উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম

উপায় মোবাইল ব্যাংকিং বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফাইন্যান্সিয়াল লেনদেন আরো ডিজালাইজড করার নিমিত্তে ২০২০ সালের মার্চ মাসে “উপায় মোবাইল ব্যাংকিং” সিস্টেম চালু করে।

উপায় মোবাইল ব্যাংকিং চালু করার কিছু দিনের মধ্যে UCB ব্যাংক অত্যাধুনিক ফিচার্স সমৃদ্ধ “উপায় মোবাইল ব্যাংকিং App" লঞ্চ করে। আমরা আজকের পোস্টে উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পোস্ট অনুসরণ করে আপনি নিজে নিজে নিজ নামে একটি উপায় একাউন্ট খুলতে পারবেন।
উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম



এই পোস্টে আমরা উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার পদ্ধতি দেখানোর পাশাপাশি উপায় এর কি কি সুবিধা আছে সেই বিষয়েও আলোচনা করব। সেই সাথে আপনি যদি একজন উপায় এজেন্ট হতে চান তাহলে আপনার কি কি প্রয়োজন হবে সেই বিষয়টিও শেয়ার করব।

মোবাইল ব্যাংকিং সম্পর্কে আরো পড়ুন—
উপায় এর ভাষ্য অনুসারে বাংলাদেশে যতটি মোবাইল ব্যাংকিং রয়েছে সবগুলোর মধ্যে নাকি “উপায়” সবচাইতে কম মূল্যে ক্যাশ আউট করার সুবিধা দিচ্ছে। যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বলব আপনার একটি উপায় একাউন্ট খোলে রাখা প্রয়োজন।

নোটঃ আপনি যদি একটি উপায় একাউন্ট খোলেন তাহলে একাউন্ট খোলার সাথে সাথে সম্পূর্ণ ফ্রিতে ৫০০ এমবি ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন। সেই সাথে একাউন্ট অপেনিং বোনাস হিসেবে থাকছে ২৫ টাকা করে দুইবারে মোট ৫০ টাকা। 

উপায় কি?

উপায় (Upay) হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস। বিকাশ ও নগদ এর মাধ্যমে যেভাবে মোবাইলে আর্থিক লেনদেন করা যায় ঠিক তেমনি উপায় একাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করা যায়।


“উপায়” এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মূল্য পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, মোবাইল রিচার্জ, ইন্ডিয়ান ভিসা ফি, ট্রাফিক ফাইন পেমেন্ট সহ আরো বিভিন্ন ধরনের আর্থিক সেবা পাওয়া যায়। দেশের বিভিন্ন এলার “উপায়” এর এজেন্ট হতে উপায় মোবাইল ব্যাংকিং সেবা গ্রহন করতে পারবেন।

উপায় ক্যাশ আউট চার্জ কত?

উপায় ব্যবহারকারী গ্রাহকরা ট্যাক্স-ভ্যাটসহ প্রতি হাজারে ১৪ টাকায় ক্যাশ আউট করতে পারবেন, যা বাজারে প্রচলিত মোবাইল ব্যাংকিং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের তুলনায় সর্বনিম্ন। একজন গ্রাহক *২৬৮# ডায়াল করে যে কোন এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন। তাছাড়া দেশজুড়ে ৫০০ এর বেশি UCB এটিএম এ “উপায়” অ্যাপ থেকে মাত্র ৮ টাকায় ক্যাশ আউট করা যাবে। এছাড়াও উপায় সেন্ড মানি একদম ফ্রি।

উপায় মোবাইল ব্যাংকিং কোড

উপায় মোবাইল ব্যাংকিং এর মেনু কোড হলো *২৬৮#। যে কোন মোবাইল থেকে এই ইউএসডি কোড ডায়াল করে উপায় একাউন্টের মাধ্যমে উপায় এর সকল সার্ভিস নেওয়া যাবে। তবে মোবাইল উপায় মোবাইল ব্যাংকিং App অরো অনেক ফিচার্স থাকায় এ্যাপ থেকে বাড়তি কিছু সুবিধা নিতে পারবেন।
ম্যানু কোড
উপায় ডায়াল কোড *২৬৮#
উপায় হেল্পলাইন ১৬২৬৬
ইমেইল info@upaybd.com
ক্যাশ আউট চার্জ ১৪ টাকা
ওয়েবসাইট www.upaybd.com

