জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২

জন্ম নিবন্ধন সনদের আবেদন করার পর মূল কপি পেতে অনেক লম্বা সময় লাগে বিধায় আমরা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চাই। কারণ মূল কপি না পাওয়া পর্যন্ত জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিয়ে জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল কাজ চালিয়ে নেওয়া যায়। বিশেষ করে ছোট ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করানোর জন্য জন্ম নিবন্ধন লাগার কারনে অনলাইন কপি ডাউনলোড করতে হয়।

গুগলে সার্চ করলে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার অনেক নিয়ম পেয়ে যাবেন। কিন্তু অধিকাংশ পোস্ট পুরাতন হওয়ার কারনে সেই সকল নিয়ম অনুসরণ করে জন্ম নিবন্ধনের কপি ডাউনলোড করা সম্ভব হচ্ছে না। কারণ জন্ম নিবন্ধনের সরকারী অফিসিয়াল সাইট জন্ম নিবন্ধনের অনলাইন কপি যাচাই করার সিস্টেম পরিবর্তন করেছে।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড



এখানে আমরা জন্ম নিবন্ধন দেখার নিয়ম শেয়র করার পাশাপাশি কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022 PDF করতে হয় সেই বিষয়টিও দেখাব। কাজেই আপনি বুঝতে পারছেন যে, আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনি জন্ম নিবন্ধনের অনলাইন PDF কপি ডাইনলোড করে রেখে দিতে পারবেন।

জন্ম সনদ সংক্রান্ত আরো তথ্য—
জন্ম নিবন্ধননের অনলাইন কপি কি বা জন্ম নিবন্ধন কি এই বিষয়ে আপনাদের সবার ধারনা আছে। কাজেই আমি এই সব অহেতুক কথা বলে আপনার সময় নষ্ট করব না। এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে হয়?

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার জন্য বাংলাদেশ সরকারের BDIRS এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর BDIRS এর পেজে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ বসিয়ে দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।



অধিকাংশ লোক মনে করে শুধুমাত্র জন্ম তারিখ ব্যবহার করে অনলাইন হতে জন্ম নিবন্ধন কপি ডাউনলোড করা যায়। কিন্তু আপনি পরিষ্কারভাবে মনে রাখুন শুধুমাত্র কারো জন্ম তারিখ ব্যবহার করে অনলাইনে জন্ম নিবন্ধন দেখা যায় না। কারো জন্ম নিবন্ধন কপি অনলাইনে দেখার জন্য জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন হয়।

কিভাবে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করব?

আগে জন্ম নিবন্ধনের কোন তথ্য অনলাইনে পাওয়া যেত না। কিন্তু বাংলাদেশ সরকার এখন সেই সুবিধা দিয়েছে বিধায় খুব সহজে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা যায়। নিচের চিত্রে প্রদত্ত কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে খুব সহজে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

জন্ম নিবন্ধন ডাউনলোড করুন

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে উপরে প্রদত্ত বাটনে ক্লিক করুন। অথবা everify.bdris.gov.bd এই লিংক কপি করে গুগলে সার্চ করুন। উপরের বাটনে ক্লিক অথবা এই লিংক সার্চ করার পর নিচের চিত্রের ন্যায় একটি পেজ অপেন হবে।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
এখানে উপরের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করুন। এই অংশগুলো ভালোভাবে বুঝতে পারলে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করা আপনার জন্য একদম সহজ হবে। কাজেই উপরের চিত্রে লাল রং দ্বারা মার্ক করা চারটি অংশ ভালোভাবে লক্ষ্য করুন।
  • ১ম অংশঃ এখানে আপনার জন্ম নিবন্ধন সনদের ১৭ টি সংখ্যা হুবহু টাইপ করে দিতে হবে।
  • ২য় অংশঃ এই অংশে আপনার জন্ম তারিখ টাইপ করে দিতে হবে। জন্ম তারিখ লেখার ক্ষেত্রে প্রথমে আপনার জন্ম সাল। তারপর আপনার জন্ম মাস এবং সবশেষ জন্ম তারিখ দিতে হবে। উদাহরণ হিসেবে মনে করুন আপনার জন্ম তারিখ ২৬/০৪/২০১৫ খ্রিঃ। তাহলে আপনাকে টাইপ করতে হবে 2015-04-26
  • ৩য় অংশঃ এই অংশের যোগফল অথবা বিয়োগ ফল আপনাকে মনে মনে মিলাতে হবে।
  • ৪র্থ অংশঃ ৩নং অংশের যে বিয়োগ ফল অথবা যোগফল হয়েছিল সেটা এখানে বসাতে হবে।
  • উদাহরণ হিসেবে নিচে ফিলআপ করা ফরমটি দেখুন।
কিভাবে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করব?
উপরের চিত্রটিতে সবকিছু ফিলআপ করে দেখানো হয়েছে। কাজেই উপরের সকল অংশ পূরণ করার পর চিত্রের একদম নিচের অংশের "Search" লেখা বাটনে ক্লিক করতে হবে। সার্চ লেখা অংশে ক্লিক করা মাত্র নিচের চিত্রের ন্যায় আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি দেখতে পাবেন।
কিভাবে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করব?
উপরের চিত্রে দেখুন আমার জন্ম নিবন্ধনের অনলাইন কপি শো হচ্ছে। এখন আপনি চাইলে এটি প্রিন্ট করে নিতে পারবেন অথবা এর পিডিএফ কপি ডাউনলোড করে রেখে দিতে পারবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022 PDF

উপরের সকল অংশ অনুসরণ করার পর যখন আপনার জন্ম নিবন্ধন সনদ শো হবে তখন আপনি এটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022 PDF করার জন্য আপনার কম্পিউটারের কীবোর্ড হতে Ctrl চেপে ধরে P বাটনে প্রেস করতে হবে। কীবোর্ড হতে Ctrl চেপে ধরে P বাটনে প্রেস করার পর নিচের চিত্রটি শো হবে।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড PDF
এখানে উপরের চিত্রের ১নং অংশের ড্রপডাউন হতে "Save as PDF" সিলেক্ট করে ২নং অংশের Save এ ক্লিক করলেই জন্ম নিবন্ধনের অনলাইন কপি PDF আকারে আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। That's all.

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps

আসলে জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার জন্য অফিসিয়াল কোন App নাই। তবে আপনার মোবাইলের Google Chrome কিংবা অন্য যে কোন ব্রাউজার ব্যবহার করে উপরের ঠিক একই পদ্ধতি অনুসরণ করে মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। কাজেই একই স্টেপগুলো মোবাইল দিয়ে পুরায় দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না।

সাহায্য জিজ্ঞাসা

এখানে আমরা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার সবচাইতে সহজ নিয়ম দেখিয়েছি। আশাকরি আপনা এই নিয়ম অনুসরণ করে অনলাইন হতে জন্ম নিবন্ধন কপি ডাইনলোড করতে পারবেন। তারপরও কোন অংশ বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।  আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব।
Next Post Previous Post
1 Comments
Add Comment
comment url