Blogger নাকি WordPress ভালো?

আপনি কি ব্লগিং শুরু করার কথা ভাবছেন? অথবা আপনার বর্তমান ব্লগটিকে নতুন প্ল্যাটফর্মে নেওয়ার কথা চিন্তা করছেন? অনলাইনে নিজের পরিচিতি তৈরি, জ্ঞান শেয়ার করা বা ব্যবসার প্রসারের জন্য ব্লগিং একটি দারুণ উপায়। কিন্তু ব্লগিংয়ের জগতে পা রাখার প্রথম ধাপেই যে প্রশ্নটি মনে আসে, তা হলো – কোন প্ল্যাটফর্মটি বেছে নেব? Blogger নাকি WordPress?

ব্লগিং জগতের বহুল ব্যবহৃত দুটি প্লাটফর্ম হচ্ছে "Blogger এবং WordPress". দুটি প্লাটফর্মেরই ‍কিছু সুবিধা-অসুবিধা রয়েছে। আসলে প্রত্যেকটা জিনিসের ভাল-মন্দ দুটি দিক থাকে। তেমনি "Blogger এবং WordPress" দুটি ব্যবহারের ক্ষেত্রে আলাদা কিছু স্বতন্ত্র পার্থক্য রয়েছে। তবে সমস্যা হচ্ছে আমরা যখন ব্লগিং শুরু করি তখন বুঝতে পারি না যে, কোনটা আমার জন্য উপযুক্ত।

অনেকের কাছ থেকে পরামর্শ নিতে গিয়েও সঠিক কোন সিদ্ধান্তে উপনিত হতে পারেন না। আসলে কে কি বল্ল সেটা চিন্তা না করে, আপনাকে ঠিক করে নিতে হবে আসলে আপনার জন্য কোনটি উপযুক্ত।

কারণ এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্লগিং এর ধরনের উপরে। আপনি যদি পার্সনালি ব্লগিং করেন তাহলে বিষয়টি হবে এক ধরনের। অন্যদিকে ব্যবসায়িক ব্লগ বা প্রফেশনাল ব্লগিং করতে চান, তাহলে বিষয়টি হবে অন্য ধরনের।

ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস কোনটি ব্যবহার করবেন, এ বিষয়টি নির্বাচন করার পূর্বে দুটি বিষয় নিয়ে ভালভাবে জানতে হবে। আজ আমরা Blogger এর কিছু সুবিধা-অসুবিধা এবং ব্লগার ও ওয়ার্ডপ্রেস এর তুলনামূলক কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব।

ব্লগিং ক্যারিয়ারে পা রাখার পূর্বে সবাই একটি সাধারণ প্রশ্নের সম্মুখিন হন যে, আমি WordPress দিয়ে ব্লগিং শুরু করব নাকি Google Blogger দিয়ে শুরু করব? তখন অনেকে পরামর্শ দেন WordPress দিয়ে শুরু করার জন্য আবার অনেকে Blogger দিয়ে শুরু করার পরামর্শ দেন। যার ফলে দেখা যায় দু টানা পরামর্শের কারনে নবীন ব্লগাররা সঠিক সিদ্ধান্তে পৌছতে পারেন না। আমরা এ প্রশ্নগুলির সঠিক এবং পরিপূর্ণ সুস্পষ্ট সমাধান দেয়ার চেষ্টা করব।

Blogger কি?

