দরখাস্ত লেখার নিয়ম (২০২৫)
ইংরেজি দরখাস্ত কিংবা বাংলা দরখাস্ত যেটাই হউক না কেন, কাজের প্রয়োজনে বিভিন্ন সময় আবেদন পত্র লিখতে হয়। কিন্তু বাংলা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে দরখাস্ত লেখার পূর্বে অভীজ্ঞদের নিকট থেকে দরখাস্ত লেখার নিয়ম জেনে নিতে হয়।
বিশেষকরে চাকরি প্রার্থীর চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে সমস্যায় পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে, বেশিরভাগ লোক চক্ষু লজ্জার কারনে এ বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শ নিতে চান না। যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালোমানের দরখাস্ত লেখার ক্ষেত্রে সমস্যার সম্মুখিন হতে হয়।
আমরা আজকের পোস্টে স্কুল কলেজের ছুটির আবেদন, বেতন মওকুফের আবেদন, চাকরির আবেদন পত্র লেখার নিয়ম, সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন, ব্যাংকের ছুটির আবেদন সহ বিভিন্ন প্রফেশনার ছুটির আবেদন শেয়ার করব।
সেই সাথে বাংলা ও ইংরেজী সহ পিডিএফ ও ডকুমেন্ট ফরমেটে দরখাস্ত লেখার নিয়মাবলী এর কপি আপলোড করে দেব। যার ফলে আপনি খুব সহজে ডাউনলোড করে যেকোন কম্পিউটার থেকে আপনার দরখাস্ত লিখে নিতে পারবেন।
এগুলো আপনার উপকারে আসবে—
দরখাস্ত কি?
দরখাস্ত বা আবেদনপত্র হলো একটি আনুষ্ঠানিক পত্র যা কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার কাছে কোন নির্দিষ্ট বিষয়ে অনুরোধ জানানোর জন্য লেখা হয়। দরখাস্তে সাধারণত ব্যক্তির নাম, ঠিকানা, যোগাযোগের তথ্য, আবেদনের বিষয়, আবেদনের কারণ, আবেদনের যৌক্তিকতা এবং আবেদনকারীর আশা-আকাঙ্ক্ষা ইত্যাদি উল্লেখ করা হয়।
দরখাস্তের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন—
- চাকরির দরখাস্ত
- ছুটির দরখাস্ত
- অনুমতির দরখাস্ত
- সহযোগিতার দরখাস্ত
- জরিমানার মওকুফের দরখাস্ত
- উপবৃত্তির দরখাস্ত
- ছাড়পত্রের দরখাস্ত
- প্রমোশনের দরখাস্ত
দরখাস্ত লেখার নিয়মাবলী
দরখাস্ত বা আবেদনপত্র হলো কোনো বিষয়ে কোনো কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন। বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে দরখাস্ত লেখা হয়। যেমন, চাকরির জন্য দরখাস্ত, অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত, জরিমানার জন্য দরখাস্ত, ছাড়পত্রের জন্য দরখাস্ত, ইত্যাদি। দরখাস্ত লেখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলি অনুসরণ করতে হয়। এই নিয়মাবলি অনুসরণ করলে দরখাস্তটি সুন্দর, সুলিখিত ও কার্যকর হয়।
দরখাস্ত লেখার নিয়মাবলি নিম্নরূপঃ
- তারিখঃ দরখাস্তের প্রথম লাইনে বামদিকে তারিখ লিখতে হয়। তারিখ লেখার ক্ষেত্রে বাংলা তারিখের পাশাপাশি ইংরেজি তারিখও লিখতে হয়।
- প্রাপকঃ দরখাস্তের দ্বিতীয় লাইনে বামদিকে প্রাপকের নাম, পদবী ও ঠিকানা লিখতে হয়। প্রাপক যদি কোনো প্রতিষ্ঠান হয়, তাহলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট বিভাগের নাম লিখতে হয়।
- বিষয়ঃ দরখাস্তের তৃতীয় লাইনে ডানদিকে বিষয় লিখতে হয়। বিষয়টি সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট হতে হবে।
