রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ৩০টি প্রেমের কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা যুগে যুগে আমাদের মন ছুয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা মধ্য যুগে যে রকম চর্চা করা হতো বর্তমানেও সেভাবে চর্চা করা হচ্ছে। আর ভবিষ্যতে একইভাবে চর্চা করা হবে।
Rabindranath Thakur Kobita এর মধ্যে প্রেমের কবিতাগুলো মানুষের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছে। আজ আমরা Rabindra Thakur Kobita হতে শুধুমাত্র বাছাই করা সেরা প্রেমের কবিতা শেয়ার করব। আশাকরি কবিতাগুলো আপনার মন হৃদয় জুড়াবে।
রবীন্দ্রনাথের প্রেমের কবিতা লিখেছিলেন “ভালোবেসে সখি নিভৃত যতনে আমার নামটি লিখ তোমার মনেরও মন্দিরে”। তিনি এই ধরনের কথা বলেছিলেন কেন না আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয় এবং বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া হয়।
রবীন্দ্রনাথের কাব্য বহুবর্ণময়। তার কাব্য কখনও রক্ষণশীল ধ্রুপদি শৈলীতে, কখনও হাস্যোজ্জ্বল লঘুতায়, কখনও বা দার্শনিক গাম্ভীরে, আবার কখনও বা আনন্দের উচ্ছ্বাসে মুখরিত। এই কাব্যগুলির উৎস পঞ্চদশ ও ষোড়শ শতকে রচিত বৈষ্ণব কবিদের পদাবলি সাহিত্য।
রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ৩০ টি প্রেমের কবিতা
আমরা আজরবীন্দ্রনাথের প্রেমের কবিতা হতে বাছাই করে সেরা ৫০ টি প্রেমের কবিতা সংগ্রহ করেছি। আশাকরিরবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি এজন কবি প্রেমি হয়ে থাকেন, তাহলে রবী ঠাকুরের প্রেমের কবিতা আপনার মন ছুয়ে যাবে।
অনন্ত প্রেম
অকর্মার বিভ্রাট
১৪০০ সাল
অভিমান
দান
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
আকাশের চাঁদ
আচল স্মৃতি
লজ্জা
কৃষ্ণকলি
প্রথম চুম্বন
হঠাৎ দেখা
অন্তর মম বিকশিত করো
আমার এ প্রেম নয়তো ভীরু
আমার মিলন লাগি তুমি
কত অজানারে জানাইলে তুমি
বাঁশি
বোঝাপড়া
মানষী
প্রেমের হাতে ঘরা দেব
শেষ কথা
আশাকরি রবীন্দ্রনাথের প্রেমের কবিতা গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা গুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই ফেসবুকে শেয়ার করে রাখবেন। সেই আরো রবীন্দ্রনাথের প্রেমের কবিতা পেতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
আমরা এখানে ৩০টি কবিতার কথা বলেছিলাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ২০টি প্রেমের কবিতা শেয়ার করেছি। আপনি যদি বাকী কবিতাগুলো পড়তে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা অবশিষ্ট ১০টি কবিতাও শেয়ার করে দিব।
খুবই সুন্দর কবিতা।
হৃদয় ছুঁয়ে যাওয়ার মত কবিতা