Blogger গুগলের মালিকানাধীন একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং ব্লগিং শুরু করার জন্য কোনো রকম টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন হয় না। গুগল অ্যাকাউন্ট থাকলেই আপনি কয়েক মিনিটের মধ্যেই Blogger দিয়ে ব্লগ তৈরি করে ফেলতে পারবেন।

Blogger এর সুবিধা:

  • সম্পূর্ণ ফ্রি: হোস্টিং এবং সাবডোমেইন (yourblog.blogspot.com) বিনামূল্যে পাওয়া যায়। চাইলে নিজের কেনা কাস্টম ডোমেইনও যুক্ত করতে পারবেন। কাজেই আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্লগ শুরু করতে পারবেন।
  • ব্যবহার অত্যন্ত সহজ: নতুনদের জন্য ইন্টারফেস খুবই সিম্পল এবং বোঝা সহজ। কোডিং নলেজ না থাকলে আপনি অনায়াস ব্লগ কন্ট্রল করতে পারবেন।
  • গুগলের নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা: যেহেতু এটি গুগলের সার্ভিস, তাই এর সার্ভার বেশ নির্ভরযোগ্য এবং নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না।
  • গুগল ইকোসিস্টেম: গুগল অ্যাডসেন্স, গুগল অ্যানালিটিক্স ইত্যাদির সাথে সহজে ইন্টিগ্রেট করা যায়।
  • মোবাইল অ্যাপের সহজলভ্যতা: Blogger এর ডেডিকেটেড মোবাইল অ্যাপ রয়েছে। এর মাধ্যমে আপনি যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে সহজেই নতুন পোস্ট লিখতে, এডিট করতে, ছবি যোগ করতে বা আপনার ব্লগের পরিসংখ্যান দেখতে পারেন।
  • নির্ভরযোগ্য আপটাইম ও পারফরম্যান্স: যেহেতু Blogger গুগলের বিশাল এবং শক্তিশালী অবকাঠামোর উপর চলে, তাই এর সার্ভার ডাউন হওয়ার বা সাইট স্লো হওয়ার ঘটনা খুব কম ঘটে।

Blogger এর অসুবিধা:

  • সীমিত কাস্টমাইজেশন: থিম এবং ডিজাইন অপশন খুবই সীমিত। ওয়েব ডিজাইন (কোডিং) সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে পেশাদার লুক দেওয়া কঠিন।
  • সীমিত ফাংশনালিটি: WordPress এর মতো প্লাগইন ব্যবহারের সুযোগ নেই, ফলে নতুন ফিচার যুক্ত করা বেশ কঠিন।
  • নিয়ন্ত্রণ কম: আপনার ব্লগের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার থাকে না। গুগল যেকোনো সময় তাদের পলিসি পরিবর্তন করতে পারে বা সার্ভিস বন্ধও করে দিতে পারে (যদিও সম্ভাবনা কম)।
  • প্ল্যাটফর্ম পরিবর্তন কঠিন: ভবিষ্যতে WordPress বা অন্য প্ল্যাটফর্মে যেতে চাইলে ডেটা মাইগ্রেট করা কিছুটা জটিল হতে পারে।
  • এসইও সীমাবদ্ধতা: বেসিক এসইও অপশন থাকলেও WordPress এর মতো অ্যাডভান্সড এসইও কন্ট্রোল নেই।

WordPress কি?

এখানে আমরা WordPress.org নিয়ে কথা বলছি, যা একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম। WordPress.org ব্যবহার করার জন্য আপনার নিজের ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং কিনতে হবে। (WordPress.com একটি ভিন্ন সার্ভিস, যা Blogger এর মতো হোস্টেড প্ল্যাটফর্ম, কিন্তু এর ফ্রি প্ল্যানে অনেক সীমাবদ্ধতা আছে)।

WordPress.Com এবং WordPress.Org এর মধ্যে পার্থক্য কি?

Blogger দিয়ে নাকি WordPress দিয়ে ব্লগিং শুরু করবেন সে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারনা নেয়ার পূর্বে WordPress.Com এবং WordPress.Org এই দুই এর মধ্যে পার্থক্য কি সেটি ভালভাবে জেনে নিতে হবে। আমরা এই অংশে WordPress.Com এবং WordPress.Org এর মধ্যে পার্থক্য ও সুবিধা-অসুবিধার বিষয়গুলি নিয়ে আলোচনা করব।

WordPress.Com এবং WordPress.Org এর মধ্যে পার্থক্য কি?