- সম্ভাষণঃ বিষয়ের নিচে ডানদিকে সম্ভাষণ লিখতে হয়। সম্ভাষণ হিসেবে "জনাব", "মহোদয়", "শ্রীমান", "শ্রীমতী", ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
- মূল অংশঃ দরখাস্তের মূল অংশে আবেদনের বিষয়টি বিস্তারিতভাবে লিখতে হয়। মূল অংশটি স্পষ্ট, সুস্পষ্ট ও সংক্ষিপ্ত হতে হবে।
- উপসংহারঃ মূল অংশের নিচে ডানদিকে উপসংহার লিখতে হয়। উপসংহারে আবেদনের উদ্দেশ্য ও আশাবাদ ব্যক্ত করতে হয়।
- নিবেদনঃ উপসংহারের নিচে বামদিকে "নিবেদন" বা "বিনীত নিবেদন" লিখতে হয়।
- প্রেরকের নাম ও ঠিকানাঃ দরখাস্তের শেষ লাইনে বামদিকে প্রেরকের নাম ও ঠিকানা লিখতে হয়। প্রেরকের নাম ও ঠিকানা অবশ্যই স্পষ্ট ও সুস্পষ্টভাবে লিখতে হবে।
দরখাস্ত লেখার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা উচিতঃ
- দরখাস্তটি অবশ্যই সুন্দর ও সুলিখিত হতে হবে।
- দরখাস্তের ভাষা অবশ্যই সুন্দর ও মার্জিত হতে হবে।
- দরখাস্তের বিষয়টি অবশ্যই সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট হতে হবে।
- দরখাস্তে আবেদনকারীর যোগ্যতা ও দক্ষতা প্রমাণের জন্য যথাযথ তথ্য ও প্রমাণাদি যুক্ত করতে হবে।
- দরখাস্তে আবেদনকারীর আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করতে হবে।
দরখাস্ত লেখার নমুনা (২০২৫)
কাজের ধরণ অনুসারে বাংলা দরখাস্ত লেখার নিয়ম আলাদা আলাদা হয়। কেউ চেষ্টা করলেও সব ধরনের দরখাস্তের নমুনা এক সাথে শেয়ার করে দিতে পারবে না। সকলের সুবিধার্তে সবচাইতে বহুল ব্যবহৃত কয়েকটি দরখাস্তের নমুনা এখানে শেয়ার করে দেওয়া হলো।
১। সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
বিনীত নিবেদন এই যে, গত ০১/০১/২০২৫ খ্রিঃ তারিখে দৈনিক “সিলেট এর ডাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।
পরীক্ষার নাম | বোর্ড | পাশের সন | প্রাপ্ত গ্রেড |
---|---|---|---|
এসএসসি | সিলেট | ২০০৬ | জিপিএ-৫ |
এইচএসসি | সিলেট | ২০০৮ | জিপিএ-৫ |
বিএসসি | সিলেট | ২০১৩ | প্রথম শ্রেণী |
এমএসসি | সিলেট | ২০১৫ | প্রথম শ্রেণী |
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ হারুন-অর-রশিদ)
মোবাঃ ০১৭১০-০০০০০০
তারিখ-০১/০১/২০২৫ খ্রিঃ
সংযুক্তিঃ
২। চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত | চাকরি ছাড়ার দরখাস্ত
৩। কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত
৪। ইংরেজিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম
৫। জরিমানা মওকুফের জন্য আবেদন
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ হারুন-অর-রশিদ, আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা’র অসুস্থতা ও পারিবারিক আর্থিক অনটনের কারনে নির্ধারিত সময়ে কলেজের সকল ফী ও বেতন পরিশোধ করতে পারিনি। উল্লেখ্য যে, আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এবং বাবার আয়ের উপর আমাদের পরিবারের সকল ভরণপোষণ ব্যয় বহন করা হয়।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার বাবা’র অসুস্থতা ও পরিবারের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া সকল ফী ও বেতন প্রদানের অনুমতি দানে আপনার সদয় মর্জি কামনা করছি।
৬। ছাড়পত্রের জন্য আবেদন
