সেরা ১০ জন বাংলাদেশী মহিলা ইউটিউবার!
বাংলাদেশের মহিলা ইউটিউবাররা ছেলেদের চাইতে কোন অংশে কম নয়। বাঙ্গালি মহিলারা পরিচালনা করছে এমন বেশ কয়েকটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোর সাবস্ক্রাইবার সংখ্যা একটি ভালোমানের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের চাইতে অনেক বেশি। সম্ভবত অনেকে বিষয়টা জানেন না বিধায় আপনার কাছে একটু অবাক লাগতে পারে। অবাক হওয়ার কিছু নেই। আমি আপনাকে সেরা ১০ জন বাংলাদেশী মহিলা ইউটিউবার এর চ্যানেল পরিচয় করিয়ে দেব, যেগুলো দেখলে আপনার ধারনা পরিবর্তন হয়ে যাবে।
দীর্ঘ প্রায় ৪ বছর পর আমি আজ এই ব্লগে একটি পোস্ট শেয়ার করছি। ২০১৫ সালের যখন আমি এবং আমারা চাচাত ভাই মোঃ হারুন-অর-রশিদ মিলে এই ব্লগটি “প্রযুক্তি ডট কম” নামে চালু করি তখন আমি ব্লগের একজন নিয়মিত লেখক ছিলাম। কিন্তু লেখা পড়ার কারনে প্রায় ২ বছর ব্লগে কোন আর্টিকেল লেখা সম্ভব হয়নি।
আমার লেখাপড়া শেষ করে ব্লগে লেখার ইচ্ছা ছিল, কিন্তু লেখাপড়া শেষ হতে না হতে হঠ্যাৎ করে বাবা মায়ের কথামত বিয়ের পীড়িতে বসতে হয়। তারপর প্রায় এক বছর স্বামী সংসার সামলানো এবং স্বামীর পরিবারের সকলের সাথে এডজাস্ট করতে চলে যায়। তার কিছু দিন পর স্বামীর সাথে আমেরিকায় চলে আসি এবং বর্তমানে স্বামীর সাথে আমেরিকাতে বসবাস করছি।
এগুলো আপনার উপকারে আসবে-
এগুলো আপনার উপকারে আসবে-
আসলে স্টুডেন্ট লাইফ থেকে লেখালেখির প্রতি আমার প্রচুর আগ্রহ ছিল এবং বর্তমানেও ব্লগে লেখার অনেক আগ্রহ রয়েছে। কিন্তু সাংসারিক জীবন সামলে ব্লগে লেখার সময় হয়ে উঠে না। আজকের এই পোস্টটি প্রায় ৩ দিন সময় নিয়ে লিখেছি। প্রথম দিনে শুধুমাত্র পোস্টের ছবিগুলো সংগ্রহ করি এবং পরের ২ দিনে একটু একটু করে আর্টিকেল লিখি। এই লেখাটি আপনাদের ভালো লাগলে ভবিষ্যতে মাঝে মধ্যে দু একটি পোস্ট শেয়ার করার চেষ্টা করব।
সেরা ১০ টি বাংলাদেশী মহিলা ইউটিউব চ্যানেল
আমার এখনো মনে পড়ে, ২০১৫ সালে যখন আমরা প্রথম ব্লগিং শুরু করি তখন বাংলাদেশের কোন ইউটিউব চ্যানেল পাওয়া যেত না। তখন টেকনোলিজি এবং টিউটরিয়াল বিষয়ে কিছু ইংরেজী ইউটিউব চ্যানেল ছাড়া আর কোন ধরনের ইউটিউব চ্যানেল ছিল না। সেই সময় ইউটিউব শুধুমাত্র ভিডিও গান দেখার প্লাটফর্ম হিসেবে ধরে নেওয়া হত।
কিন্তু বর্তমানে ইউটিউবে প্রায় সকল ধরনের কনটেন্ট এর ভিডিও পাওয়া যায়। বিশেষকরে গত ৫ বছরে বাংলাদেশের ইউটিউবাররা বেশ এ্যাডভান্স লেভেলে চলে এসেছে। সেই সাথে বাংলাদেশের মহিলা ইউটিউবারা অন্যান্য কাজের মতই কোন অংশে পিছিয়ে নেই। বাংলাদেশের মহিলারা যার যার অবস্থান থেকে ইউটিউবে কাজ করে নিজেকে তুলে ধরার পাশাপাশি ইউটিউব থেকে ঘরে বসে টাকা আয় করে নিচ্ছে।
রান্নাবান্না, সাজগোজ, ঘর সামলানো, ব্যায়াম, বিনোদন, গান থেকে শুরু করে এমনকি টেক বিষয়েও এখন বাংলাদেশের মহিলাদের অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে। এই সকল বাংলা ইউটিউব চ্যানেল থেকে বাংলা ভষাভাষির লোকজন নিজের মাতৃভাষায় অনেক কিছু শিখে নিতে পারছে। বিশেষকরে আমি এই সমস্ত বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে রান্নাবান্নার অনেক কাজ শিখেছি।
এগুলো পড়লে আপনার ভালো লাগবে-
এগুলো পড়লে আপনার ভালো লাগবে-
এতক্ষণ নিজের সম্পর্কে অনেক কিছু লিখেছি। সে জন্য আর বেশি কিছু লেখতে চাইছি না। এখন সেরা ১০ জন বাংলাদেশী মহিলা ইউটিউবারদের ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করব। তবে শুরু করার আগে একটি কথা বলছি, এই ১০ টি চ্যানেল আমি একান্ত নিজের অভীজ্ঞতা থেকে সংগ্রহ করেছি। সে জন্য সবার পছন্দের সাথে আমার পছন্দ নাও মিলতে পারে। সো শুরু করা যাক-
০১। Lucky Surprise ToysReview
