GPF Balance Check : জিপিএফ ব্যালেন্স চেক
Are you a government employee looking to check your GPF (General Provident
Fund) balance? Luckily, there are now multiple options available for
GPF Balance Check Online. In this article, we'll explore each option
in detail and help you choose the best one to check your GPF balance
quickly.
ডিজিটাল বাংলাদেশ এর ডিজিটাল সেবার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের ফাইন্স এবং
একাউন্ট ডিভিশন মিলে সরকারী কর্মচারীদের জিপিএফ ব্যালেন্স চেক করা আরো সহজ করার
জন্য অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার সিস্টেম চালু করেছে। যার ফলে একজন সরকারী
কর্মকর্তা কিংবা সরকারী কর্মচারী তার হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার
করে খুব সহজে অনলাইন থেকে নিজের জিপিএফ এর যাবতীয় তথ্য জিনে নিতে পারবে।
But why stop by just checking your GPF balance? In this article, we'll also
cover other important information related to GPF, such as calculating your
GPF balance, withdrawing money from your GPF account, and more. So, without
further ado, let's dive into the world of GPF and discover all it
offers.
Also Read—
GPF Balance Check 2024
If you're a government employee in Bangladesh, keeping track of your GPF
(General Provident Fund) balance is essential. Knowing your GPF balance
can help you plan for your financial future, make informed decisions about
loans and other financial commitments, and ensure you're on track to meet
your retirement goals.
Fortunately, checking your GPF balance is easier than ever before. There
are multiple ways to check your GPF balance in 2024, including online, via
mobile app, and through your employer. Let's take a closer look at each of
these options.
জিপিএফ ব্যালেন্স চেক ২০২৪
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য আপনার দুটি জিনিস প্রয়োজন হবে। একটি
হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার। অন্যটি হচ্ছে আপনার আইবাস একাউন্টের
সাথে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটি একটিভ থাকতে
হবে এবং মোবাইলটি আপনার হাতে থাকতে হবে। কারণ আপনার কাঙ্খিত মোবাইল নাম্বারে
একটি OTP আসবে যেটি আপনাকে ৩০ সেকেন্ডের মধ্যে ব্যবহার করতে হবে। এই দুটি
ডকুমেন্ট থাকলে আপনি সহজে অনলাইনে আপনার জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন।
GPF Balance Check Online
One of the most convenient ways to check your GPF balance is through the
online portal of your respective GPF office (CAFOPFM) website. You will
need to log in using your National Identity Card (NID) number and your
desired mobile number to access your account details, including your
current GPF balance.
If you want to check your GPF balance, follow the procedure below. Here
we will show all the steps to check your GPF balance online through skin
short. So, keep following the below steps carefully.
কিভাবে জিপিএফ ব্যালেন্স চেক করবেন?
আমি আগেও বলেছি জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য আপনার ভোটার আইডি কার্ড নাম্বার
এবং আইবাসে ব্যবহৃত মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে। কাজেই যদি আপনার কাছে মোবাইল
নাম্বারটি একটিভ না থাকে তাহলে নাম্বারটি একটিভ করে আপনার হাতে রাখুন। সেই সাথে
নিচের ধাপ গুলো অনুসরণ করতে থাকুন।
প্রথমে আপনি এই লিংকে www.cafopfm.gov.bd
ক্লিক করে "চীফ একাউন্ট এন্ড ফাইন্যান্স অফিসার পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট"
এর অফিসিয়াল সাইট ভিজিট করুন। কিংবা আপনি গুগলে "CAFOPFM" লিখে সার্চ করলে
ওয়েবসাইটটি পেয়ে যাবেন। CAFOPFM এর অফিসিয়াল সাইট ভিজিট করলে নিচের চিত্রটি দেখতে
পাবেন।
এখানে উপরের চিত্রে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে GPF Balance Check
(জিপিএফ ব্যালেন্স চেক) করার জন্য উপরের চিত্রের মাঝখানে থাকা "GPF Information"
এর নিচে থাকা নীল রংয়ের "Click Here" বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করা
মাত্র নিচের চিত্রটি দেখতে পাবেন।
এখানে আপনি উপরের চিত্রে "NID/Smart ID" এবং "Phone No" নামে দুটি খালি ঘর দেখতে
পাবেন। এই ধাপে আপনাকে প্রথম অংশে আপনার কাঙ্খিত NID অথবা Smart ID কার্ডের
নাম্বার লিখে দিতে হবে। তারপর ২য় অংশে আপনার আইবাসে ব্যবহৃত মোবাইল নাম্বারটি
বসিয়ে দিয়ে নীল কালারের "Submit" বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP আসবে।
এখানে আপনাকে তেমন কিছু করতে হবে না। শুধুমাত্র আপনার মোবাইলে আসা ৬ ডিজিটের OTP
বসিয়ে দিয়ে নীল রংয়ের Submit বাটনে ক্লিক করলে আপনার জিপিএফ একাউন্টে লগইন হয়ে
যাবে। তার নিচের চিত্র থেকে আপনার জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। নিচে দেখুন-
এখানে আপনি ডানে বামে দুটি অপশন দেখতে পাচ্ছেন। বাম পাশের "GPF Accounts Slip" এর
নীচের নীল কালারের GO বাটনে ক্লিক করলে আপনার জিপিএফ একাউন্টে সর্বশেষে অর্থ
বছর অর্থাৎ জুলাই মাস পর্যন্ত মোট কত টাকা আছে তার বিস্তারিত তথ্য শো হবে।
তাছাড়া ডান পাশের "GPF Subsidiary Ledger" অপশন ব্যবহার করে আপনার একাউন্টে
সর্বশেষে মাস পর্যন্ত মোট কত টাকা আছে অর্থাৎ হালনাগাদ তথ্য দেখতে পাবেন। সেই
সাথে এখানে কোন মাসে কত টাকা করে জিপিএফ একাউন্টে জমা হয়েছে সেটাও শো হবে।
উপরের দুটি অপশন ব্যবহার করে আপনার জিপিএফ ব্যালেন্স চেক করার পাশাপাশি একাউন্টের
যাবতীয় তথ্য PDF আকারে ডাউনলোড কিংবা প্রিন্ট করে নিতে পারবেন। এটাই মূলত GPF
Balance Online Check করার সর্বশেষ প্রক্রিয়া।
GPF Balance Check on Mobile
Another popular option for GPF balance checks in 2024 is through mobile
apps. Many GPF offices now have mobile apps that can be downloaded from
the Google Play Store or Apple App Store. Once you've downloaded the app
and logged in, you'll be able to check your GPF balance, view your account
statement, and perform other account-related tasks.
GPF Balance Check Through Your Employer
Finally, you can also check your GPF balance through your employer.
Contact your employer's finance department and ask for your current GPF
balance. Your employer will be able to provide you with the information
you need, as well as any other details related to your GPF account.
No matter which method you choose, it's important to check your GPF
balance regularly to stay on top of your finances. You can make smart
financial decisions and plan for a brighter future by staying informed
about your GPF balance and other financial details.
Conclusion
In conclusion, keeping track of your General Provident Fund (GPF) balance
is essential for your financial planning. By regularly checking your GPF
balance, you can make informed decisions about your investments, savings,
and retirement planning. In this blog, we have provided you with all the
necessary information on how to check your GPF balance.
You can visit the official website of your respective GPF office
(CAFOPFM) and login with your GPF account details to check your balance.
Have you checked your GPF balance recently? If not, take some time out
today and check your GPF balance to ensure you're on track for your
financial goals.