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ হারুন-অর-রশিদ, আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারী চাকরিজীবি। তাঁর বর্তমান কর্মস্থল জকিগঞ্জ উপজেলা হতে বিয়ানিবাজার উপজেলায় বদলি হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভব হবে না।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার সমস্যার বিষয়টি বিবেচনা করতঃ সকল বকেয়া বেতন ও ফি পরিশোধ পূর্বক আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার সুমহান মর্জি কামনা করছি।
৭। অগ্রিম ছুটির আবেদন (স্কুল ও কলেজ)
৮। অনুপস্থিতির জন্য ছুটির আবেদন (স্কুল ও কলেজ)
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ হারুন-অর-রশিদ)
শ্রেণী-১০ম
বিভাগ-বিজ্ঞান
রোল নং-০১
তারিখ-০১/০১/২০২৫ খ্রিঃ
৯। অফিসিয়াল ছুটির আবেদন (অগ্রিম ছুটি)
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ হারুন-অর-রশিদ)
সিনিয়র অফিসার
ডাচ বাংলা ব্যাংক লিঃ
পূর্ব জিন্দাবাজার, সিলেট।
তারিখ-০১/০১/২০২৫ খ্রিঃ
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ হারুন-অর-রশিদ)
সিনিয়র অফিসার
ডাচ বাংলা ব্যাংক লিঃ
পূর্ব জিন্দাবাজার, সিলেট।
তারিখ-০১/০১/২০২৫ খ্রিঃ
১১। ইংরেজি অফিসিয়াল ছুটির আবেদন (অগ্রিম)
Warm Regards,
Md. Harun Or Rashid
Senior Officer
Dutch Bangla Bank Ltd.
East Zindabazar Branch, Sylhet.
Date: 01-01-2025
১২। ইংরেজি অফিসিয়াল ছুটির আবেদন (অনুপস্থিতির জন্য)
শেষ কথা
একটি ভালো দরখাস্ত লেখার জন্য স্পষ্ট ভাষা, বিনীত উপস্থাপন এবং যথাযথ গঠন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়ম অনুসরণ করলে আপনার দরখাস্ত গ্রহণযোগ্যতার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং প্রয়োজনীয় সাড়া পাওয়ার সুযোগ বাড়ে।
এই ব্লগ পোস্টে বিভিন্ন ধরনের দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি, এই ব্লগ পোস্টটি আপনার জন্য সহায়ক হবে। আপনি যদি আরও কোনো দরখাস্ত লেখার নিয়ম বা নমুনা জানতে চান, তবে কমেন্টে জানাতে পারেন।
অসাধারন কালেকশন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ...
অনেক ধন্যবাদ
You are welcome...
চাকরির আবেদন পত্রের ক্ষেত্রে
অন্যান্য যোগ্যতাঃ "কম্পিউটার প্রশিক্ষণের উপরে ১ বছর মেয়াদী ডিপ্লোমা সনদ"লেখা যাবে কি?
নাকি অন্য কিছু লিখতে হবে? জানলে জানালে উপকৃত হতাম💗
লিখতে পারেন, এতে কোন সমস্যা হবে না।
ইংরেজীতে ঔষুধ কোম্পানিতে দরখাস্ত লেখার নমুনা দেন ভাই
খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব।
সরকারি খাস পুকুর লিজ নেওয়ার আবেদনের নিয়মাবলি কিভাবে আবেদন করতে হবে কেউ জানালে উপকৃত হতাম।
সরকারি খাস পুকুর লিজ নেওয়ার আবেদনের ফরম্যাট কেউ জানালে উপকৃত হতাম।
খুব শীঘ্রই আমরা এ বিষটি সংযুক্ত করার চেষ্টা করব।
দারুন হইছে ভাই
আমি কেজি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিতে চাই। কিন্তুএই খবরটা আমি কোনো দৈনিক বিজ্ঞাপনে পাইনি। এক আত্মীয় বলেছিল। তো এক্ষেত্রে আমি লিখতে পারি??একটু জানালে উপকৃত হবো।
এখনো আবেদন করার সময় থাকলে দৈনিক প্রত্রিকা সংগ্রহ করে রেফারেন্স দিয়ে আবেদন করতে পারেন।
মানবিক বিভাগে যাওয়ার জন্য দরখাস্ত টা কি একটু লিখে দেওয়া যাবে
Most helpful,thank you so much...