উপায় মোবাইল ব্যাংকিং App

অত্যাধুনিক ফিচার্স সমৃদ্ধ উপায় মোবাইল ব্যাংকিং App টি আপনি গুগল প্লে-স্টোরে সম্পূর্ণ বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন। উপায় মোবাইল ব্যাংকিং App ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের গুগল প্লে-স্টোরে গিয়ে "Upay" লিখে সার্চ করতে হবে।

উপায় একাউন্ট করতে কি কি প্রয়োজন?

  • একটি স্মার্টফোন
  • ইন্টারনেট কানেকশ
  • একটি একটিভ সিম
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • নিজের ছবি (সেলফির মাধ্যমে)

উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম

উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইলে “উপায়” এপস ডাউনলোড করে নিতে হবে। উপায় এপ ডাউনলোড করতে হলে মোবাইলের প্লে-স্টোরে গিয়ে "Upay" লিখে সার্চ করতে হবে। উপায় এপস মোবাইলে ইনস্টল করে অপেন করলে নিচের চিত্রটি শো হবে।
স্টেপ ১ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
এই ধাপে উপরের চিত্রের নীল কালারের "Registration" লেখা বাটনে ক্লিক করতে হবে। Registration অপশনে ক্লিক করে আপনার উপায় একাউন্ট খোলার প্রসেস শুরু করতে হবে। Registration ক্লিক করার পর নিচের চিত্রটি দেখতে পাবেন।
স্টেপ ২ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
এখানে উপরের চিত্রের ১নং অংশে আপনার কাঙ্খিত মোবাইল নাম্বারটি বসাতে হবে। আপনার পছন্দমত যে কোন অপারেটরের সিম ব্যবহার করে উপায় একাউন্ট খুলতে পারবেন। তবে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই একটিভ থাকতে হবে।

কারণ এখানে আপনি যে নাম্বার ব্যবহার করবেন সেই নাম্বারে একটি কোড পাঠানো হবে। আপনার কাছে মোবাইল নাম্বারটি না থাকলে কোডটি পাবেন না এবং একাউন্ট তৈরি করতেও পারবেন না। কাজেই যে নাম্বার আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা এবং আপনার কাছে আছে সেই নাম্বার অবশ্য ব্যবহার করবেন।