WordPress.Com এবং WordPress.Org যদিও বিষয়টি শুনতে আপাত দৃষ্টিতে এক মনে হচ্ছে, কিন্তু দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এ দুটি বিষয় নিয়ে লিখার পূর্বে একটি কথা সংক্ষেপে বলে রাখছি যে, WordPress.Com হচ্ছে WordPress এর একটি ফ্রি বেসিক ভার্সন। এটি আপনি সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।

অন্যদিকে WordPress.Org হচ্ছে WordPress এর পরিপূর্ণ প্রফেশনাল ভার্সন, যেটি আপনাকে টাকার বিনিময়ে হোস্টিং কিনে নিয়ে ব্যবহার করতে হবে। এটির পরিপূর্ণ কন্ট্রল এবং দায় আপনাকে নিজেই বহন করতে হবে। 

WordPress (WordPress.org) এর সুবিধা:

  • সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও মালিকানা: আপনার ওয়েবসাইট এবং সমস্ত ডেটার সম্পূর্ণ মালিক আপনি। আপনার ব্লগের নিয়ন্ত্রন কারো হাতে থাকে না। ব্লগারের ক্ষেত্রে গুগল চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে সেই নিয়ন্ত্রণ আপনি ছাড়া কারো নেই।
  • অসাধারণ ফ্লেক্সিবিলিটি: হাজার হাজার ফ্রি এবং প্রিমিয়াম থিম ও প্লাগইন ব্যবহার করে আপনি যেমন খুশি তেমন ডিজাইন ও ফাংশনালিটি যোগ করতে পারবেন। অনলাইন স্টোর, ফোরাম, মেম্বারশিপ সাইট ইত্যাদি সবই তৈরি করা সম্ভব।
  • শক্তিশালী এসইও: Yoast SEO বা Rank Math এর মতো শক্তিশালী প্লাগইন ব্যবহার করে অ্যাডভান্সড এসইও সেটিংস করা যায়, যা সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করতে খুব সহায়ক।
  • বিশাল কমিউনিটি সাপোর্ট: কোনো সমস্যায় পড়লে অনলাইন ফোরাম, টিউটোরিয়াল এবং ডেভেলপারদের বিশাল কমিউনিটির সাহায্য পাওয়া যায়।
  • স্কেলেবিলিটি: আপনার ব্লগ বা ওয়েবসাইট সময়ের সাথে সাথে যত বড়ই হোক না কেন, WordPress সহজেই তা সামলাতে পারে।
  • বিভিন্ন মনিটাইজেশন অপশন: অ্যাডসেন্স ছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পনসরড পোস্ট, নিজের প্রোডাক্ট বিক্রি ইত্যাদি নানা উপায়ে আয় করার অনেক সুযোগ থাকে।

WordPress (WordPress.org) এর অসুবিধা:

  • খরচ: ডোমেইন নেম (বছরে প্রায় $10-$15) এবং ভালো মানের ওয়েব হোস্টিং (মাসে $3-$25 বা তার বেশি) কিনতে হয়। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ডোমেইন ও হোস্টিং বাধ্যতা মূলক।
  • শেখার প্রয়োজন (Learning Curve): Blogger এর চেয়ে WordPress ব্যবহার শিখতে কিছুটা বেশি সময় লাগে। কারণ ওয়ার্ডপ্রেস সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছাড়া ব্লগ কন্ট্রল করতে পারবেন না।
  • নিরাপত্তা ও ব্যাকআপ: সাইটের নিরাপত্তা রক্ষা করা এবং নিয়মিত ব্যাকআপ নেওয়ার দায়িত্ব আপনার নিজের। যেহেতু ওয়ার্ডপ্রেস ব্লগে কারো নিয়ন্ত্রণ নেই সেহেতু নিরাপত্তা ব্যববস্থা আপনাকেই করতে হবে।
  • মেইনটেন্যান্স: থিম, প্লাগইন এবং WordPress কোর নিয়মিত আপডেট রাখতে হয়। এই ক্ষেত্রে আপনার পর্যাপ্ত নলেজ প্রয়োজন হবে।