Oppo showroom a job re Jonno ki babe CV likthe Hoy English a
Thanks
ওষধ প্রসাশন অধিদপ্তর আবেদন দেন
খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ।
এত কিছু জোগাড় করে লিপিবদ্ধ করা বেশ সময় সাপেক্ষ ও ধৈর্যের কাজ। তবে এতে অনেককের উপকার হবে।
Salary increment latter format sent plz my email- jabedmia468@gmail.com
thanks
জমি ফুরান দেওয়ার দরখাস্ত লেকার ফরমেট
ফার্মাসিস্ট পদে আবেদন পত্র লিখব কিভাবে জানাবেন
এখান যে চাকরির আবেদন দেওয়া হয়েছে সেটা পরিবর্তন করে করে নিতে পারবেন।
আমার দুই ভাই বোন এক স্কুলে পরি
আমাদের হাফ ফ্রি করা জন্য কিভাবে
আবেদন করতে হবে
সত্যি বলতে লিটার লেখা টা অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন জব নিয়ে আরো আবেদন পত্র চাই
একটা কোম্পানি তে যেকোনো পোস্টের জন্য একটা দরখাস্ত লিখতে চাই সেটা কিভাবে লিখবো একটু বলে দিবেন?
ভালো কিছু পেলাম। ধন্যবাদ হারুন ভাই
এটা আমার অগ্রগতির সাক্ষ্য। আমি ইন্টারনেটে একজন ব্যক্তির সাক্ষ্য পেয়েছি যিনি সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি তার হাসপাতালের একজন রোগীকে $600,000USD-এ বাঁচানোর জন্য তার একটি কিডনি NA HEALTH CARE ( NAHEALTHCARE.IN@GMAIL.COM ) কে বিক্রি করেছেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি
এখনই NA HEALTH CARE-এর সাথে যোগাযোগ করুন যদি তারা আমার একটি কিডনি কিনতে আগ্রহী হন এবং সৌভাগ্যবশত আমার জন্য, তিনি বলেছিলেন যে তাদের হাসপাতালে বিশ্বাস করার জন্য তাদের সবসময় কিডনি প্রয়োজন এবং তারা যতটা সম্ভব কিনতে ইচ্ছুক। তাই, আমরা আলোচনা করেছি এবং বহু বছর দারিদ্র্যের মধ্যে থাকার পর আজ আমি এতটাই খুশি যে আমি আমার একটি কিডনি $600,000 ইউএসডি দামে বিক্রি করেছি পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। আপনি একটি আত্মা বাঁচাতে আপনার একটি কিডনি বিক্রি করতে চান নাকি আপনি কিনতে চান?
একটি কিডনি তারপর ইমেলের মাধ্যমে NA হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করুন: NAHEALTHCARE.IN@GMAIL.COM
হোয়াটসঅ্যাপ নম্বর: +19099134258
এটা আমার অগ্রগতির সাক্ষ্য। আমি ইন্টারনেটে একজন ব্যক্তির সাক্ষ্য পেয়েছি যিনি সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি তার হাসপাতালের একজন রোগীকে $600,000USD-এ বাঁচানোর জন্য তার একটি কিডনি NA HEALTH CARE ( NAHEALTHCARE.IN@GMAIL.COM ) কে বিক্রি করেছেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি
এখনই NA HEALTH CARE-এর সাথে যোগাযোগ করুন যদি তারা আমার একটি কিডনি কিনতে আগ্রহী হন এবং সৌভাগ্যবশত আমার জন্য, তিনি বলেছিলেন যে তাদের হাসপাতালে বিশ্বাস করার জন্য তাদের সবসময় কিডনি প্রয়োজন এবং তারা যতটা সম্ভব কিনতে ইচ্ছুক। তাই, আমরা আলোচনা করেছি এবং বহু বছর দারিদ্র্যের মধ্যে থাকার পর আজ আমি এতটাই খুশি যে আমি আমার একটি কিডনি $600,000 ইউএসডি দামে বিক্রি করেছি পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। আপনি একটি আত্মা বাঁচাতে আপনার একটি কিডনি বিক্রি করতে চান নাকি আপনি কিনতে চান?
একটি কিডনি তারপর ইমেলের মাধ্যমে NA হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করুন: NAHEALTHCARE.IN@GMAIL.COM
হোয়াটসঅ্যাপ নম্বর: +19099134258
ইসলামিক পাঠাগারের জন্য ইসলামিক ফাউন্ডেশনে বই ও প্রয়োজনীয় আসবাবপত্র চেয়ে আবেদনের নমুনা দিবেন প্লিজ।