কাউন্টার টুল
আপনি যখন Blog Post অথবা Blog Title কিংবা Meta Descriptions লিখবেন তখন সার্চ ইঞ্জিন থেকে ভাল ট্রাফিক পাওয়ার জন্য আপনাকে এগুলির কিছু লিমিট মেনে লিখতে হবে। আপনি যদি কোন রুল না মেনে খুব বেশী বড় আকারের Title কিংবা Meta Descriptions লেখেন তাহলে সার্চ ইঞ্জিনে ভাল ফলাফল পাবেন না। যেমন-Meta Descriptions লিখতে হবে ১৪৫ অক্ষরের মধ্যে এবং পোষ্টের Title লিখতে হবে ৬৫ অক্ষরের মধ্যে। সার্চ ইঞ্জিন হতে আপনার ব্লগে ট্রাফিক বাড়ানোর জন্য আপনি অবশ্যই এ নিয়ম গুলি Follow করবেন।
অক্ষর কাউন্ট করার জন্য আপনি ''প্রযুক্তি ডট কম" এর এই টুলটি ব্যবহার করতে পারেন। এই টুলটি আপনার বাক্যের Space-সহ মোট সংখ্যা গননা করে দেখাবে।
Enjoy Characters Counting!