এই ইউটিউব চ্যানেলটি আমাকে বেশ অবাক করেছে। আমার মনে বার বার একটি প্রশ্ন জেগেছে যে, একটি শিশুকে কেন্দ্রিক ভিডিও তৈরি করে কিভাবে একটি ইউটিউব চ্যানেল এত সহজে ২৫ লাখের বেশি সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে? একটি প্রফেশাল বাংলা ইউটিউব চ্যানেল যেখানে ১ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক ছুতে পারছে না সেখানে একটি শিশুর বিভিন্ন ইভেন্ট নিয়ে ভিডিও তৈরি করে একজন বাংলাদেশি মহিলা আড়াই মিলিয়ন এর বেশি সাবস্ক্রাইবারের মাইলফলক ছুয়ে ফেলেছেন। সত্যি অবাক করা বিষয়। এই চ্যানেলটি “লাকি” নামের একটি ছোট্ট শিশুর মা নিজে পরিচালনা করছেন। তবে এই চ্যানেলটি বর্তমানে UK থেকে পরিচালনা করা হচ্ছে।
- চ্যানেল চালু করা হয় - ২৪/১২/২০১৬ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ২.৫৩ মিলিয়ন।
- চ্যানেলের ধরন - শিশু বিনোদন।
- মোট ভিডিও স্যখ্যা- ৯৮ টি।
- ভিডিও ভিউ - ৬৭৩,৯০০,০৩৬ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ৫,৮৯২ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ৫,৯৫৯ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৯০.৩০৭ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ২৩ থেকে ৩৬১ ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ২৭১ থেকে ৪.৩০ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
০২। Spice Bangla
যারা রান্নাবান্নায় একটু দূর্বল তারা এই Vlog চ্যানেলটির হেল্প নিতে পারেন। কিংবা নতুন নতুন রেসিপি সম্পর্কে আইডিয়া নিয়ে ভালোমানের রাধুনি হতে চাইলে ইউটিউব চ্যানেলটি আপনার বেশ উপকারে আসবে। কারণ এখানের পারিবারিক রান্নাবান্নার বিষয় থেকে শুরু করে প্রায় সকল ধরনের এ্যাডভান্স লেভেলের রান্নাবান্নার বিষয়ে ভিডিও শেয়ার করা হয়। এই চ্যানেলটিতে বর্তমানে প্রায় ১৮ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।
- চ্যানেল চালু করা হয় - ১৫/০২/২০১৭ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ১.৭৮ মিলিয়ন।
- চ্যানেলের ধরন - রান্নাবান্না।
- মোট ভিডিও স্যখ্যা- ৩৩২ টি।
- ভিডিও ভিউ - ১৯৩,৭৮৪,৩৯৪ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ৯,৫৩৭ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ২৩,৬৩১ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৯.৬৫৬ মিলিয়ন।
- গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ৭০ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ২.৪০ হাজার থেকে ৩৮.৬০ হাজার ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ২৯ হাজার থেকে ৪৬৪ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
০৩। Cooking Studio by Umme
এটি কুকিং ক্যাটাগরির ইউটিউব চ্যানেল। ঘরোয়া পরিবেশের রান্নাবান্না শিখতে চাইলে আপনি এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। কারণ এই চ্যানেলের বেশির ভাগ ভিডিওতে সকল ধরনের ঘরে তৈরি খাবারের আইটেম নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। এই চ্যানেলের ভিডিও অনুসরণ করে আমি নিজেও অনেক ধরনের আইটেম রান্না করা শিখেছি। বর্তমানে এই চ্যানেলে প্রায় ১৭ মিলিয়ন এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
- চ্যানেল চালু করা হয় - ০৭/০৮/২০১৫ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ১.৭৪ মিলিয়ন।
- চ্যানেলের ধরন - রান্নাবান্না।
- মোট ভিডিও স্যখ্যা- ৭২৮ টি।
- ভিডিও ভিউ - ২৫৫,৬৪৪,৬৪১ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ৯,৭৮৬ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ১৭,৭৩৫ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৮.৮৮৬ মিলিয়ন।
- গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ৫০ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ২.২০ হাজার থেকে ৩৫.৫০ হাজার ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ২৬.৭০ হাজার থেকে ৪২৬.৫০ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
০৪। Aysha Siddika
সর্বপ্রথম ২০১৫ সালে আয়েশা সিদ্দিকা এই ইউটিউ চ্যানেলটি চালু করেন। তারপর ২০১৬ এর ০২ জানুয়ারি ১ মিনিট ৩ সেকেন্ডের (সিঙ্গারা ভাঁজ করা) প্রথম একটা ভিডিও আপলোড করা হয়। এই ভাবে মিসেস সিদ্দিকা শখের বশে ১ বছরে ৮/৯ টার মতো ভিডিও শেয়ার করেন। তারপর ২০১৭ সালের ২৫ এপ্রিল “ডোরাকেক” নামক ভিডিও দিয়ে ইউটিউব জগতে সত্যিকার অর্থে তিনি পা রাখেন। এভাবে তিনি হাটি হাটি পা পা করে বর্তমানে প্রায় ১৩ লক্ষ সাবস্ক্রাইবার এর মাইল ফলক অজর্ন করে নিয়েছেন।
- চ্যানেল চালু করা হয় - ১০/১২/২০১৫ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ১.২৬ মিলিয়ন।
- চ্যানেলের ধরন - রান্নাবান্না।
- মোট ভিডিও স্যখ্যা- ৫১৭ টি।
- ভিডিও ভিউ - ১৮১,০১৯,৯১৮ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ১৪,৮৮৭ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ২৫,৩২৫ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ১০.২৯৬ ডলার।
- গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ৬০ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ২.৬০ হাজার থেকে ৪১.২০ হাজার ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ৩০.৯০ হাজার থেকে ৪৯৪.২ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
০৫। রুমানার রান্নাবান্না
নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন যে, এটি একটি রান্নাবান্না সংক্রান্ত ইউটিউব চ্যানেল। মিসেস রুমানা নিজেই এই চ্যানেলটি পরিচালনা করছেন। তার ভাষ্য অনুসারে তিনি চেষ্টা করেন মানুষকে কনফিউজ না করে সহজ উপায়ে রান্না শেখানোর। তিনি প্রতিটা ভিডিওতে চেষ্টা করছেন যত বেশী সম্ভব সহজ ও ট্রেডিশনালভাবে সবকিছু উপস্থাপন করতে। তার চ্যানেলে বর্তমানে প্রায় ১১ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।
- চ্যানেল চালু করা হয় - ১৫/১২/২০১২ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ১.০৯ মিলিয়ন।
- চ্যানেলের ধরন - রান্নাবান্না।
- মোট ভিডিও স্যখ্যা- ৫৮৮ টি।
- ভিডিও ভিউ - ১৩৫,৩০৮,৬৬৯ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ১৭,৮৪২ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ৩৩,৭৮৭ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৩.০৮৭ মিলিয়ন।
- গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ৩০ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ৭৭২ থেকে ১২.৩০ হাজার ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ৯.৩০ হাজার থেকে ১৪৮.২০ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
০৬। Rabiya's House
এটিও রান্নাবান্না সংক্রান্ত একটি ইউটিউব চ্যানেল। মিসেস রাবেয়া তার নিজের ঘরে প্রায় সকল ধরনের ঘরোয়া রেসিপিসহ বিভিন্ন ধরনের বিদেশি রান্নাবান্নার আইটেম নিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেন। রান্নাবান্নার যত ধরনের টুকিটাকি আইটেম রয়েছে তার প্রায় সকল ধরনের রান্নার ভিডিও এই চ্যানেলে পাওয়া যায়। একজন গৃহিনী হিসেবে আপনি স্বামী ও সংসারের মানুষকে খুশি করতে চাইলে এই ইউটিউ চ্যানেল থেকে রান্নার কাজ শিখে নিতে পারেন। বর্তমানে এই ইউটিউব চ্যানেলে ৮ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
- চ্যানেল চালু করা হয় - ০৫/১০/২০১৬ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ৮.১২ লক্ষ।
- চ্যানেলের ধরন - রান্নাবান্না।
- মোট ভিডিও স্যখ্যা- ৪৫০ টি।
