সকল সিমের নাম্বার জানার উপায়

বর্তমান সময়ে আমরা সবাই দুটির বেশি সিম ব্যবহার করি। যার কারনে আমরা অল্পতে নিজেদের সিম নাম্বার ভূলে যাই। অথচ সকল সিমের নাম্বার জানার উপায় জানা থাকলে খুব সহজে যে কোন সিমের নাম্বার জেনে নেওয়া যায়। আপনার যদি একাধিক সিম থাকে এবং প্রায় সিম ভূলে যাওয়ার সমস্যায় পড়েন তাহলে আজকের পোস্ট থেকে সকল সিম নাম্বার জানার উপায় সম্পর্কে জেনে যাবেন।
সকল সিমের নাম্বার জানার উপায়




আজকের পোস্টে আমরা টেলিটক সিমের নাম্বার দেখার কোড, টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম, রবি সিমের নাম্বার দেখার নিয়ম, বাংলালিংক সিম নাম্বার দেখার উপায় এবং Airtel সিমের নাম্বার দেখার নিয়ম নিয়ে আলোচনা করার পাশাপাশি সিম সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ছো, পোস্টটি সবার জন্য খুব প্রয়োজন হবে।

এগুলো পড়তে পারেন

সকল সিমের নাম্বার জানার উপায়

আমাদের দেশে গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সব সর্বমোট ৫টি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে। আমাদের সবার কাছে প্রায় প্রত্যেকটি সিম রয়েছে। প্রত্যেকটি সিম আমাদের কোন না কোন কাজের জন্য প্রয়োজন হয় বিধায় প্রত্যেকটি সিম মাঝে মধ্যে ব্যবহার করতে হয়। কিন্তু অনেক দিন পর হঠাৎ একটি সিম চালু করার পর সিম নাম্বারটি জানা থাকে না বিধায় সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা কাঠানোর জন্য আজকের এই পোস্ট।

টেলিটক সিমের নাম্বার দেখার কোড

আপনি সরাসরি *551# নম্বরে ডায়াল করে আপনার টেলিটক সিমের নাম্বার জেনে নিতে পারবেন। আপনার টেলিটক সিম থেকে *551# নম্বরে ডায়াল করার পর অল্প কিছু সময়ের মধ্যে একটি নটিফিকেশন এর মাধ্যমে টেলিটক নাম্বার জানিয়ে দেওয়া হবে। সাধারণত টেলিটক সিম খুব একটা ব্যবহার করা প্রয়োজন হয় না বিধায় অধিকাংশ লোকের টেলিটক সিম নাম্বার স্মরণ থাকে না।

রবি সিমের নাম্বার দেখার নিয়ম

আপনার রবি সিম থেকে *140*2*4# নম্বরে ডায়াল করে আপনার রবি সিমের নাম্বার দেখে নিতে পারবেন। আপনার মোবাইলে লাগানো অবস্থায় রবি সিম থেকে *140*2*4# নম্বরে ডায়াল করার পর অল্প কিছু সময়ের মধ্যে একটি নটিফিকেশন এর মাধ্যমে রবি সিমের নাম্বার জানিয়ে দেওয়া হবে।

Airtel সিমের নাম্বার দেখার নিয়ম

এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য *121*7*3# নম্বরে ডায়াল করতে হতে। কাঙ্খিত কোডটি ডায়াল করার পর মেসেজের মাধ্যমে আপনার এয়ারটেল সিমের নাম্বার জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে, এয়ারটেল এবং রবি যৌথ মালিকানা কোম্পানি হিসেবে এক সাথে কাজ করে যাচ্ছে। বর্তমানে এয়ারটেল সিমের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

