ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

FB প্রোফাইল লক: আপনার ফেসবুক প্রোফাইল অধিক নিরাপদ রাখার জন্য ফেসবুক আইডি লক করার অসাধারণ ফিচার্স ফেসবুক চালু করেছে। সম্প্রতি ফেসবুক এই ফিচার্সটি সবার জন্য উন্মুক্ত করেছে। এক সময় ফেসবুক প্রোফাইল লক ফিচার্সটি সবার জন্য উন্মুক্ত ছিল না। কিন্তু এখন আপনি ইচ্ছে করলে নিজের মোবাইলের ফেসবুক এপস ব্যবহার করে খুব সহজে নিজের ফেসবুক প্রোফাইল লক করে নিতে পারবেন।
ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম




ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ফেসবুক এর মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রাইম করার প্রবনতা দিন দিন অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষকরে সুন্দরী মহিলা ও সেলিব্রেটিরা ফেসবুক এর মাধ্যমে বেশি হয়রানির শিকার হচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ হয়রানির বিষয়টি মাথায় রেখে ফেসবুক প্রোফাইল নিরাপদ রাখার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

সাধারণত আমরা বেশি পরিমানে লাইক ও কমেন্ট পাওয়ার আশায় ফেসবুকে আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করার পাশাপাশি প্রতিদিনের চাল চলনের সকল ইভেন্ট শেয়ার করে থাকি। ফেসবুক আমাদের নিত্য দিনের ইভেন্টগুলোর অধিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রোফাইল লক সিস্টেম চালু করেছে।


কোথায় যাচ্ছি, কখন অফিসে যাচ্ছি, কখন অফিস থেকে বাসায় ফিরছি, আমাদের পছন্দের জিনিস কি ইত্যাদি ইত্যাদি বিষয় ফেসবুকে প্রতিনিয়ত শেয়ার করার কারনে চালাক প্রকৃতির অপরাধিরা যে কোন ব্যক্তিকে টার্গেট করে তার সম্পর্কে সকল তথ্য জেনে নেয়। আর সেই তথ্য থেকে ধীরে ধীরে একজন মানুষের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়। এভাবে আমরা সহজে একজন ফেসবুক হ্যাকারের ফাঁদে পড়ে থাকি।

ফেসবুক প্রোফাইল লক কেন করবেন?

বর্তমানে আমরা সবাই ফেসবুক প্রোফাইল লক এর সাথে পরিচিতি আছি। কারণ আমরা প্রায় সময় বিভিন্ন লোকের ফেসবুক প্রোফাইল লক অবস্থায় দেখতে পাই। কিন্তু এই প্রোফাইল লক করলে কি হয় বা প্রোফাইল লক করলে কি লাভ হবে, সে বিষয়ে অনেকে জানি না। কাজেই ফেসবুক প্রোফাইল লক করলে কি লাভ হবে সেটা জেনে নেওয়া দরকার।
  • ফ্রেন্ড ব্যতীত অন্য কেউ টাইমলাইনের পোস্ট ও ছবি দেখতে পারবে না।
  • ফ্রেন্ড ব্যতীত অন্যরা শুধুমাত্র কাভার ছবি ও প্রোফাইল ছবি দেখতে পারবে।
  • ফ্রেন্ড ব্যতীত অন্য কেউ প্রোফাইল পিকচার বড় করে দেখতে পারবে না।
  • ফ্রেন্ড ব্যতীত বাকীরা আপনার স্টরি দেখতে পারবে না।
  • পুরাতন সকল পাবলিক পোস্ট Only Friend হয়ে যাবে।
  • Timeline review and Tag review অটোমেটিক অন হয়ে যাবে।
  • শুধুমাত্র About info অপশন সবার জন্য উন্মুক্ত থাকবে।
  • ফ্রেন্ড ছাড়া অন্য কেউ ফেসবুক প্রোফাইলের লিংক শেয়ার করতে পারবে না ।
  • ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না ।
  • প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারবে না ।

কিভাবে ফেসবুক প্রোফাইল লক করা যায়?

কম্পিউটার ও মোবাইল দুটি ডিভাইস দিয়ে আপনি ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন। তবে বর্তমানে যেহেতু মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেশি সেহেতু আমরা মোবাইলের মাধ্যমে ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম শেয়ার করব। সেই সাথে পোস্টের শেষাংশে দেখাব, কিভাবে ফেসবুক প্রোফাই আনলক করতে হয়?

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

ফেসবুক আইডি লক করার জন্য প্রথমে আপনার মোবাইলে ফেসবুক এপস ইনস্টল করতে হবে। আপনার মোবাইলে ইনস্টল থাকলে সেটি আপডেট আছে কি না ভালোভাবে যাচাই করে নিবেন। ফেসবুক এপস আপডেট না থাকলে প্রথমে সেটি আপডেট করে নিতে হবে। তারপর ফেসবুক এপস অপেন করে আপনার ফেসবুক আইডিতে লগইন করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম
আপনার ফেসবুক আইডিতে লগইন করে ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন। আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে উপরের চিত্রের লাল কালারের তীর চিহ্নিত অংশের থ্রি ডট আইকনে ক্লিক করুন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচের চিত্রটি দেখতে পাবেন।
ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম
এখানে উপরের চিত্রের মার্ক করা অংশের Lock Profile এ ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইল লক করার কাজ শুরু করতে হবে। Lock Profile এ ক্লিক করা মাত্র নিচের অপশন দেখতে পাবেন।
ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম
তারপর উপরের চিত্রের নীল কালারের বাটনের Lock Your Profile লেখা অংশে ক্লিক করতে হবে। Lock Your Profile লেখা অংশে ক্লিক করার সাথে সাথে নিচের চিত্রের অপশন দেখতে পাবেন।
ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম
এই অংশে চিত্রের নীল কালারের OK লেখা অংশে ক্লিক করা মাত্র আপনার ফেসবুক প্রোফাইল লক হয়ে যাবে। That's all

