে পারব???
কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে। তাহলে ব্লগে গুগল এ্যাডসেন্স ব্যবহার করতে পারবে। শিখে যাউ তাহলে ভবিষ্যতে সফল হতে পারবে।
ভাই আমি blog থেকে google adsense এ apply করতে পারতেসি না। Your blog doesn't currently qualify for AdSense. এই লেখা দেখাসসে কেন ভাই একটু
help করেন
স্বাভাবিক ব্যাপার- আপনার ব্লগ এখনো Quality সম্পন্ন হয়নি। ভালভাবে আরো কিছু দিন ব্লগিং চালিয়ে যান, তাহলে হয়ে যাবে।
Nice Post
Thanks
আমি ব্লগ খুলতে চাই help
আমাদের ব্লগের বেসিক পোষ্টগুলি অনুসরণ করুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন।
ভাইয়া আমি আমার blog এ google adsenes যোগ করতে চাই সে ক্ষেএে কি করতে হবে help please.......
আমাদের ব্লগের এ্যাডসেন্স সম্পর্কিত পোষ্টগুলি পড়ুন। তাহলে বিস্তারিত জানতে পারবেন।
google adsenes kivabe set korbo help please.....
vai ami ai site noton please amake akto help koren ami apnar sate kaj korte cai...!
আপনি কি বিষয়ে হেল্প চান সেটা বল্লে ভাল হত।
ভাই,,নাম্বারটা দিন অর ফেসবুক।।
খুব প্রয়োজন,,,,
০১৬৮০-৪৬৪৭৯৩
আমি অনলাইন হতে সহজে কিছু টাকা উপার্জনের জন্য আগ্রহী,,,কিন্তু আমার তেমন কোন ধারণা নেই এই সম্পর্কে।
আমাকে কিছু ধারণা দিয়ে সাহায্য করলে খুশি হবো।
আমার ব্লগের পোষ্ট পড়তে থাকেন। তাহলে নিজেই কিছু উপায় পেয়ে যাবেন...
আপনাকে অনেক ধন্য বাদ। কি ভাবে ব্লগ এ কাজ করব একটু বলবেন।
আমার ব্লগের অন্যান্য পোষ্টগুলো মনোযোগসহকারে পড়লে বিস্তারিত জানতে পারবেন।
আপনি আপনার সাইট টাকে কিভাবে rank করিয়েছেন
আমার ব্লগ পড়েন, সব জানতে পারবেন।
vai blog kivaba kola...? kotai gia kolta hoy...? please help me
আমার ব্লগে এ সম্পর্কে বিস্তারিত পোষ্ট রয়েছে। এই লিংক হতে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ...
Mobile deya blogging kora jai
চেস্টা করলে করতে পারবেন, তবে সবকিছু মেইনটেন করা অনেক কঠিন হবে। এ ক্ষেত্রে অল্পদামে একটি কম্পিউটার কিনে সহজে ব্লগিং করতে পারবেন। ধন্যবাদ...
ভাইয়া ! বাংলা লিখে গুগল ট্রান্সলেটর দিয়ে ইংলিশ কনটেন্ট Make করলে Adsence Approve হবে?
গুগল ট্রান্সপেল দিয়ে ১০০ ভাগ পিউর ট্রান্সলেট হয় না। এ্যাডসেন্স হয়ত পেয়ে যাবেন, কিন্তু খুব বেশী ভিজিটর গ্রো করতে পারবেন না।
ইংলিশ ব্লগের ইংরেজি কনটেন্ট বেশি ভুল থাকলে কি আর এডসেন্স পাওয়া যাবেনা?
আর্টিকেল ভূল থাকলে গুগল সার্চ ইঞ্জিন হতে ট্রাফিক গ্রো করতে পারবেন না। ট্রাফিক গ্রো করতে না পারলে এডসেন্স পেতে কিছুটা সমস্যা হবে।
সেই সাথে অতিরিক্ত বানান ভুল হলে রিভিউ করার সময় সমস্যা হতেই পারে।
বাংলা সাইট এর জন্য এডসেন্স এর বিকল্প কোনটা ভালো ভাইয়া?