উপরের চিত্রের ১নং অংশে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ২নং অংশের মাধ্যমে আপনার কাঙ্খিত মোবাইল অপারেটর সিলেক্ট করে দিতে হবে। সবশেষে ৩নং অংশের "Verify Number" লেখা বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি কোড আসবে।
স্টেপ ৩ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
এখন আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে আসা কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তবে যে মোবাইল ব্যবহার করে আপনি উপায় একাউন্ট খুলছেন সেই মোবাইলে আপনার নাম্বারটি লাগানো থাকলে কোডটি অটোমেটিক টাইপ হবে। তারপর উপরের চিত্রের "While Using the App" এ ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। 
স্টেপ ৪ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
এই ধাপে আপনার জাতীয় পরিচয়পত্র (NID) এর সম্মুখভাগের চিত্র উঠাতে হবে। আপনি নরমালি যেভাবে একটি ছবি উঠান ঠিক সেইভাবে ছবি উঠাবেন। 
স্টেপ ৫ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
এখানে ঠিক আগের মত জাতীয় পরিচয়পত্র (NID) এর নিচের অংশের ছবি উঠাতে হবে। জাতীয় পরিচয়পত্রের উভয় সাইটের ছবি উঠানোর সময় খেয়াল রাখবেন ছবি যাতে পরিষ্কারভাবে বুঝা যায়। কারণ ছবি স্পষ্ট না হলে “উপায়” মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলতে সমস্যা হবে। কারণ উপায় আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনার একাউন্টের তথ্য যাচাই করবে।
স্টেপ ৬ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
এখানে আপনার একটি ছবি উঠাতে হবে। নরমালি যেভাবে আপনি সেলফি উঠান ঠিক সেই ভাবে সেলফি তুলতে হবে। তবে এখানে ছবি তুলার জন্য মোবাইলে টাচ করতে হবে না। আপনার মুখের সামনে ধরে দুইবার চোখের পলক ফেললে অটোমেটিক ছবি উঠবে।
স্টেপ ৭ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
আপনি আগের ধাপে যে সেলফি তুলেছিলেন এখানে সেই ছবি শো করবে। এই ধাপে শুধুমাত্র হলুদ কালারের Done লেখাতে ক্লিক করতে হবে। Done এ ক্লিক করা মাত্র নিচের অপশনগুলো দেখতে পাবেন।
স্টেপ ৮ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
আপনার জাতীয় পরিচয়পত্র সঠিক হলে উপরের চিত্রেরন্যায় একদম উপরে "NID Verification Succeed" লেখা শো হবে। তারপর উপরের চিত্রর ১নং অংশ হতে আপনার পেশা ও ২নং অংশ হতে আপনার জেন্ডার সিলেক্ট করে ৩নং অংশের "Confirm" এ ক্লিক করতে হবে।
স্টেপ ৯ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
এই অংশে ডিজিটাল OCR এর মাধ্যমে অটোমেটিক আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য শো হবে। তবে এখানে কোন তথ্য ভূল শো হলে সেটা আপনাকে সংশোধন করে দিতে হবে। তথ্য সংশোধন করার পর ১নং অংশের বাটনটি সিলেক্ট করে ২নং অংশের "Confirm" এ ক্লিক করতে হবে।
স্টেপ ১০ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
এখানে আপনাকে চার সংখ্যার একটি গোপন পিন বসাতে হবে। এই পাসওয়ার্ডটি পরবর্তীতে যে কোন সময় আপনার উপায় একাউন্টে লগইন করার জন্য ব্যবহার করতে হবে। কাজেই আপনি যে পিন সহজে স্মরণ রাখতে পারবেন, সেই রকম একটি গোপন পিন ব্যবহার করবেন। উপরের চিত্রের ১নং ও ২নং অংশে পরপর দুইবার পিন বাসানোর পর ৩নং অংশের "Confirm" এ ক্লিক করতে হবে।
স্টেপ ১১ঃ উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
সবশেষ এখন আপনার উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার সকল ধাপ কমপ্লিট। একাউন্ট সফলভাবে খোলার পর উপরের চিত্রটি শো হবে। এখানে হলুদ রংয়ের "Get Started" এ ক্লিক করে আপনার কাঙ্খিত মোবাইল নাম্বার ও পিন কোড ব্যবহার করে উপায় একাউন্টে লগইন করতে পারবেন। That's all.

উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হওয়ার নিয়ম

বাংলাদেশের প্রতিটি জেলায় উপায় মোবাইল ব্যাংকিং এর প্রতিনিধি রয়েছে। তাদের সাথে যোগাযোগ করে আপনি উপায় এর একজন এজেন্ট হতে পারবেন। আপনি যদি জেলা শহরে বাস করেন তাহলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সরাসরি কথা বলেও উপায় এর এজেন্ট হতে পারবেন।

উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হওয়ার জন্য নিচের ডকুমেন্টস প্রয়োজন হবে—
  1. মিনিমাম ক্ষুদ্র ব্যবসায়ি হতে হবে
  2. ট্রেড লাইন্স লাগবে
  3. রেজিস্ট্রেশন করা একটি একটিভ সিম
  4. জাতীয় পরিচয়পত্র (NID)
  5. এক কপি পাসপোর্ট সাইজের ছবি
উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হওয়ার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। কারণ উপায় বিকাশ এর মত এখনো পর্যন্ত অনলাইনে এজেন্ট হওয়ার প্রসেস চালু করেনি। কাজেই কোন নিকটস্থ উপায় প্রতিনিধির মাধ্যমে এজেন্ট হওয়াটা বেটার হবে।

সাহায্য জিজ্ঞাসা

উপায় একাউন্ট খুলতে আপনার কোন সমস্যা হলে কিংবা উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যা জানাতে পারেন। তথ্যগুলো আপনার প্রয়োজনীয় মনে হলে ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url