ফেসবুক প্রোফাইল লক খোলার নিয়ম

ফেসবুক প্রোফাইল লক করার পর প্রোফাইলের লক খোলার ক্ষেত্রে কোন ধরনের বাধা নিষেধ নেই। আপনার ফেসবুক প্রোফাইল লক করার সাথে সাথে পুনরায় আনলক করে নিতে পারবেন। এমনকি লক খোলার পর চাইলে পুনরায় প্রোফাইল লক করে নিতে পারবেন। অর্থাৎ ফেসবুক প্রোফাইল লক ও ফেসবুক প্রোফাইল লক খোলার ক্ষেত্রে কোন সময় নির্ধারণ করে দেয়নি।

কিভাবে ফেসবুক প্রোফাইল লক খুলবেন?

আপনার লক করা ফেসুবক প্রোফাইল এর লক খোলার জন্য পূর্বের ন্যায় ফেসবুক একাউন্টে লগইন করে প্রোফাইল ভিজিট করতে হবে। তারপর ঠিক আগের মত ফেসবুক প্রোফাইল থেকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। আপনার প্রোফাইলের থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচের চিত্রটি দেখতে পাবেন।
ফেসবুক প্রোফাইল লক খোলার নিয়ম
এখন আপনার ফেসবুক প্রোফাইল লক খোলার কাজ শুরু করার জন্য উপরের চিত্রের তীর চিহ্নিত অংশের Unlock Profile এ ক্লিক করতে হবে। Unlock Profile এ ক্লিক করা মাত্র নিচের অপশন দেখতে পাবেন।
ফেসবুক প্রোফাইল লক খোলার নিয়ম
এখন আপনার ফেসবুক প্রোফাইল লক খোলার জন্য উপরের চিত্রে মার্ক করা Unlock লেখা আইকনে ক্লিক করতে হবে। Unlock লেখা আইকনে ক্লিক করার পর নিচের চিত্রটি অপেন হবে।
ফেসবুক প্রোফাইল লক খোলার নিয়ম
এই অংশে চিত্রের নীল কালারের বাটনের মধ্যে থাকা Unlock Your Profile লেখা অংশে ক্লিক করতে হবে। Unlock Your Profile লেখা অংশে ক্লিক করার সাথে সাথে নিচের অপশন দেখতে পাবেন।
ফেসবুক প্রোফাইল লক খোলার নিয়ম
সবশেষে উপরের চিত্রের নীল কালারের OK লেখা বাটনে ক্লিক করলে আপনার ফেসবুক প্রোফাইল লক খোলে যাবে। That's all about Facebook profile unlock. 

অন্য উপায়ে ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

উপরের পদ্ধতিতে ফেসবুক প্রোফাইল লক করার অপশন আপনার আইডিতে না পেলে আপনি নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার ফেসবুক প্রোফাইল এর সুরক্ষা করতে পারবেন। এই পদ্ধতি একটি ফেসবুক প্রোফাইল লক করার ন্যায় কাজ করবে। ফেসবুক তাদের অফিসিয়াল পেজে বলছে যে, এখনো ফেসবুক প্রোফাইল লক সব ধরনের মোবাইলে কাজ করছে না। সুতরাং ফেসবুকের ভাষ্য অনুসারে যারা প্রোফাইল লক করতে পারছেন না তারা নিচের পদ্ধতি অনুসরণ করে ফেসবুক প্রোফাইল লক করে নিতে পারেন।
  • প্রাইভেসি চেক করুন।
  • ছবি শেয়ার অংশ Only Friend করে রাখুন।
  • আপনার গুরুত্বপূর্ণ তথ্যে অংশে Only Me করুন।
  • আপনার Story Settings প্রাইভেসি করে রাখুন।
  • Timeline Review অন করে রাখুন।
  • Tag Review অন করুন।
  • প্রোফাই পিকচার Guard অন রাখুন।
  • কে কে ফলো করতে পারবে, তা অন করে রাখুন।
  • কে কে ইমেইলে খোঁজে পাবে সেটি সিলেক্ট করে রাখুন।

শেষ কথা

আশাকরি আপনি ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম এবং ফেসবুক প্রোফাইল লক খোলার নিয়ম জানতে পেরেছেন। আপনার ফেসবুক প্রোফাইল লক ও আনলক করতে কোন ধরনের সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আপনি ফেসবুক প্রোফাইল লক করার অপশন পেয়েছেন কি না, তা আমাদের জানাতে একদম ভুলবেন।
Next Post Previous Post
5 Comments
  • পিয়নমামা ডটকম (PeonMama)
    পিয়নমামা ডটকম (PeonMama) October 24, 2020 at 4:59 PM

    ফেসবুক সম্পর্কে বিশেষত সিকিউরিতি বিষয়ে জানার ছিলো। আপনার এই পোস্ট দেখে সম্যক ধারনা পাইলাম।

  • Arman Hossain
    Arman Hossain October 25, 2020 at 11:36 PM

    এই ভাবে আমার ফেসবুক প্রোফাইল লক করা যায় না

    • Rashid
      Rashid October 26, 2020 at 8:35 PM

      আপনার ফেসবুক এপস আপডেট করুন, অবশ্যই হবে।

    • Rashid
      Rashid June 1, 2022 at 5:47 PM

      আমি চেক করে দেখেছি। কাজ করছে। ট্রাই করে দেখুন...

Add Comment
comment url