বাংলা সাইটের জন্য ভালো কোন বিজ্ঞান নেই। তবে Greenread বিজ্ঞাপন ট্রাই করে দেখতে পারেন।
Dear Rashid sir . বর্তমান পরিস্থিতিতে মাকে নিয়ে সংসার চালাতে ভীষণ কষ্ট হচ্ছে ।তাই দিন ভর অনলাইন জব খুঁজে যাচ্ছি, কিন্তু কোন রকম সন্ধান মেলাতে পারছি না । অনলাইনে উপার্জন করার কোনো পথ বা পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করলে উপকৃত হবো স্যার । Please help me sir
অনলাইন থেকে অল্প দিনে আয় করার কোন উপায় নেই। যেকোন কাজের অভীজ্ঞতা থাকলে একমাত্র ফ্রিল্যান্সিং করে অল্প দিনে আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের ব্লগে একটি বিস্তারিত পোস্ট আছে। পড়লে আরো অনেক কিছু জানতে পারবেন।
তাছাড়া ব্লগিং, ইউটিউব, অনলাইন বিজনেস কিংবা অন্য যেকোন কাজ করুন না কেন, অনলাইন থেকে টাকা আয় করার জন্য ধৈর্য্য ধরে অনেক দিন যাবত কাজ করতে হবে। তাহলে একসময় অনলাইন থেকে ভালোমানের টাকা আয় করা সম্ভব। পেসিব ইনকাম এর ক্ষেত্রে ব্লগিং ও ইউটিউব হচ্ছে অনলাইন থেকে আয় করার সেরা প্লাটফর্ম।
ইচ্ছা, মেধা, শ্রম ও ধৈর্য্য ধরে অনলাইনে কাজ করতে পারলে সবার পক্ষে অনলাইন থেকে আয় করা সম্ভব। সো, চেষ্টা চালিয়ে যান...
bank a student account thakle ki tk pabo
গুগল এডসেন্স সরাসরি আপনার ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেবে...
ভাইয়া আমাদের ব্লগস্পট সাইট আছে। এবং সেটি আমাদের সাবডোমেইনে রিডাইরেক্ট করা আছে যথারুপ: bd.peonmama.com
এখন জানার বিষয় হলোঃ গুগল এডসেন্স আবেদন/এপ্রুভ করতে কোন ঠিকানাটি ব্যবহার করলে ভাল হবে? ব্লগস্পট নাকি যেখানে আমাদের সাব ডোমেইন যোগ করেছি? আরেকটি বিষয়ঃ এখান হতে যদি এডসেন্স পাই তাহলে মুল ডোমেইন তথা অন্য সাইটে কোড ব্যবহার করা যাবে কি?
এখানে ডোমেইন বা সাব-ডোমেইন কোন বিষয় নয়। আপনি যে ডোমেইন বা সাব-ডোমেইনে এডসেন্স ব্যবহার করতে চান সেটি দিয়ে এডসেন্স অনুমোদন করতে হবে। অর্থাৎ যে ব্লগে এডসেন্স ব্যবহার করবেন, সেই ব্লগের ঠিকানায় দিয়ে এডসেন্স অনুমোদন করিয়ে নিতে হবে।
একটি ব্লগে অনুমোদন করা এডসেন্স অন্য ব্লগে ব্যবহার করতে পারবেন না।
আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ...
বুঝতে পেরেছি। মনে করি, সাব ডোমেইন ঠিকানা দিয়ে এডসেন্স পাইলাম। পরবর্তী মূল ডোমেইন/অন্য সাইটে এডসেন্স পাইতে হলে আলাদাভাবে আবেদন করতে হবে কি? একজন ব্যক্তি একাধিক সাইটের এডসেন্স আবেদন কিংবা চালাতে পারবেন কি?
প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য আলাদা আবেদন করতে হবে। তবে আলাদা আলাদা এডসেন্স একাউন্ট তৈরি করতে হবে না। একটি এডসেন্স একাউন্টের মধ্যে সবগুলো ব্লগের জন্য আবেদন করার অপশন থাকে।
যেকোনো সাব ডোমেইনে দিয়ে কি এডসেন্স পাওয়া যাবে?
ব্লগে কোয়ালিটি আর্টিকেল থাকলে সাব-ডোমেইন দিয়ে এডসেন্স পাওয়া যায়। তবে ভালো কনটেন্ট না থাকলে পাওয়া সম্ভব নয়।