WordPress.Com এর সুবিধা:

  • এখানে আপনাকে সর্বোচ্ছ 3GB পর্যন্ত Space ফ্রি দেয়া হবে। তবে এই 3GB পূর্ণ হওয়ার পর আপনার প্রয়োজনানুসারে জায়গা কিনে নিতে হবে।
  • তারা নিয়মিত আপনার সাইট Backup করবে। এ নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবে না।

WordPress.Com এর অসুবিধা:

  • আপনার ব্লগে তাদের প্রয়োজনীয় বিভিন্ন বিজ্ঞাপন শো করবে। এ ক্ষেত্রে আপনি যদি বিজ্ঞাপনগুলি সরাতে চান তাহলে টাকা পরিশোধ করতে হবে।
  • আপনার ব্লগে প্রতি মাসে ২৫,০০০ এর বেশী Page View না পাওয়া অবধি নিজের পছন্দমত কোন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন না। তারপর যদিও আপনার ব্লগে বিজ্ঞাপন ব্যবহার করতে দেবে কিন্তু আপনার বিজ্ঞাপন হতে আয়ের ৫০% তাদের দিতে হবে।
  • এটিতে আপনি কোন ধরনের Plugins ব্যবহার করতে পারবেন না। আর আপনি নিশ্চয় অবগত আছে যে, WordPress এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিভিন্ন Plugins.
  • আপনি ইচ্ছে করলেও এটিতে কোন প্রকার Custom Theme ব্যবহার করতে পারবেন না। এ ক্ষেত্রে আপনার ব্লগকে প্রফেশনাল Look দিতে বড় অসুবিধার মধ্যে পড়তে হবে।
  • এটিতে কোন প্রকার Custom Analytics Software ব্যবহার করতে পারবেন না। কারণ এটি আপনাকে কোন Custom Code ব্যবহার করতে দেবে না।
  • আপনি যদি তাদের Term of Service এর কোন প্রকার নিয়ম ভঙ্গ করে কোন কাজ করেন, তাহলে যে কোন সময় আপনার সাইটটি ডিলিট করে দিতে পারে।
  • আপনার কোন প্রকার অনুমতি ছাড়াই সাইটের Theme পরিবর্তন করতে পারে। কারণ এই Theme গুলি Full Control থাকে Developer দের হাতে।
  • আপনার Themes এর Upgrade এর সুবিধা ভোগ করার ক্ষেত্রে টাকা পরিশোধ করতে হবে। তাহলেই কেবল Themes Upgrade করার সুযোগ দেবে।

Wordpress.Com নাকি Wordpress.Org কোনটি ব্যবহার করা উচিত?

আপনি যদি সাধারণভাবে অনলাইন হতে কোন টাকা পয়সা আয় করার চিন্তা না করে শুধুমাত্র একটি ব্যক্তিগত ব্লগ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে অনায়াসে সম্পূর্ণ বিনা মূল্যে WordPress.Com ব্যবহার করতে পারেন।

তবে ব্লগিংকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান কিংবা ব্লগিং করে অনলাইন হতে টাকা আয় করতে চান, তাহলে অবশ্যই আমি সবাইকে বলব কিছু টাকার বিনিময়ে হলেও WordPress.Org ব্যবহার করবেন। তাপরও যদি আপনি ভাবেন দুটির কোনটি ব্যবহার করবেন তাহলে বিষয়টি নিত্যান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার।

Blogger এবং WordPress এর পার্থক্য কি?