বাংলালিংক সিম নাম্বার দেখার উপায়

বাংলালিংক আমাদের দেশের আরেকটি জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি। বাংলালিংক এর ইন্টারনেট সবচাইতে দ্রুতগতির ইন্টারনেট হিসেবে কিছু দিন আগে স্বীকৃতি পেয়েছে। আপনার বাংলালিংক সিম নাম্বার দেখার জন্য *511# নম্বরে ডায়াল করতে হতে। ডায়াল করার সাথে সাথে ছোট একটি নটিফিকেশন এর মাধ্যমে বাংলালিংক সিম নাম্বার দেখতে পাবেন।

গ্রামীন সিমের নাম্বার দেখার নিয়ম

গ্রামীনফোন বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবহৃত মোবাইল অপারেটর কোম্পানি। মোবাইলের শক্ত নেটওয়ার্কের কারনে গ্রামীনফোন কাস্টমারদের মন জয় করে নিয়েছে। গ্রামীনফোনের সিম নাম্বার জানা একদম সহজ। আপনার গ্রামীন সিম থেকে সরাসরি *2# নাম্বারে ডায়াল করে গ্রামীন সিমের নাম্বার দেখে নিতে পারবেন।

সকল সিমের নাম্বার জানার কোড




টেলিটক সিমের নাম্বার দেখার কোড
টেলিটকম সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *551#
রবি সিমের নাম্বার দেখার নিয়ম
রবি সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *140*2*4#
Airtel সিমের নাম্বার দেখার নিয়ম
Airtel টেলিটকম সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *121*7*3#
বাংলালিংক সিম নাম্বার দেখার উপায়
বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *511#
গ্রামীন সিমের নাম্বার দেখার নিয়ম
গামীনফোন সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *2#

সকল সিমের নাম্বার দেখার কোড (একত্রে)

সকল সিমের নাম্বার দেখার কোড

সকল সিমের ব্যালেন্স ও ইন্টারনেট ব্যালেন্স জানার উপায়

আপনার ব্যবহৃত সিমে কত টাকা অবশিষ্ট আছে এবং কি পরিমান ইন্টারনেট ব্যালেন্স রয়েছে ইত্যাদি জানার জন্য প্রত্যেক মোবাইল অপারেটরের আলাদা আলাদা কোড রয়েছে। কোডগুলো জানা থাকলে সহজে ব্যালেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যায়। সকলের সুবিধার্তে ব্যালেন্স জানার কোড শেয়ার করার পাশাপাশি অন্যান তথ্যগুলো শেয়ার করে দিলাম।

টেলিটক সিমের সকল তথ্য
ব্যালেন্স জানতে *১৫২#
রিচার্জ করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১
সরাসরি টেলিটক কাস্টমার কেয়ার-
০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০
রবি সিমের সকল তথ্য
ব্যালেন্স জানতে *২২২#
রিচার্জ করতে *১১১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২৩
সরাসরি রবি কাস্টমার কেয়ার-
০১৮১৯৪০০৪০০
এয়ারটেল সিমের সকল তথ্য
ব্যালেন্স জানতে *৭৭৮#
রিচার্জ করতে *৭৮৭* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ৭৮৬
সরাসরি এয়ারটেল কাস্টমার কেয়ার-
০১৬৭৮৬০০৭৮৬
বাংলালিংক সিমের সকল তথ্য
নিজের নাম্বার জানতে *৬৬৬#
ব্যালেন্স জানতে *১২৪#
রিচার্জ করতে *১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ অথবা ২১২
সরাসরি বাংলালিংক কাস্টমার কেয়ার
০১৯১১-৩০৪১২১
গ্রামীনফোন সিমের সকল তথ্য
ব্যালেন্স জানতে *৫৬৬#
রিচার্জ করতে *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার: ১২১
সরাসরি গ্রামীনফোন কাস্টমার কেয়ার
০১৭১১-৫৯৪৫৯৪

শেষ কথা

আশাকরি পোস্টের সকল তথ্য দ্বারা আপনি উপকৃত হয়েছে। পোস্টটি আপনার কাজে লাগলে ফেসবুকে শেয়ার করতে ভূলবেন না। সেই সাথে নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য নিয়মিত আমাদের ব্লগ ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url