- ভিডিও ভিউ - ১০৪,১৮৩,৪৯৬ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ২৫,০৯৭ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ৪৪,০১৬ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৪.৪৪৪ মিলিয়ন।
- গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ২৮ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ১.১০ হাজার থেকে ১৭.৮০ হাজার ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ১৩.৩০ হাজার থেকে ২১৩.৩০ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
০৭। Ridy Sheikh
এই ইউটিউ চ্যানেলটি আমাকে বেশ অবাক করেছে। প্রথমে দেখে আমার বিশ্বাস হয়নি যে, এটি একটি বাংলাদেশে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অসংখ্যা বাংলা, ইংরিজী ও হিন্দি গানের ড্যান্স রয়েছে। সাধারণত এ ধরনের ড্যান্সের ভিডিও বাংলাদেশের মেয়েরা করতে চায় না। সে জন্য আমার কাছে অবাক লেগেছিল। এই চ্যানেলটি “রিদি শেখ” নামের একটি মেয়ে ও তার কয়েকজন ফ্রেন্ড মিলি বিভিন্ন সময় গানের ড্যান্স ভিডিও তৈরি করে ইউটিউবে শেয়ার করে। সে বেশিরভাগ সময় সমসাময়িক টপ গানের ভিডিওতে ড্যান্স ও নৃত্য পরিবেশন করে। বাঙ্গালি মেয়ে হিসেবে তার ড্যান্স আমার কাছে বেশ ভালো লাগে। তাছাড়া বর্তমানে তার ইউটিউব চ্যানেল প্রায় ৮ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।
- চ্যানেল চালু করা হয় - ১৮/০৬/২০০৭ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ৭.৭৩ লক্ষ।
- চ্যানেলের ধরন - বিনোদন।
- মোট ভিডিও স্যখ্যা- ১০৪ টি।
- ভিডিও ভিউ - ১১৬,৪৪৮,৩৯০ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ২৬,৪৭৯ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ৩৯,৩০৫ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ২.২৪১ মিলিয়ন।
- গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ৯ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ৫৬০ থেকে ৯ হাজার ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ৬.৭০ হাজার থেকে ১০৭.৬০ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
০৮। Selina Rahman
মিসেস সেলিন রহমান একজন মাধ্য বয়স্ক ভদ্র মহিলা। যিনি বর্তমানে তার স্বামী সংসার সহ তিন মেয়ে নিয়ে আমেরিকাতে বসবাস করছে। তিনি ইউটিউব চ্যানেলে সবসময় রান্নাবান্নার পাশাপাশি লাইফস্টাইল নিয়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ভিডিও তৈরি করেন। রান্নাবান্নার শেখার সাথে সাথে কিভাবে স্বামী সংসার ও ছেলে মেয়ে লালন পালন করতে হয় এবং কিভাবে ঘর গুছাতে হয়, সে বিষয়ে জানাতে চাইলে নিশ্চিতভাবে আপনি মিসেস সেলিনা রহমান এর ইউটিউব চ্যানেলটি আদর্শ হিসেবে অনুসরণ করতে পারেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় ৭ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে।
- চ্যানেল চালু করা হয় - ২৪/০৯/২০১২ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ৬.৩৩ লক্ষ।
- চ্যানেলের ধরন - রান্নাবান্না ও লাইফস্টাইল।
- মোট ভিডিও স্যখ্যা- ৬৭২ টি।
- ভিডিও ভিউ - ৮৯,২৪১,৬৩৬ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ৩৩,১৩১ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ৫১,০৩৯ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ২,২৪১ মিলিয়ন।
- গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ১৫ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ৫৬০ থেকে ৯ হাজার ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ৬.৭০ হাজার থেকে ১০৭.৬০ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
০৯। Ezze Recipe