নিচে আমরা টেবীলের মাধ্যমে Blogger এবং WordPress এর মধ্যে তুলনামূলক কয়েকটি পার্থক্য তুলে ধরছি। এগুলি থেকে Blogger এবং WordPress এর মধ্যে পার্থক্য এবং ‍সুবিধা-অসুবিধা অনুধাবন করতে পারবেন। (নোটঃ এখানে ওয়ার্ডপ্রেস বলতে কেবলমাত্র WordPress.Org-কে বুঝাবে)।
গুগল ব্লগার ওয়ার্ডপ্রেস
ডোমেইন নেইম
গুগল ব্লগারের ক্ষেত্রে ডোমেন নেম এর গঠন হবে example.blogspot.com এটির গঠন আপনার ইচ্ছানুযায়ি টাকার বিনিময়ে কিনে নিতে পারেন।
আপনি ইচ্ছে করলে Pre-Regester ডোমেন নেম ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনাকে 10/12 ডলারের বিনিময়ে নিজস্ব ডোমেন কিনতে হবে।
হোস্টিং স্টোরেজ
1 GB পর্যন্ত ফ্রি Storage Space পাওয়া যায়। মাসিক কমপক্ষ্যে 4-7 ডলারের বিনিময়ে প্রয়োজনীয় Storage Space কিনতে হবে। 
Google Drive এর সাথে কনেক্ট করে Storage Space বাড়ীয়ে নিতে পারবেন। টাকার বিনিময়ে আপনি যত খুশি তত Storage Space বাড়ীয়ে নিতে পারেন।
কাস্টমাইজ করা
টেমপ্লেট কাষ্টমাইজ করতে পারবেন। থিমস কাষ্টমইজ করার সুযোগ রয়েছে।
যে কোন ধরনের কোডিং করার সুযোগ রয়েছে।  এটিতেও যে কোন ধরনের কোডিং করতে পারবেন।
ব্লগ ডিজাইন
যে কোন ধরনের ডিজাইন করা যাবে। এটিও যে কোন ধরনের ডিজাইন করা যাবে।
Variable ব্যবহার করে সহজে করে থিম ডিজাইন ও পরিবর্তন করা যায়। ড্রাগ এন্ড ড্রপ করে সহজে ডিজাইন করা যায়।            
প্লাগইন
প্লাগইন ব্যবহার করার সুযোগ নেই। বিভিন্ন ধরনের প্লাগইন ব্যবহার করা যায়।
শুধুমাত্র কয়েকটি Gadget ব্যবহার করা সম্ভব। ইচ্ছামত বিভিন্ন Functions ব্যবহার করা সম্ভব।   
মনিটাইজেশন
Google Adsense ব্যবহারের সুযোগ রয়েছে। Google Adsense এর ম্যানুয়ালি করতে হয়।
যে কোন ধরনের এ্যাড মনিটাইজ করা যায়।        এটিতেও যে কোন ধরনের এ্যাড মনিটাইজ করা যায়।  

Blogger নাকি WordPress?

আমি আগেও বলেছি দুটিই ভালমানের ব্লগিং প্লাটফর্ম। তবে একটি সম্পূর্ণ ফ্রি এবং অন্যটি হোস্টিংয়ের জন্য আপনাকে মাসে 4-5 ডলার ব্যয় করতে হবে। তবে যেহেতু WordPress ব্যবহারের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অর্থের বিনিময়ে হোস্টিং কিনে ব্যবহার করতে হয় সেহেতু এটিতে ব্লগারের তুলনায় কিছুটা হলেও বাড়তী সুবিধা পাবেন।

তবে আমার পরামর্শ হবে, আপনি যদি ব্লগিংয়ে নতুন হন কিংবা ব্যক্তিগতভাবে ব্লগিং কারতে চান, তাহলে অবশ্যই গুগল ব্লগার বেছে নেয়ার জন্য। অন্যদিকে আপনি যদি ব্যবসায়িক বা প্রতিষ্ঠানের জন্য কিংবা প্রফেশানাল ব্লগিং করতে চান, তাহলে অবশ্যই কিছু টাকা খরছ করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগিং করবেন।

শেষ সিদ্ধান্ত

আশা করি, Blogger এবং WordPress নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমরা দেখলাম, Blogger একটি ফ্রি, সহজ এবং গুগল-ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, যা নতুন এবং সাধারণ ব্লগারদের জন্য দারুণ একটি সূচনা হতে পারে। যাহার সরল ইন্টারফেস এবং হোস্টিংয়ের চিন্তা না থাকায় সহজেই ব্লগিং শুরু করা যায়।

অন্যদিকে, WordPress হলো একটি অত্যন্ত শক্তিশালী এবং ফ্লেক্সিবল প্ল্যাটফর্ম, যা আপনাকে আপনার সাইটের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। হাজার হাজার থিম, প্লাগইন এবং কাস্টমাইজেশনের অফুরন্ত সুযোগ এটিকে পেশাদার ব্লগার, ব্যবসা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আদর্শ করে তোলে। যদিও এর জন্য ডোমেইন এবং হোস্টিংয়ের খরচ বহন করতে হয় এবং কিছুটা শেখার প্রয়োজন পড়ে, তবে এর সম্ভাবনা অফুরন্ত।

শেষ পর্যন্ত, "Blogger নাকি WordPress, কোনটি ভালো?" – এই প্রশ্নের উত্তরটি আপনার ব্যক্তিগত চাহিদা, বাজেট, প্রযুক্তিগত জ্ঞান এবং ব্লগিংয়ের লক্ষ্যের উপর নির্ভর করে। যদি সরলতা এবং শূন্য খরচ আপনার প্রধান চাহিদা হয়, তবে Blogger বেছে নিতে পারেন। আর যদি আপনি আপনার সাইটের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, উন্নত ডিজাইন এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি চান, তবে WordPress আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

আপনার সিদ্ধান্ত যাই হোক না কেন, ব্লগিংয়ের যাত্রা উপভোগ করুন! আপনার অভিজ্ঞতা বা পছন্দের প্ল্যাটফর্ম কোনটি, তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনার ব্যক্তিগত কোন পছন্দ বা আমাদের সাথে দ্বিমত পোষণ করলে তাও জানাতে পারেন।

Next Post Previous Post
31 Comments
  • চাঁদপুর প্রতিদিন
    চাঁদপুর প্রতিদিন April 9, 2016 at 12:55 PM

    Thanks Brother!

  • Sumon
    Sumon April 10, 2016 at 10:56 AM

    Thanks bro, very infnormative article

    • Rashid
      Rashid April 10, 2016 at 12:51 PM

      Welcome

  • Pulak Mallik
    Pulak Mallik April 24, 2016 at 8:07 PM

    ভাই আপনার এই পোস্ট এ মিল ও পার্থক্য এর পাশাপাশি এটাও বলা উচিত ছিল যে ওয়ার্ডপ্রেস নিজে হোস্টিং কিনে লাগানো যায়।

    • Rashid
      Rashid April 24, 2016 at 9:24 PM

      পোষ্টের Storage Space টেবিলের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে WordPress এর প্রয়োজনীয় সকল Storage Space মাসিক 4-7 ডলারের বিনিময়ে কিনতে হয়। অধিকন্তু পূর্বের পোষ্টে আমরা WordPress এর সুবিধা-অসুবিধা সহ আরো বিস্তারিত আলোচনা করেছি। ধন্যবাদ...

  • Unknown
    Unknown May 2, 2016 at 3:33 PM

    খুব ভাল লাগলো পড়ে

  • Mehedi Royhan
    Mehedi Royhan September 1, 2016 at 1:01 AM

    আপনার ব্লগটি কি blogger.com থেকে তৈরি ?
    আশা করছি জানাবেন ।

    • Rashid
      Rashid September 1, 2016 at 10:31 AM

      হ্যা ভাই, আমার ব্লগটা Google Blogger দিয়ে তৈরী।

  • বিস্ময়
    বিস্ময় May 26, 2017 at 7:58 AM

    Thanks

  • Rashmi
    Rashmi December 18, 2017 at 11:44 AM

    thanks;you are my solved my problem.