এটিও রান্নাবান্না শেখার একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের এডমিন বলছেন যে, আমি রান্না শিখছি। তাই সব সময় চেষ্টা করি সঠিক রেসিপি দেয়ার আর এই চেষ্টার মাঝে কিছু ভুল হয়েও যেতে পারে। তবে বিভ্রান্তিকর তথ্য প্রদান না করে সঠিক রেসিপিটি তুলে ধরার চেষ্টা সব সময় অব্যাহত থাকবে। প্রতি সপ্তাহে ২-৩টি রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলেই আমি আনন্দিত।
তিনি বেশ স্পস্টভাষী একজন মহিলা। আমার কাছে তার চ্যানেলটি বেশ ভালো লেগেছে। রান্না শেখার আগ্রহ থাকলে আপনি তার চ্যানেল থেকে পুরান ঢাকার বিরিয়ানি সহ বিভিন্ন আঞ্চলিক খাবারের রান্নাবান্না শিখতে পারবেন। বর্তমানে তার চ্যানেল ৪ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
- চ্যানেল চালু করা হয় - ২২/০৮/২০১৩ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ৪.১৭ লক্ষ।
- চ্যানেলের ধরন - রান্নাবান্না।
- মোট ভিডিও স্যখ্যা- ৩৯৭ টি।
- ভিডিও ভিউ - ৪১,৫০৬,১৫৩ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ৫১,৬৫০ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ১০৬,১২৮ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ১.১২ মিলিয়ন।
- গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ১২ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ২৮০ থেকে ৪.৫০ হাজার ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ৩.৪০ হাজার থেকে ৫৩.৭০ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
১০। Makeup Maniac By Linda
এই চ্যানেলের নাম শুনেই বুঝতে পারছেন যে, এটি একটি সাজগোজ শেখার ও বিউটিশিয়ানদের ইউটিউব চ্যানেল। সাজগোজ করে সুন্দর হতে কে না পছন্দ করে! বিশেষকরে প্রায় সকল বয়সের মেয়ে ও মহিলাদের ক্ষেত্রে সাজগোজ করাটা খুব কমন বিষয়। সুন্দরি মহিলারা আরো সুন্দর হওয়ার জন্য প্রতি মাসে বিউটি পার্লারের যায় না এমন মহিলা খুব কম আছে। পার্লারে না গিয়েও নিজে নিজে পার্লারের মত সাজগোজ শিখতে চাইলে আপনি এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও এই চ্যানেলে লাইফস্টাইল বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। এই চ্যালেটিতে বর্তমানে প্রায় ৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে।
- চ্যানেল চালু করা হয় - ২০/১২/২০১৫ খ্রিঃ।
- মোট সবস্ক্রাইবার - ৩.৭৩ লক্ষ।
- চ্যানেলের ধরন - বিউটি এন্ড লাইফস্টাইল।
- মোট ভিডিও স্যখ্যা- ২৪৭ টি।
- ভিডিও ভিউ - ২৭,৯৮১,৫৫৯ বার।
- গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক - ৫৭,৮৯৬ তম।
- গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক - ১৫৩,১৯৪ তম।
- গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ১.০৬৮ মিলিয়ন।
- গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ১৭ হাজার।
- আনুমানিক মাসিক ইনকাম - ২৬৭ থেকে ৪.৩ হাজার ইউএস ডলার।
- আনুমানিক বাৎসরিক ইনকাম - ৩.২০ হাজার থেকে ৫১.৩০ হাজার ইউএস ডলার।
- ইউটিউব চ্যানেল লিংক - YouTube Channel
অনেক দিন পর ব্লগে লিখলে। তোমার সবগুলো কালেকশন আমি নিজে যাচাই করে দেখেছি। মহিলাদের জন্য পারফেক্ট চ্যানেল।
অন পেজ এসইও এর কাজগুলো করার কারনে আরো ভালো হয়েছে। তোমার হেল্প ছাড়া পোস্ট এত ভালো হত না। এখন থেকে মাঝে মধ্যে তোমাকে সাপোর্ট করার চেষ্টা করব।
এগুলা কি ইউটিউবে আলোড করা যাবে
তথ্যবহুল পোস্ট। অনেক ভালো লাগলো।
পোস্টটি আমার লেখা নয়, তবে পুরো পোস্টটি আমি নিজেও পড়েছি। অনেক ভালো লেগেছে।
ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের সাপোর্ট পেলে মাঝে মধ্যে এই লেখার চেষ্টা করব।
আমার এতদিন জানাই ছিলোনা এই চ্যানেল গুলো সম্পর্কে।
পড়ে খুব ভালো লাগলো।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
তথ্যবহুল পোস্ট। অনেক ভালো লাগলো
Thank you... stay us for future updates