    • Rashid
      Rashid December 18, 2017 at 7:37 PM

      Welcome and stay us for better future update.

  • Unknown
    Unknown December 18, 2017 at 4:13 PM

    আমি ব্লগার দিয়ে এই ব্লগ তৈরী করেছি এইখানে কি ডোমেইন এ্যাড করা যাবে itpeark.blogspot.com

    • Rashid
      Rashid December 18, 2017 at 7:54 PM

      করতে পারবেন, ইনফেক্ট আমার ব্লগটাও ব্লগার দিয়ে তৈরি।

  • Arifur Rahman
    Arifur Rahman February 9, 2018 at 8:08 PM

    দারুণ একটি লেখা,অনেক ভালো তথ্য পেলাম।আমার ব্লগ www.arifurblog.blogspot.com

    • Rashid
      Rashid February 9, 2018 at 9:13 PM

      Thanks and stay us to our next update...

  • সাত রং
    সাত রং September 30, 2019 at 5:58 PM

    Thanks

  • Kamal Ahmed
    Kamal Ahmed February 11, 2020 at 4:05 PM

    ব্লগার দিয়ে খুললে কি ইনকাম হবে?

  • Kamal Ahmed
    Kamal Ahmed February 11, 2020 at 4:06 PM

    হোস্টিং না কিনলে কি ইনকাম করতে পারবনা??
    জানাবেন প্লিজ

    • Rashid
      Rashid February 23, 2020 at 12:53 PM

      অবশ্যই করতে পারবেন। ভালোমানের কন্টেন্ট থাকলে অবশ্যই করা সম্ভব।

  • মুহিব্বুল্লাহ খন্দকার
    মুহিব্বুল্লাহ খন্দকার August 16, 2020 at 7:29 PM

    ধন্যবাদ আপনাকে। আমার একটা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট আছে। আমরা কয়েকজন মাদরাসা পড়ুয়া মিলে একটা প্লাটফরম খুলতে চািই। যেখানে আলেমদের লেখা প্রবন্ধ, বয়ান ও বক্তৃতার অনুলিপি, অডিও-ভিডিও সব থাকবে। যদি এমনটি করি তাহলে আমাদের কেমন খরচ পড়বে। আমরা কেউ এখনও কোন জব টব করি না। তাই টাকা পয়সা ইনভেস্ট করার সুযোগ আমাদের নেই। সাজেশন দেওয়ার অনুরোধ রইল।
    আর আমার ওয়েবসাইটের লিংক https://mohibbullah.com/

    • Rashid
      Rashid August 17, 2020 at 3:20 PM

      আপনি এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

      https://www.bloggerbangladesh.com/2020/04/create-free-website.html

  • Apple Mahmud
    Apple Mahmud January 8, 2021 at 8:18 PM

    অনেক সুন্দর পোস্ট করেছেন।

    • Rashid
      Rashid January 8, 2021 at 9:54 PM

      ধন্যবাদ, সাথে থাকুন।

  • Anonymous
    Anonymous January 22, 2021 at 1:22 PM

    আমার কিছু জানার ছিল যে,
    ব্লগ খোলার আগে "কাস্টম ডোমেইন" কিনে তারপর ব্যবহার করতে হবে? নাকি ব্লগ সাইট খোলার পর যেকোনো সময় আমি "কাস্টম ডোমেইন" কিনে তারপর আমার ব্লগে ব্যবহার করতে পারবো? ব্লগারের অফিসিয়াল "সাব ডোমেইন" দিয়ে ব্লগ খুলে ভালো মানের কনটেন্ট লিখে বা শেয়ার করে কি আমি Google Adsense এর জন্য আবেদন করলে গুগল আমার আবেদন গ্রহণ করবে? Adsense পাবার জন্য কি আগে থেকে "কাস্টম ডোমেইন" কিনে ব্লগ খোলার সময় ব্যবহার করতে হবে? "সাব ডোমেইন " দিয়ে ব্লগিং করে ভালো মানের কনটেন্ট থাকলে গুগল আমার আবেদন গ্রহণ করবে না?

    অগ্রিম ধন্যবাদ ভাই।

    • Rashid
      Rashid January 22, 2021 at 1:46 PM

      ব্লগে ভালোমানের আর্টিকেল থাকলে ব্লগারের অফিসিয়াল "সাব ডোমেইন" দিয়েও এডসেন্স অনুমোদন পাওয়া যায়। তবে আমার মতে ব্লগিং শুরু করা জন্য মিনিমাম একটি ডোমেইন নিয়ে ব্লগ শুরু করা উচিত। কারণ ব্লগ যখন জনপ্রিয় হয়ে উঠবে তখন টপ ডোমেইন ছাড়া ভিজিটরের কাছে ব্লগের গ্রহনযোগ্যতা পাবে না।

      তাছাড়া বর্তমানে একটি ডটকম ডোমেইন মাত্র ৭/৮ শত টাকায় কিনতে পাওয়া যায়। সুতরাং একটি টপ ডোমেইন দিয়ে ব্লগ শুরু করুন।

  • Mahram
    Mahram April 10, 2021 at 3:23 PM

    ব্লগারে custom domain এ SSL certificate কিভাবে রোগ করব?

    • Rashid
      Rashid April 15, 2021 at 12:31 PM

      এ বিষয়ে আমাদের ব্লগে একটি বিস্তারিত পোস্ট আছে। পোস্টটি পড়লে বিস্তারিত জানতে পারবেন।

      ধন্যবাদ...

  • ইসলামিক গান
    ইসলামিক গান July 18, 2021 at 3:57 PM

    ধন্যবাদ ভাই

  • Life Fact Bangla
    Life Fact Bangla June 1, 2022 at 8:46 PM

    "আগামী পোস্টে আলোচনা করবো " এরকম একটা লেখা আছে। সম্ভবত ভুল হয়েছ, বিষয়টি এই পোস্টেরই আলোচ্য বিষয়এবং আলোচনা করছেন। আমি আপনার লেখা নিয়মিত পরি। নিজে একটি ব্লগ শুরু করেছি। আপনার ব্লগটি কি ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস? আরেকটা বিষয় নিয়ে লিখবেন আশা করি, আপনার এই ব্লগটা থেকে মাসে কত ইনকাম? অনেকেই বাংলা ব্লগে লিখতে নিরুৎসাহিত করে। ধন্যবাদ।

    • Rashid
      Rashid June 2, 2022 at 1:31 PM

      সংশোধন করা হয়েছে।

      আমাদের ব্লগটি গুগল ব্লগার দিয়ে তৈরি করা। আসলে আমার প্রফেশনাল ব্যস্ততার কারনে ব্লগে নিয়মিত কাজ করতে পারি না। তারপরও প্রতি মাসে প্রায় ১০০/১৫০ ডলার ইনকাম হয়। তবে আমি যখন আগে নিয়মিত কাজ করতাম তখন প্রতিদিন ৪০/৪৫ ডলার ইনকাম করার মত রেকর্ড আছে।

      ইংরেজি ব্লগের কাজ করতে পারলে ভালো। তবে বাংলা ব্লগ একদাম খারাপ নয়। ভালো অভীজ্ঞতা থাকলে অবশ্যই ইংরেজী ব্লগ চালু করার পরামর্শ দেব।

      ধন্যবাদ...

  • Anonymous
    Anonymous July 11, 2022 at 9:07 PM

    Nice

Add Comment
comment url